A
Styx
B
Lethe
C
Acheron
D
Cocytus
উত্তরের বিবরণ
কিটস বলেন, দুঃখ এলে কেউ যেন ভুলে যাওয়ার নদী Lethe-তে না যায়। এটি ভুলে যাওয়ার প্রতীক। কবি মৃত্যু বা বিস্মৃতি নয়, বরং জীবনের সৌন্দর্যের ভেতরেই দুঃখকে বোঝার পরামর্শ দেন।

0
Updated: 2 days ago
According to Keats, what must one do to truly understand Melancholy?
Created: 2 days ago
A
Escape into dreams
B
Embrace beauty and joy
C
Pray to gods
D
Forget worldly sorrows
কিটস বলেন, প্রকৃত দুঃখ সৌন্দর্যের ভেতরেই বাস করে। ফুল, রঙ, প্রেম—এসবই ক্ষণস্থায়ী। তাই এগুলিকে গভীরভাবে অনুভব করলেই মানুষ দুঃখকে চিনতে পারে।

1
Updated: 2 days ago
How does Keats imagine flying to the bird’s world?
Created: 2 days ago
A
On the wings of love
B
On the chariot of Apollo
C
On the wings of angels
D
On the viewless wings of Poesy
কিটস প্রথমে মদের সাহায্যে পালাতে চান, কিন্তু পরে বলেন কবিতা (Poesy)-র অদৃশ্য ডানায় তিনি নাইটিঙ্গেলের জগতে যাবেন। এভাবে কল্পনা ও কবিতা হয়ে ওঠে তাঁর মুক্তির পথ।

0
Updated: 2 days ago
Which figure of speech is used in “Heard melodies are sweet, but those unheard / Are sweeter”?
Created: 2 days ago
A
Paradox
B
Simile
C
Metaphor
D
Irony
কিটস বলেন, শোনা সুর মিষ্টি হলেও না-শোনা সুর আরও মধুর। এটি এক ধরনের paradox—বাস্তব নয়, কিন্তু কল্পনায় স্থায়ী সৌন্দর্যের প্রতীক। শিল্পের নীরবতা ও কল্পনার শক্তিকে বোঝাতে এই কাব্যরীতি ব্যবহার হয়েছে।

0
Updated: 2 days ago