Which poisonous plant is mentioned in the poem “Ode on Melancholy”?
A
Hemlock
B
Poppy
C
Wolf’s-bane
D
Belladonna
উত্তরের বিবরণ
কিটস বলেন, কেউ যেন দুঃখের সময় “wolf’s-bane” ব্যবহার না করে। এটি এক বিষাক্ত উদ্ভিদ, যা মৃত্যু ডেকে আনে। এই উপমা দিয়ে কিটস দেখিয়েছেন মৃত্যুতে নয়, জীবনে থেকেই দুঃখকে বুঝতে হবে।

1
Updated: 1 month ago
Hyperion is written by -
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
• Hyperion:
- Hyperion হলো John Keats লিখিত একটি Epic poem.
- এটি টাইটান দেবতাদের পতনের কাহিনি বলে, যারা অলিম্পিয়ানদের হাতে পরাজিত হয়।
- কবিতাটি হাইপেরিয়নের কাহিনিকে কেন্দ্র করে, যেখানে জ্ঞান ও কাব্যকলার দেবতা অ্যাপোলো তাকে পরাজিত করে। এতে মানবজীবনের দুঃখ-কষ্ট এবং তা থেকে অর্জিত জ্ঞানের ধারণা তুলে ধরা হয়েছে।
- Hyperion হচ্ছে সূর্য দেবতা।
- কবিতায় Titans এবং Olympians; দেবতাদের এই দুই দলের বিবাদ দেখানো হয়েছে।
- Hyperion হচ্ছে Titans দের প্রধান আশা ভরসার কেন্দ্রস্থল।
- Hyperion ক্ষমতা দখলের লড়াইতে এগিয়ে থাকলেও Olympians রা হাজির করে Apollo দেবতাকে।
- Apollo হচ্ছে জ্ঞান, কবিতা আর শিল্পের দেবতা।
John Keats:
- An English Romantic lyric poet who devoted his short life to the perfection of poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- He is also called the ‘Poet of Beauty’.
John Keats's famous poems are -
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- The Eve of St,
- Endmiyon,
- Ode on a Grecian Urn,
- La Belle Dame Sans Merci.
Source:

0
Updated: 1 month ago
In which of the odes is the tension between mortality and immortality most profoundly dramatised?
Created: 1 week ago
A
Ode on Melancholy and Ode on Indolence
B
To Autumn and Ode on Indolence
C
Ode to a Nightingale and Ode on a Grecian Urn
D
Ode to Psyche and Ode on Melancholy
এই দুটি Ode-এ John Keats মানুষের নশ্বরতা (mortality) ও শিল্পের অমরতা (immortality)-র মধ্যকার গভীর টানাপোড়েনকে সবচেয়ে স্পষ্টভাবে উপস্থাপন করেছেন।
‘Ode to a Nightingale’-এ কবি নিজের পার্থিব দুঃখ, ব্যথা ও মৃত্যুবোধের সঙ্গে নাইটিঙ্গেলের চিরন্তন, অমর সঙ্গীতের তুলনা করেছেন। পাখির গান মানুষের জীবনের সীমাবদ্ধতার বাইরে গিয়ে এক অমর জগতে পৌঁছে যায়, যেখানে মৃত্যু বা বেদনার কোনো স্থান নেই।
অপরদিকে, ‘Ode on a Grecian Urn’-এ কবি শিল্পের চিরস্থায়ী সৌন্দর্যকে মানবজীবনের ক্ষণস্থায়ী বাস্তবতার সঙ্গে তুলনা করেছেন। এখানে Urn-এর স্থির চিত্রসমূহ সময়ের গতিকে অতিক্রম করে চিরন্তন সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠে, অথচ মানুষ সেই সৌন্দর্যকে কেবল দূর থেকে দেখে যায়, কখনো স্পর্শ করতে পারে না।
দুই কবিতাই তাই মানুষের মৃত্যুশীলতা ও শিল্পের অমরত্বের মধ্যে চিরন্তন দ্বন্দ্বকে অনবদ্যভাবে প্রকাশ করে, যা Keats-এর রোমান্টিক দর্শনের মূল সুর।

0
Updated: 1 week ago
"Where are the songs of Spring? Aye, where are they? Think not of them; thou has thy music too." - Who quoted it?
Created: 2 weeks ago
A
T.S. Eliot
B
P.B. Shelley
C
John Keats
D
William Wordsworth
"Where are the songs of Spring? Aye, where are they? Think not of them; thou has thy music too."
এটি John Keats-এর কবিতা "To Autumn" থেকে নেওয়া।
To Autumn:
এটি তার অন্যতম বিখ্যাত কবিতা, যা ১৮১৯ সালে লেখা হয়, যখন তিনি তার কাব্যিক সৃষ্টির শীর্ষ পর্যায়ে ছিলেন।
এটি John Keats-এর "last major poem" যা ১৮২০ সালে প্রকাশিত "Lamia, Isabella, The Eve of St. Agnes, and Other Poems" সংকলনে অন্তর্ভুক্ত হয়।
মৃত্যুর কয়েকদিন পূর্বে এই কবিতাটি রচনা করেন।
শরতের উদযাপন সেই সাথে গ্রীষ্মের বিদায় ও ক্ষণস্থায়ী জীবন এই কবিতার মূল বিষয়।
John Keats:
John Keats, একজন English Romantic lyric poet ছিলেন।
Keats-কে কয়েকটি নামের মাধ্যমে পরিচিত করা হয়: "Poet of Beauty" / "Poet of Sensuousness"।
এছাড়া তাঁকে "A death-haunted poet" ও বলা হয়।
John Keats-এর 유명 কবিতা (Some):
Ode to Psyche
Ode on Melancholy
Ode To Autumn
On First Looking into Chapman's Homer
Lamia
Hyperion
La Belle Dame Sans Merci
ইত্যাদি।

0
Updated: 2 weeks ago