A
ব্রাজিল
B
দক্ষিণ আফ্রিকা
C
ভারত
D
রাশিয়া
উত্তরের বিবরণ
BRICS: একটি উদীয়মান অর্থনৈতিক জোট
BRICS হলো একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট, যা বিশ্বের পাঁচটি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত। এই দেশগুলো হলো:
-
ব্রাজিল
-
রাশিয়া
-
ভারত
-
চীন
-
দক্ষিণ আফ্রিকা
🔹 প্রাথমিক গঠন ও নাম পরিবর্তন:
-
২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন নিয়ে গঠিত হয়েছিল BRIC জোট।
-
পরে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা এই জোটে যোগ দিলে এর নাম পরিবর্তন হয়ে BRICS হয়।
🔹 প্রতিষ্ঠিত উদ্যোগ:
-
BRICS-এর উদ্যোগে প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান হলো NDB (New Development Bank)।
-
উল্লেখযোগ্যভাবে, BRICS-এর নিজস্ব কোনো স্থায়ী সদরদপ্তর নেই।
🔹 সভাপতি দেশ নির্বাচন:
-
প্রতি বছর BRICS সদস্য রাষ্ট্রগুলোর মধ্য থেকে একটি দেশকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
-
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ব্রাজিল BRICS-এর সভাপতি দেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। [তথ্যসূত্র: এপ্রিল, ২০২৫]
তথ্যসূত্র:
-
BRICS-এর অফিসিয়াল ওয়েবসাইট
-
ব্রাজিলের সরকারি অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 months ago