A
By writing sacred hymns
B
By building a temple in his mind
C
By offering fruits and flowers
D
By arranging a festival
উত্তরের বিবরণ
কিটস বলেন, তিনি নিজের কল্পনায় একটি পবিত্র মন্দির গড়ে তুলবেন। তাঁর মন হবে একটি উদ্যান যেখানে প্রেম, সৌন্দর্য, স্বপ্ন ও শান্তির ফুল ফুটবে। এভাবে কিটস সাইকিকে কল্পনার মাধ্যমে দেবীর আসনে বসান।

1
Updated: 2 days ago
What is the central paradox of “Ode on Melancholy”?
Created: 2 days ago
A
Beauty gives birth to sorrow
B
Pain and joy are separate
C
Death is eternal happiness
D
Melancholy destroys imagination
কিটস দেখান, সৌন্দর্য ও আনন্দ ক্ষণস্থায়ী। ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়, রঙ ফিকে হয়ে যায়। এ কারণে সৌন্দর্যের ভেতর থেকেই দুঃখ জন্ম নেয়। এটাই কবিতার মূল paradox।

0
Updated: 2 days ago
Which image shows abundance in the first stanza in “To Autumn?
Created: 2 days ago
A
Bees buzzing around flowers
B
Crows flying in the sky
C
Thunderstorm in the valley
D
A shepherd with his sheep
কিটস মৌমাছির গুঞ্জনকে শরতের প্রাচুর্যের চিহ্ন করেছেন। ফুলে ফুলে মধু ভরে ওঠে, মৌমাছিরা মনে করে “summer has o’er-brimm’d their clammy cells।” এভাবে প্রকৃতির ভরপুর অবস্থাকে কবি জীবন্ত করে তোলেন।

0
Updated: 2 days ago
Which sound is part of Autumn’s “music”?
Created: 2 days ago
A
The cry of migrating swallows
B
The roar of lions
C
The whisper of fairies
D
The hammering of blacksmiths
শেষ স্তবকে শরতের সঙ্গীত ফুটে ওঠে। পোকামাকড়ের গুঞ্জন, মেষশাবকের ডাক, ক্রিকেটের গান, লালবুক রবিনের সিটি আর আকাশে ওড়া পাখির সুরে শরতের সংগীত গঠিত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো “gathering swallows twitter in the skies।”

0
Updated: 2 days ago