In “To Autumn,” the season is called—
A
“The destroyer of life”
B
“The ruler of the cold wind”
C
“The close bosom-friend of the maturing sun”
D
“The queen of night”
উত্তরের বিবরণ
কিটস শরৎ ঋতুকে সূর্যের অন্তরঙ্গ বন্ধু বলেছেন। সূর্য আর শরৎ একসঙ্গে ফল পাকায়, বীজ ভরিয়ে তোলে এবং প্রকৃতিকে পূর্ণতা দেয়। এই বন্ধুত্ব প্রকৃতির পরিপূর্ণতা ও সমৃদ্ধির প্রতীক।

0
Updated: 1 month ago
Which poem concludes with the famous line: "Heard melodies are sweet, but those unheard are sweeter"?
Created: 3 weeks ago
A
Kubla Khan
B
Ode to the West Wind
C
Ode to a Nightingale
D
Ode on a Grecian Urn
Ode on a Grecian Urn ও John Keats
-
Ode on a Grecian Urn হলো John Keats-এর লেখা একটি কবিতা।
-
এটি Romantic Period-এর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে একটি।
-
কবিতাটি 5 স্তরের (stanza) বিশিষ্ট এবং ১৮২০ সালে প্রকাশিত হয়।
-
কবিতায় একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের বর্ণনা তুলে ধরা হয়েছে।
-
কবি এর মাধ্যমে শিল্প, সৌন্দর্য ও সত্যের সম্পর্ক অন্বেষণ করেছেন।
কবিতার বিখ্যাত উক্তি:
-
"Beauty is truth, truth beauty,—that is all Ye know on earth, and all ye need to know."
-
"Heard melodies are sweet, but those unheard are sweeter."
John Keats (1795–1821):
-
একজন British Romantic Lyric Poet।
-
তার কবিতায় চিত্রনির্ভর (vivid imagery), সংবেদনশীলতা (sensuous appeal) এবং দার্শনিক ভাব প্রকাশ পেয়েছে।
-
উপাধি ও পেশা: Poet of Beauty, Poet of Sensuousness; পাশাপাশি Physician ও Surgeon ছিলেন।
প্রসিদ্ধ কবিতাসমূহ:
-
Ode to Psyche, Ode on Melancholy, To Autumn, Bright Star, On First Looking into Chapman’s Homer, Lamia, Hyperion, The Eve of St. Agnes, La Belle Dame Sans Merci, Ode to a Nightingale।
অন্যান্য তুলনামূলক তথ্য:
-
Kubla Khan – Samuel Taylor Coleridge
-
Ode to the West Wind – P. B. Shelley
-
Ode to a Nightingale – John Keats

0
Updated: 3 weeks ago
Which of the following is an example of Lyric poetry?
Created: 1 month ago
A
The Iliad – Homer
B
Ode to a Nightingale – John Keats
C
The Rime of the Ancient Mariner – Coleridge
D
Arms and the Man – Shaw
Lyric হলো ছোট আকারের এমন কবিতা যেখানে কবির ব্যক্তিগত অনুভূতি, চিন্তা ও আবেগ প্রকাশ পায়। সাধারণত এটি গানধর্মী হয়, সুন্দর শব্দচয়ন এবং ছন্দ থাকে। Lyric কবিতার ধরণগুলো হলো— Sonnet, Ode, Elegy, Haiku। John Keats-এর Ode to a Nightingale একটি বিখ্যাত Lyric, যেখানে তিনি একটি পাখির গান শুনে সৌন্দর্য, মৃত্যু এবং চিরন্তন সুখ নিয়ে ভাবনা প্রকাশ করেছেন। Wordsworth-এর The Solitary Reaper বা Shelley-এর To a Skylark ও Lyric-এর উদাহরণ। Lyric কবিতা পাঠককে কবির হৃদয়ের ভেতরে নিয়ে যায়, যেখানে প্রকৃতি, প্রেম, দুঃখ ও আনন্দ প্রকাশিত হয়।

1
Updated: 1 month ago
“Yes, I will be thy priest, and build a fane / In some untrodden region of my mind”—here “fane” means—
Created: 1 month ago
A
A battlefield
B
A crown
C
A temple
D
A song
“Fane” শব্দটি প্রাচীন ইংরেজি, যার অর্থ হলো মন্দির। এখানে কিটস বলেন তিনি নিজের মনের ভেতরে একটি অদেখা মন্দির তৈরি করবেন যেখানে সাইকি দেবী পূজিত হবেন। এটি তাঁর কল্পনার ভক্তি ও সৌন্দর্যের প্রতীক।

0
Updated: 1 month ago