The goddess Melancholy dwells closely with—
A
Hatred and Despair
B
Beauty and Joy
C
War and Bloodshed
D
Death and Silence
উত্তরের বিবরণ
কিটসের মতে, দুঃখ (Melancholy) সবসময় সৌন্দর্য ও আনন্দের সঙ্গে থাকে। আনন্দের গভীরতাতেই দুঃখ লুকিয়ে থাকে। সুন্দর ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়—এসবেই বিষণ্ণতার আবাস। এভাবেই তিনি সৌন্দর্য ও দুঃখকে একসঙ্গে যুক্ত করেছেন।

0
Updated: 1 month ago
At the beginning of the ode “Ode on Melancholy”, Keats feels—
Created: 1 month ago
A
Drowsy and numb with pain
B
Excited and cheerful
C
Strong and energetic
D
Fearless and hopeful
কবিতার শুরুতেই কিটস বলেন তাঁর হৃদয় ব্যথায় ভরে গেছে এবং তিনি যেন হেমলক খেয়েছেন বা আফিম খেয়ে অসাড় হয়ে আছেন। নাইটিঙ্গেলের গান তাঁকে এক ধরনের অচেতনতার দিকে নিয়ে যাচ্ছে।

0
Updated: 1 month ago
What does Keats wish for to join the nightingale’s world?
Created: 1 month ago
A
A chariot of fire
B
The wings of imagination
C
A magic sword
D
A crown of glory
কিটস প্রথমে ওয়াইনের মাধ্যমে পালাতে চান, কিন্তু পরে বলেন তিনি কল্পনার ডানা ব্যবহার করে নাইটিঙ্গেলের জগতে প্রবেশ করবেন। কল্পনার মাধ্যমে তিনি পাখির মতো স্বাধীন, দুঃখহীন ও অমর জগতে পৌঁছাতে চান।

0
Updated: 1 month ago
John Keats wrote _____
Created: 2 months ago
A
Ode to the West Wind
B
Ode on a Grecian Urn
C
Tintern Abbey
D
The Ancient Mariner
The correct answer is: খ) Ode on a Grecian Urn
Ode on a Grecian Urn
-
এটি ইংরেজি Romantic period-এর বিখ্যাত কবি John Keats (1795-1821) রচিত একটি বিখ্যাত কবিতা।
-
১৮২০ সালে প্রকাশিত এই কবিতায় কবি একটি গ্রীক মৃৎপাত্র (urn)-এর চিত্রকল্পের মাধ্যমে শিল্প, সৌন্দর্য এবং সত্যের চিরন্তন সম্পর্ক তুলে ধরেছেন।
-
কবিতাটি মোট ৫টি স্তবক (stanza) নিয়ে গঠিত।
-
বিখ্যাত সমাপ্তি দুটি পঙক্তি:
“Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know.”
Other Options বিশ্লেষণ:
ক) Ode to the West Wind — Percy Bysshe Shelley-রচিত।
গ) Tintern Abbey — William Wordsworth-রচিত।
ঘ) The Ancient Mariner — Samuel Taylor Coleridge-রচিত।
John Keats পরিচিতি:
-
তিনি “Poet of Beauty” নামে পরিচিত।
-
তার কবিতায় জীবনের সংক্ষিপ্ততা, সৌন্দর্যের চিরস্থায়িত্ব এবং কল্পনার জগৎ ফুটে ওঠে।
-
Keats-এর বিখ্যাত কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
La Belle Dame Sans Merci
-
Hyperion
-
The Eve of St. Agnes
-

0
Updated: 2 months ago