What tone dominates “Ode to Psyche”?
A
Angry and satirical
B
Prayerful and devotional
C
Humorous and ironic
D
Bitter and hopeless
উত্তরের বিবরণ
পুরো কবিতাটি প্রার্থনামূলক ও ভক্তিমূলক। কিটস একদিকে সাইকিকে অবহেলিত দেবী হিসেবে আক্ষেপ করেন, অন্যদিকে নিজেকে তাঁর পুরোহিত বানান। তাঁর কল্পনা ও অন্তর্গত ভক্তি মিলে এক ধরনের আধ্যাত্মিক সুর সৃষ্টি করে, যা কবিতার মূল আবহ।

0
Updated: 1 month ago
What uncertainty ends the poem “Ode to a Nightingale”?
Created: 1 month ago
A
Whether the nightingale is real or a spirit
B
Whether life is more joyful than death
C
Whether his visions were a dream or reality
D
Whether he can ever write again
কবিতার শেষ লাইনে কিটস প্রশ্ন করেন—“Was it a vision, or a waking dream?” তিনি বুঝতে পারেন না, নাইটিঙ্গেলের গান ও কল্পনার অভিজ্ঞতা বাস্তব ছিল নাকি শুধু স্বপ্ন। এই অনিশ্চয়তা রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য।

0
Updated: 1 month ago
The use of "Lethe" and "Proserpine" are examples of:
Created: 2 weeks ago
A
Metaphor
B
Allusion to classical mythology
C
Personification
D
Paradox
An allusion হলো এমন এক ধরণের literary device যেখানে লেখক খুব সংক্ষেপে এবং পরোক্ষভাবে কোন ব্যক্তি, স্থান, বস্তু বা ধারণাকে উল্লেখ করেন যা historical, cultural, literary বা political significance বহন করে।
-
Lethe: গ্রিক পুরাণে Lethe হলো river of forgetfulness যেটি underworld (Hades)-এ অবস্থিত। বিশ্বাস করা হয় মৃত আত্মারা এই নদী থেকে জল পান করলে তারা তাদের past life ভুলে যেত। Keats যখন Lethe-এর উল্লেখ করেন, তখন তিনি সরাসরি oblivion from pain বা দুঃখ থেকে মুক্তি পাওয়ার ইঙ্গিত দিচ্ছেন।
-
Proserpine: Proserpine হলো রোমান পুরাণের দেবী, যিনি মূলত গ্রিক দেবী Persephone-এর সমতুল্য। তিনি underworld-এর রানি এবং তার সঙ্গে winter, darkness এবং death সম্পর্কিত।
-
এই নামগুলো ব্যবহার করে Keats মূলত classical mythology-এর rich এবং complex দুনিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করেন। এর মাধ্যমে তিনি খুব দ্রুত এবং শক্তিশালীভাবে death, forgetfulness এবং sorrow-এর বিষয়টি তুলে ধরেন।
তবে একই সঙ্গে তিনি পাঠককে শিখিয়ে দেন melancholy-র জন্য এগুলো কোনো সমাধান নয়, বরং এগুলোকে reject করতে হবে।

0
Updated: 2 weeks ago
What scene of ritual is carved on the urn?
Created: 1 month ago
A
A marriage festival
B
A village sacrifice to the gods
C
A war procession
D
A royal coronation
আর্নে দেখা যায় একটি উৎসর্গ বা sacrifice-এর দৃশ্য। মানুষ গরু নিয়ে যাচ্ছে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য। এই দৃশ্য ধর্মীয় ভক্তি ও গ্রামীণ জীবনের ঐতিহ্যকে চিত্রিত করে।

0
Updated: 1 month ago