In the poem, Keats calls Psyche—
A
“The queen of night”
B
“The latest-born and loveliest vision”
C
“The child of Apollo”
D
“The immortal bird”
উত্তরের বিবরণ
কবিতার শুরুতেই কিটস সাইকিকে “latest-born and loveliest vision” বলে বর্ণনা করেন। এর মাধ্যমে তিনি বোঝান যে সাইকি ছিল গ্রিক পুরাণের শেষদিকের দেবী এবং সবচেয়ে সুন্দর। কিটস তাঁকে স্বপ্নের মতো মাধুর্যময় রূপে কল্পনা করেছেন।

0
Updated: 2 days ago
In “To Autumn,” what activity is described in the first stanza?
Created: 2 days ago
A
Harvesting and ripening of fruits
B
Singing of birds at dawn
C
Children playing in fields
D
Priests offering sacrifice
প্রথম স্তবকে কিটস দেখান কিভাবে শরৎ সূর্যের সঙ্গে মিলে ফল পাকায়, লাউ বড় করে তোলে, ফুলে মৌমাছির গুঞ্জন ভরে ওঠে। এটি ঋতুর প্রাচুর্য ও পূর্ণতার প্রতীক।

0
Updated: 2 days ago
Why does Keats call the nightingale’s song immortal?
Created: 2 days ago
A
Because it never changes its tune
B
Because it has been heard by all ages
C
Because gods gave it eternal life
D
Because it is written in books
কিটস বলেন, প্রাচীন সম্রাট, সাধারণ মানুষ, এমনকি বাইবেলের চরিত্রও এই গান শুনেছে। হাজার বছর ধরে নাইটিঙ্গেলের গান একইভাবে বেজে চলেছে। তাই তিনি একে অমরতা ও চিরন্তন সৌন্দর্যের প্রতীক মনে করেন।

0
Updated: 2 days ago
What is unique about Psyche compared to other deities, according to Keats?
Created: 2 days ago
A
She has no temple or altar
B
She has the strongest weapon
C
She rules the sea
D
She is older than Zeus
কিটস আক্ষেপ করে বলেন, সাইক সবচেয়ে সুন্দরী হলেও তাঁর নামে কোনো মন্দির, কোনো পুরোহিত, বা কোনো উৎসব নেই। অন্য দেবদেবীদের পূজা হয়, কিন্তু সাইক অবহেলিত। তাই কবি প্রতিজ্ঞা করেন তিনি নিজেই তাঁর মনের মধ্যে সাইককে পূজা করবেন।

0
Updated: 2 days ago