According to the poem, where should one seek melancholy?
A
In temples of gods
B
In flowers, beauty, and joy
C
In the battlefield
D
In deep caves and tombs
উত্তরের বিবরণ
কিটস বলেন, প্রকৃত বিষণ্ণতা অনুভব করতে হলে জীবনের সৌন্দর্যের দিকে তাকাতে হবে। গোলাপ, রং, প্রেম, সৌন্দর্য—সব জায়গায়ই দুঃখ লুকিয়ে আছে। তাই আনন্দ ও সৌন্দর্যের মধ্য দিয়েই মানুষ বিষণ্ণতাকে চিনতে পারে।

1
Updated: 1 month ago
Who is the author of "Isabella"?
Created: 3 weeks ago
A
John Keats
B
Percy Bysshe Shelley
C
Lord Byron
D
William Wordsworth
John Keats ও "Isabella"
-
"Isabella; or, The Pot of Basil" হলো John Keats রচিত একটি narrative poem।
-
লেখা হয় ১৮১৮ সালে এবং প্রকাশিত হয় ১৮২০ সালে।
-
কবিতাটি Giovanni Boccaccio-এর Decameron থেকে অনুপ্রাণিত।
কবিতার সারসংক্ষেপ:
-
Isabella একজন সম্ভ্রান্ত পরিবারের কন্যা, আর Lorenzo হলো সেই পরিবারের একজন কর্মচারী।
-
Isabella ও Lorenzo প্রেমে পড়ে, কিন্তু Isabella-র ভাইরা Lorenzo-কে নিচু শ্রেণির মনে করে এবং সম্পর্ক মেনে নিতে চায় না।
-
তারা ষড়যন্ত্র করে Lorenzo-কে হত্যা করে এবং তার লাশ লুকিয়ে ফেলে।
-
Isabella স্বপ্নে Lorenzo-র আত্মাকে দেখে এবং তার মৃত্যুর কথা জানতে পারে।
-
পরে সে Lorenzo-র মৃতদেহ খুঁজে বের করে, তার মাথা কেটে একটি তুলসির (Basil) টবের মধ্যে রেখে দেয় এবং সেই গাছটি যত্ন করে লালন করে।
-
Isabella ধীরে ধীরে দুঃখ ও যন্ত্রণায় নিঃশেষ হয়ে যায় এবং মারা যায়।
John Keats (1795–1821):
-
একজন British Poet এবং Romantic period-এর কবি।
-
স্বল্পজীবনে কবিতা নিখুঁত করার চেষ্টা করেছেন, vivid imagery, sensuous appeal এবং classical legend-এর মাধ্যমে দর্শন প্রকাশে বিশেষজ্ঞ।
উপাধি:
-
Poet of Beauty
-
Poet of Sensuousness
-
A Death-Hunted Poet
বিশেষ উল্লেখযোগ্য কাব্যকর্মসমূহ:
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Ode on Melancholy
-
Isabella
-
Lamia

0
Updated: 3 weeks ago
The "Bold Lover" who can never kiss his beloved symbolizes:
Created: 2 weeks ago
A
The failure of love
B
The frustration of unrequited love
C
The eternity of pursuit and anticipation in art, which never fades
D
A shy and timid person
কবিতায় “Bold Lover” চরিত্রটি জীবনের সাধারণ হতাশা বা ব্যর্থতার চিহ্ন নয়, বরং শিল্পের (art) শক্তি এবং চিরন্তনতার ধারণা প্রকাশ করে।
কবি দেখাতে চান কীভাবে শিল্প একটি নিখুঁত মুহূর্তকে ধরে রাখতে পারে, যা বাস্তব জীবনের অমিতব্যয়ী হতাশা থেকে রক্ষা করে।
-
Paradox of the Image: কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো এই বিরোধ—“Bold Lover” তার প্রিয়জনের সাথে চুম্বনের ঠিক আগ মুহূর্তে স্থির, যা বাস্তব জীবনের তুলনায় অসম্ভব।
-
Frustration vs. Ideal: বাস্তব জীবনে এমন মুহূর্ত হতাশাজনক হতে পারে, কিন্তু কবি বলছেন যে প্রেমিককে শোক করতে হবে না ("do not grieve; / She cannot fade, though thou hast not thy bliss")।
-
Eternity in Art: শিল্পের মাধ্যমে এই মুহূর্ত স্থির হওয়ায়, প্রেমিকের অবস্থা নিখুঁত হয়েছে।
-
তার ভালোবাসা চিরস্থায়ী হবে ("For ever wilt thou love")।
-
তার প্রেমিকার সৌন্দর্য কখনো ম্লান হবে না ("and she be fair!")।
-
-
Peak of Anticipation: তাদের আবেগ সবসময় উত্তেজনার শীর্ষে থাকবে ("For ever warm and still to be enjoy'd, / For ever panting, and for ever young"), যা বাস্তব জীবনের “breathing human passion”–এর তুলনায় সম্পূর্ণ ভিন্ন, যেখানে পরিপূর্ণতার পরে হতাশা এবং ক্ষয় আসে ("a burning forehead, and a parching tongue")।
তাই, Bold Lover ব্যর্থতা বা হতাশার প্রতীক নয়, বরং শিল্পের ক্ষমতা দেখায়—কিভাবে একটি নিখুঁত মুহূর্তকে চিরস্থায়ী করে তোলা যায় এবং বাস্তবতার অমোঘ ক্ষয় থেকে রক্ষা করা যায়।

0
Updated: 2 weeks ago
"Adonais" is —
Created: 2 weeks ago
A
An elegy written by P.B. Shelley in memory of John Keats
B
A sonnet written by John Keats in memory of Lord Byron
C
A pastoral poem by William Wordsworth on nature
D
An elegy written by John Keats in memory of P.B. Shelley
Adonais হলো P.B. Shelley রচিত একটি pastoral elegy, যা তিনি তার বন্ধু John Keats-এর মৃত্যুতে শোক প্রকাশের জন্য রচনা করেছিলেন। কবিতায় মৃত্যু এবং গ্রামীণ পরিবেশের চিত্রায়ন করা হয়েছে এবং প্রাকৃতিক উপাদান ও দেবতাদের মাধ্যমে Keats-এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। গ্রিক পুরাণ অনুসারে, Adonais একজন তরুণ বীরের নাম এবং কবিতাটি John Milton-এর Lycidas কবিতার সঙ্গে তুলনা করা হয়।
-
লেখক: Percy Bysshe Shelley (P.B. Shelley)
-
ধরণ: Pastoral Elegy
-
প্রসঙ্গ: John Keats-এর মৃত্যু, শোক এবং প্রাকৃতিক পরিবেশ
P.B. Shelley-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Adonais
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Peter Bell the Third
-
Prometheus Unbound
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci
-
The Cloud
-
The Masque of Anarchy

0
Updated: 2 weeks ago