BRICS এর বর্তমান সভাপতি দেশ কোনটি?[ এপ্রিল, ২০২৫]
A
ব্রাজিল
B
দক্ষিণ আফ্রিকা
C
ভারত
D
রাশিয়া
উত্তরের বিবরণ
BRICS: একটি উদীয়মান অর্থনৈতিক জোট
BRICS হলো একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট, যা বিশ্বের পাঁচটি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত। এই দেশগুলো হলো:
-
ব্রাজিল
-
রাশিয়া
-
ভারত
-
চীন
-
দক্ষিণ আফ্রিকা
🔹 প্রাথমিক গঠন ও নাম পরিবর্তন:
-
২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন নিয়ে গঠিত হয়েছিল BRIC জোট।
-
পরে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা এই জোটে যোগ দিলে এর নাম পরিবর্তন হয়ে BRICS হয়।
🔹 প্রতিষ্ঠিত উদ্যোগ:
-
BRICS-এর উদ্যোগে প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান হলো NDB (New Development Bank)।
-
উল্লেখযোগ্যভাবে, BRICS-এর নিজস্ব কোনো স্থায়ী সদরদপ্তর নেই।
🔹 সভাপতি দেশ নির্বাচন:
-
প্রতি বছর BRICS সদস্য রাষ্ট্রগুলোর মধ্য থেকে একটি দেশকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
-
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ব্রাজিল BRICS-এর সভাপতি দেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। [তথ্যসূত্র: এপ্রিল, ২০২৫]
তথ্যসূত্র:
-
BRICS-এর অফিসিয়াল ওয়েবসাইট
-
ব্রাজিলের সরকারি অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 3 months ago
ব্রিকস এর ১৭ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 2 days ago
A
ব্রাজিল
B
চীন
C
ভারত
D
দক্ষিণ আফ্রিকা
BRICS
-
১৬ মে ২০০৮ সালে BRICS গঠিত হয়।
-
এটি একটি অর্থনৈতিক জোট।
-
সদস্য দেশ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
-
দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগ দেওয়ার পর BRIC থেকে নাম হয় BRICS।
-
এর কোনো স্থায়ী সদর দপ্তর নেই; যে দেশে সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখান থেকেই অস্থায়ীভাবে কাজ পরিচালিত হয়।
-
BRICS-এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক: NDB (New Development Bank)।
-
NDB-এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
-
সর্বশেষ (১৭তম) শীর্ষ সম্মেলন ২০২৫ সালের জুনে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
-
১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে।

0
Updated: 2 days ago
BRICS ধারণাটির প্রস্তাবক কে?
Created: 2 weeks ago
A
অমর্ত্য সেন
B
জোসেফ স্টিগ্লিটজ
C
জিম ও'নিল
D
পল ক্রুগম্যান
BRICS
-
সংজ্ঞা: BRICS একটি আর্থ-রাজনৈতিক জোট, যা দ্রুত অর্থনৈতিক উন্নয়নশীল দেশগুলোকে একত্রিত করে।
-
প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি দেশ — ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
-
সদরদপ্তর: নেই
-
বর্তমান সভাপতি দেশ: ব্রাজিল
উদ্দেশ্য ও লক্ষ্য:
-
সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সহযোগিতা জোরদার করা।
-
আন্তর্জাতিক শাসনব্যবস্থায় গ্লোবাল সাউথ দেশগুলোর প্রভাব বৃদ্ধি করা।
-
UN, IMF, World Bank, WTO-এর মতো প্রতিষ্ঠানগুলোর বৈধতা ও অংশগ্রহণের ক্ষেত্রে ন্যায্যতা ও দক্ষতা উন্নত করা।
-
টেকসই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রচার।
পরিসংখ্যান:
-
বিশ্বের প্রায় ৪৬% জনসংখ্যা BRICS-ভুক্ত দেশগুলোয় বসবাস করে।
-
বৈশ্বিক জিডিপিতে এ জোটের দেশগুলোর হিস্যা ৩৬% এর বেশি।
-
ক্রয়ক্ষমতা সমতার (PPP) ভিত্তিতে বৈশ্বিক জিডিপিতে দেশগুলোর হিস্যা এক-তৃতীয়াংশেরও বেশি।
উৎপত্তি:
-
ধারণাটি প্রস্তাব করেন আমেরিকান বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান শ্যাক্সের (Goldman Sachs) অর্থনীতিবিদ জিম ও’নিল (Jim O’Neill)।
-
তিনি “BRICS” শব্দটি ব্যবহার করে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার উজ্জ্বল অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেছিলেন।
-
ও’নিলের মতে, এই দেশগুলোর দ্রুত বৃদ্ধি এবং ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।
উৎস:
i) BRICS ওয়েবসাইট
ii) BBC

0
Updated: 2 weeks ago
BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে-
Created: 1 week ago
A
New Development Bank (NDB)
B
BRICS Development Bank (BDB)
C
Economic Development Bank (EDB)
D
International Commercial Bank (ICB)
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)
-
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
-
এটি ব্রিকস (BRICS) দেশগুলোর উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক।
-
প্রাথমিকভাবে এটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
-
প্রতিষ্ঠা: ২০১৪
-
সদর দপ্তর: সাংহাই, চীন
-
বর্তমান সদস্য সংখ্যা: ৮
-
সদস্য দেশসমূহ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর
-
দাপ্তরিক ভাষা: ইংরেজি
-
বর্তমান সভাপতি: দিলমা রুসেফ
-
মূল কার্যক্রম:
-
সরকারি ও বেসরকারি প্রকল্পে ঋণ, গ্যারান্টি, ইকুইটি অংশগ্রহণ এবং অন্যান্য আর্থিক সহায়তা প্রদান।
-
আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রকল্পগুলিতে প্রযুক্তিগত সহায়তা প্রদান।
-
বিশেষ তথ্য: বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়।
উৎস: New Development Bank ওয়েবসাইট

0
Updated: 1 week ago