A
Apostrophe
B
Alliteration
C
Hyperbole
D
Satire
উত্তরের বিবরণ
কবি সরাসরি পাঠককে সম্বোধন করে বলেন “No, no, go not to Lethe।” এখানে তিনি উপস্থিত পাঠকের সঙ্গে কথা বলছেন। এই সরাসরি সম্বোধনকে apostrophe বলা হয়।

1
Updated: 2 days ago
How does Keats decide to honor Psyche?
Created: 2 days ago
A
By writing sacred hymns
B
By building a temple in his mind
C
By offering fruits and flowers
D
By arranging a festival
কিটস বলেন, তিনি নিজের কল্পনায় একটি পবিত্র মন্দির গড়ে তুলবেন। তাঁর মন হবে একটি উদ্যান যেখানে প্রেম, সৌন্দর্য, স্বপ্ন ও শান্তির ফুল ফুটবে। এভাবে কিটস সাইকিকে কল্পনার মাধ্যমে দেবীর আসনে বসান।

1
Updated: 2 days ago
The nightingale’s song in the poem is described as—
Created: 2 days ago
A
Short-lived and fragile
B
Eternal and immortal
C
Harsh and painful
D
Silent and weak
কিটস নাইটিঙ্গেলের গানকে অবিনশ্বর মনে করেন। তিনি বলেন, হাজার বছর ধরে মানুষ এই গান শুনছে এবং শুনবে। সম্রাট, সাধারণ মানুষ, এমনকি বাইবেলের চরিত্রও এই গান শুনেছে। তাই গানটি চিরন্তন সৌন্দর্য ও অমরতার প্রতীক।

0
Updated: 2 days ago
What sounds create the “music of Autumn” in the final stanza?
Created: 2 days ago
A
Swallows twittering, gnats mourning, and lambs bleating
B
Lions roaring and wolves howling
C
Soldiers marching and drums beating
D
Priests chanting and bells ringing
শেষ স্তবকে কিটস শরতের সঙ্গীত তুলে ধরেন—নদীর ধারে পোকামাকড়ের গুঞ্জন, পাহাড়ে ভেড়ার ডাক, ক্রিকেটের সুর, রবিনের গান, আকাশে ওড়া পাখির সঙ্গীত। এগুলো শরতের শান্ত সুরভি তৈরি করে।

0
Updated: 2 days ago