A
Drowsy and numb with pain
B
Excited and cheerful
C
Strong and energetic
D
Fearless and hopeful
উত্তরের বিবরণ
কবিতার শুরুতেই কিটস বলেন তাঁর হৃদয় ব্যথায় ভরে গেছে এবং তিনি যেন হেমলক খেয়েছেন বা আফিম খেয়ে অসাড় হয়ে আছেন। নাইটিঙ্গেলের গান তাঁকে এক ধরনের অচেতনতার দিকে নিয়ে যাচ্ছে।

0
Updated: 2 days ago
“No, no, go not to Lethe”—this is an example of—
Created: 2 days ago
A
Apostrophe
B
Alliteration
C
Hyperbole
D
Satire
কবি সরাসরি পাঠককে সম্বোধন করে বলেন “No, no, go not to Lethe।” এখানে তিনি উপস্থিত পাঠকের সঙ্গে কথা বলছেন। এই সরাসরি সম্বোধনকে apostrophe বলা হয়।

1
Updated: 2 days ago
What does Keats forbid the sufferer of melancholy to use?
Created: 2 days ago
A
Poison and deadly wolf’s-bane
B
Music and poetry
C
Flowers and perfumes
D
Dreams and visions
কবি বলেন, দুঃখ পেলে কেউ যেন বিষ (poison), উলফস-বেইন বা কোনো মারাত্মক ওষধি ব্যবহার না করে। এগুলো মৃত্যু ও বিস্মৃতির প্রতীক। কিটস জীবনকে বেছে নিতে বলেন, কারণ সৌন্দর্যের ভেতর দিয়েই সত্যিকারের বিষণ্ণতাকে বোঝা যায়।

0
Updated: 2 days ago
What is the central paradox of “Ode on Melancholy”?
Created: 2 days ago
A
Beauty gives birth to sorrow
B
Pain and joy are separate
C
Death is eternal happiness
D
Melancholy destroys imagination
কিটস দেখান, সৌন্দর্য ও আনন্দ ক্ষণস্থায়ী। ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়, রঙ ফিকে হয়ে যায়। এ কারণে সৌন্দর্যের ভেতর থেকেই দুঃখ জন্ম নেয়। এটাই কবিতার মূল paradox।

0
Updated: 2 days ago