In the poem, Keats calls Psyche—
A
“The queen of night”
B
“The latest-born and loveliest vision”
C
“The child of Apollo”
D
“The immortal bird”
উত্তরের বিবরণ
কবিতার শুরুতেই কিটস সাইকিকে “latest-born and loveliest vision” বলে বর্ণনা করেন। এর মাধ্যমে তিনি বোঝান যে সাইকি ছিল গ্রিক পুরাণের শেষদিকের দেবী এবং সবচেয়ে সুন্দর। কিটস তাঁকে স্বপ্নের মতো মাধুর্যময় রূপে কল্পনা করেছেন।

0
Updated: 1 month ago
What is the speaker's attitude towards death in the sixth stanza of "Ode to a Nightingale"?
Created: 2 weeks ago
A
He is terrified of it and begs the nightingale to save him
B
He sees it as an alluring and peaceful escape, calling it "easeful."
C
He is angry that death is inevitable
D
He sees death as a punishment for his sadness.
এই অংশে কবি মৃত্যুর প্রতি ভয় নয়, বরং এক ধরনের আকর্ষণ বা মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি বোঝাতে চান যে মৃত্যুকে তিনি কষ্টকর বা ভীতিকর কিছু হিসেবে দেখেন না, বরং একে gentle এবং welcome release হিসেবে কল্পনা করেন।
বিশেষ করে যখন তিনি নাইটিঙ্গেলের গানে বিমোহিত, তখন তার কাছে মৃত্যুর ধারণা হয়ে ওঠে এক ধরনের luxurious ও easeful অনুভূতি।
-
"Half in love with easeful Death": এখানে কবি স্বীকার করছেন যে তিনি মৃত্যুর প্রতি আংশিকভাবে প্রেমে পড়েছেন—অর্থাৎ মৃত্যুকে আরামদায়ক ও শান্তিপূর্ণ ভেবে ভালো লাগছে।
-
"Soft names": কবি মৃত্যুকে নরম ও স্নেহপূর্ণ নামে ডেকেছেন, যা তার ভয়হীনতার প্রতীক।
-
"Rich to die": এই বাক্যাংশে মৃত্যু যেন এক luxurious release বা সম্পদপূর্ণ আরাম হয়ে দাঁড়িয়েছে।
-
"No pain": মৃত্যু হবে without suffering, কোনো যন্ত্রণা ছাড়া এক শান্তিপূর্ণ প্রস্থান।
-
নাইটিঙ্গেলের গানের ecstasy-তে কবির কাছে মৃত্যুর ভাবনা হয়ে উঠেছে এক আকর্ষণীয়, এমনকি কাম্য চিন্তা—যেন এই মুহূর্তেই নিঃশব্দে মিলিয়ে যাওয়া সবচেয়ে বড়ো শান্তি।

1
Updated: 2 weeks ago
What does Keats wish for to join the nightingale’s world?
Created: 1 month ago
A
A chariot of fire
B
The wings of imagination
C
A magic sword
D
A crown of glory
কিটস প্রথমে ওয়াইনের মাধ্যমে পালাতে চান, কিন্তু পরে বলেন তিনি কল্পনার ডানা ব্যবহার করে নাইটিঙ্গেলের জগতে প্রবেশ করবেন। কল্পনার মাধ্যমে তিনি পাখির মতো স্বাধীন, দুঃখহীন ও অমর জগতে পৌঁছাতে চান।

0
Updated: 1 month ago
Which image shows abundance in the first stanza in “To Autumn?
Created: 1 month ago
A
Bees buzzing around flowers
B
Crows flying in the sky
C
Thunderstorm in the valley
D
A shepherd with his sheep
কিটস মৌমাছির গুঞ্জনকে শরতের প্রাচুর্যের চিহ্ন করেছেন। ফুলে ফুলে মধু ভরে ওঠে, মৌমাছিরা মনে করে “summer has o’er-brimm’d their clammy cells।” এভাবে প্রকৃতির ভরপুর অবস্থাকে কবি জীবন্ত করে তোলেন।

1
Updated: 1 month ago