In “Ode on Melancholy,” Keats advises not to seek relief in—
A
Death and Oblivion
B
Poetry and Art
C
Love and Beauty
D
Nature and Joy
উত্তরের বিবরণ
কবি বলেন, দুঃখের সময় মানুষ যেন আত্মহত্যা, বিস্মৃতি বা মৃত্যুতে মুক্তি খোঁজে না। তিনি স্পষ্ট বলেন “No, no, go not to Lethe”। অর্থাৎ লিথি নদীর (ভুলে যাওয়ার প্রতীক) কাছে গিয়ে আত্মসমর্পণ করা যাবে না।

0
Updated: 1 month ago
The nightingale’s song in the poem is described as—
Created: 1 month ago
A
Short-lived and fragile
B
Eternal and immortal
C
Harsh and painful
D
Silent and weak
কিটস নাইটিঙ্গেলের গানকে অবিনশ্বর মনে করেন। তিনি বলেন, হাজার বছর ধরে মানুষ এই গান শুনছে এবং শুনবে। সম্রাট, সাধারণ মানুষ, এমনকি বাইবেলের চরিত্রও এই গান শুনেছে। তাই গানটি চিরন্তন সৌন্দর্য ও অমরতার প্রতীক।

0
Updated: 1 month ago
What sounds create the “music of Autumn” in the final stanza?
Created: 1 month ago
A
Swallows twittering, gnats mourning, and lambs bleating
B
Lions roaring and wolves howling
C
Soldiers marching and drums beating
D
Priests chanting and bells ringing
শেষ স্তবকে কিটস শরতের সঙ্গীত তুলে ধরেন—নদীর ধারে পোকামাকড়ের গুঞ্জন, পাহাড়ে ভেড়ার ডাক, ক্রিকেটের সুর, রবিনের গান, আকাশে ওড়া পাখির সঙ্গীত। এগুলো শরতের শান্ত সুরভি তৈরি করে।

0
Updated: 1 month ago
In the second stanza of “To Autumn?, Autumn is personified as—
Created: 1 month ago
A
A farmer sleeping on the floor
B
A woman sitting carelessly
C
A hunter chasing birds
D
A child playing in the field
কিটস শরৎকে এক নারীর রূপে কল্পনা করেন—যে গুদামে বসে আছে, কখনও কাস্তে হাতে, কখনও অলসভাবে হেলে বসে। এই personification ঋতুকে মানবীয় রূপ দেয়, যা রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য।

1
Updated: 1 month ago