What is the central paradox of the poem?
A
Joy is stronger than death
B
Melancholy lives in beauty and pleasure
C
Life is endless and eternal
D
Death is a form of love
উত্তরের বিবরণ
কিটস দেখান যে আনন্দ ও সৌন্দর্য ক্ষণস্থায়ী। ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়, রঙ ফিকে হয়ে যায়। এই ক্ষণস্থায়ীত্বই বিষণ্ণতার জন্ম দেয়। তাই দুঃখ আসলে সৌন্দর্য ও আনন্দের সঙ্গী। এটাই কবিতার মূল বৈপরীত্য বা paradox।

0
Updated: 1 month ago
Which mythological river does Keats forbid going to in the poem, “Ode on Melancholy”?
Created: 1 month ago
A
Styx
B
Lethe
C
Acheron
D
Cocytus
কিটস বলেন, দুঃখ এলে কেউ যেন ভুলে যাওয়ার নদী Lethe-তে না যায়। এটি ভুলে যাওয়ার প্রতীক। কবি মৃত্যু বা বিস্মৃতি নয়, বরং জীবনের সৌন্দর্যের ভেতরেই দুঃখকে বোঝার পরামর্শ দেন।

0
Updated: 1 month ago
Who wrote the poem Ode to a Nightingale?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
Lord Byron
Answer: John Keats
Ode to a Nightingale:
-
রচনা করেছেন John Keats।
-
এটি একটি Ode, যা শিল্প ও জীবনের প্রতি ধ্যান ও মননকে প্রকাশ করে।
-
কবিতাটি লেখা হয়েছে nightingale পাখির গানে অনুপ্রাণিত হয়ে।
-
কবি বাগানে গান করছে এমন পাখির সাথে কাল্পনিক কথোপকথনে আনন্দ অনুভব করছেন।
-
কবিতায় পাখিকে অমরত্বের প্রতীক হিসেবে দেখানো হয়েছে।
-
কবি দুঃখ-বেদনা পাশ কাটিয়ে চিরসুখী হতে চাচ্ছেন, কিন্তু শেষমেশ উপলব্ধি করছেন, সুখ, সৌন্দর্য ও যৌবন সবই ক্ষণস্থায়ী।
John Keats:
-
English Romantic lyric poet।
-
তিনি প্রকৃতি, সৌন্দর্য, কল্পনা এবং মানব জীবনের নশ্বরতা নিয়ে গভীরভাবে লিখেছেন।
-
মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেও, তার লেখা কবিতা তাকে চিরস্মরণীয় কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
-
প্রধান কাজের ধরন: sonnets, odes, epics।
-
Titles: Poet of Beauty, Poet of Sensuousness, A Death-Hunted Poet, The Youngest Poet of English Literature।
প্রখ্যাত কবিতাসমূহ:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
Ode to a Nightingale
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Isabella
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci

0
Updated: 1 month ago
What literary device is this? " what mad pursuit? what struggle to escape" (referring to the stationary images on the urn)
Created: 2 weeks ago
A
Alliteration
B
Irony
C
Paradox
D
Oxymoron
Paradox হল এমন একটি বিবৃতি যা নিজেই মনে হয় বৈপরীত্যপূর্ণ কিন্তু এর মধ্যে লুকানো একটি গভীর সত্য থাকে। এখানে Yeats বা Keats-এর urn-এর বর্ণনার উদাহরণটি ব্যাখ্যা করে বোঝা যায় কিভাবে paradox কাজ করে।
-
The Contradiction: বক্তা urn-এর ছবিগুলোকে বর্ণনা করছেন যেন সেগুলো প্রাণবন্ত, উত্তেজনাপূর্ণ ক্রিয়াকলাপের মধ্যে ("mad pursuit," "struggle to escape") রয়েছে। কিন্তু এগুলো তো pottery-এর figures; অর্থাৎ সম্পূর্ণ স্থির, ফ্রোজেন এবং নীরব। "Frozen pursuit" বা "static struggle" ধারণাটি একটি logical contradiction।
-
The Deeper Truth: এই paradox দেখায় কিভাবে মহান শিল্পকর্মের শক্তি প্রকাশ পায়। Urn এত সুন্দরভাবে তৈরি যে, স্থির ছবি থেকেও জীবন্ত মুহূর্তের energy, passion এবং dynamism প্রকাশ পায়। অর্থাৎ, art can be simultaneously still and full of motion; silent yet telling a vivid story।
-
তাই, বিবৃতিটি paradox কারণ এটি একটি contradiction (motion in stillness) উপস্থাপন করে, যা শিল্পের প্রকৃতির গভীর সত্য প্রকাশ করে।
-
Irony: পরিস্থিতি নিঃসন্দেহে ironic, কারণ স্থিরতাকে frantic action-এর মাধ্যমে বর্ণনা করা হয়েছে। তবে literary device হিসেবে "paradox" আরও সঠিক কারণ এটি self-contradictory nature-এর মাধ্যমে truth প্রকাশ করে। Irony আসলে paradox থেকেই উদ্ভূত।
-
Alliteration: এটি হলো initial consonant sounds-এর পুনরাবৃত্তি (যেমন "Peter Piper picked…")। এই লাইনের মূল literary device নয়।
-
Oxymoron: এটি হলো দুটি বৈপরীত্যপূর্ণ শব্দকে এক ছোট phrase-এ যুক্ত করা (যেমন "living dead," "deafening silence")। এখানে পুরো statement দেওয়া হয়েছে, শুধুমাত্র দুই শব্দের phrase নয়।

0
Updated: 2 weeks ago