According to Keats, what must one do to truly understand Melancholy?
A
Escape into dreams
B
Embrace beauty and joy
C
Pray to gods
D
Forget worldly sorrows
উত্তরের বিবরণ
কিটস বলেন, প্রকৃত দুঃখ সৌন্দর্যের ভেতরেই বাস করে। ফুল, রঙ, প্রেম—এসবই ক্ষণস্থায়ী। তাই এগুলিকে গভীরভাবে অনুভব করলেই মানুষ দুঃখকে চিনতে পারে।

2
Updated: 1 month ago
Why does Keats call the urn “foster-child of silence and slow time”?
Created: 1 month ago
A
Because it was made by gods
B
Because art outlives human life and history
C
Because it is forgotten in temples
D
Because it belongs to the night
কিটস আর্নকে “foster-child of silence and slow time” বলেন কারণ এটি যুগের পর যুগ টিকে থাকে। মানুষ মরে যায়, সভ্যতা বদলে যায়, কিন্তু শিল্প নীরবভাবে সময়ের সীমানা অতিক্রম করে অমর থেকে যায়।

0
Updated: 1 month ago
The goddess Melancholy dwells closely with—
Created: 1 month ago
A
Hatred and Despair
B
Beauty and Joy
C
War and Bloodshed
D
Death and Silence
কিটসের মতে, দুঃখ (Melancholy) সবসময় সৌন্দর্য ও আনন্দের সঙ্গে থাকে। আনন্দের গভীরতাতেই দুঃখ লুকিয়ে থাকে। সুন্দর ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়—এসবেই বিষণ্ণতার আবাস। এভাবেই তিনি সৌন্দর্য ও দুঃখকে একসঙ্গে যুক্ত করেছেন।

0
Updated: 1 month ago
Which figure of speech is used in “Season of mists and mellow fruitfulness”?
Created: 1 month ago
A
Simile
B
Metaphor
C
Personification
D
Alliteration
এখানে “mists” এবং “mellow” শব্দে একধরনের ধ্বনি-সাদৃশ্য আছে। এই alliteration কবিতাকে সুরেলা করে তোলে। একই সঙ্গে এটি শরতের নরম, শান্ত সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। অপশন গুলোর মধ্যে যদি Imagery থাকতো, তাহলে সেটাই হতো।

1
Updated: 1 month ago