A
She has no temple or altar
B
She has the strongest weapon
C
She rules the sea
D
She is older than Zeus
উত্তরের বিবরণ
কিটস আক্ষেপ করে বলেন, সাইক সবচেয়ে সুন্দরী হলেও তাঁর নামে কোনো মন্দির, কোনো পুরোহিত, বা কোনো উৎসব নেই। অন্য দেবদেবীদের পূজা হয়, কিন্তু সাইক অবহেলিত। তাই কবি প্রতিজ্ঞা করেন তিনি নিজেই তাঁর মনের মধ্যে সাইককে পূজা করবেন।

0
Updated: 2 days ago
What is the central theme of “Ode to Psyche”?
Created: 2 days ago
A
Power of imagination and inner worship
B
Fear of death and loss
C
Nature’s destructive force
D
War and patriotism
কিটসের এই কবিতায় মূলত কল্পনার শক্তি ও অন্তর্গত ভক্তি প্রকাশ পেয়েছে। বাইরের জগতে সাইকি অবহেলিত হলেও, কবি তাঁর মনে একটি সুন্দর রাজ্য গড়ে দেন। এটি রোমান্টিক যুগের সেই বিশ্বাসকে প্রতিফলিত করে যে কল্পনা ও সৌন্দর্যের পূজা মানুষের আত্মাকে মুক্তি দেয়।

0
Updated: 2 days ago
Why does Keats call the nightingale’s song immortal?
Created: 2 days ago
A
Because it never changes its tune
B
Because it has been heard by all ages
C
Because gods gave it eternal life
D
Because it is written in books
কিটস বলেন, প্রাচীন সম্রাট, সাধারণ মানুষ, এমনকি বাইবেলের চরিত্রও এই গান শুনেছে। হাজার বছর ধরে নাইটিঙ্গেলের গান একইভাবে বেজে চলেছে। তাই তিনি একে অমরতা ও চিরন্তন সৌন্দর্যের প্রতীক মনে করেন।

0
Updated: 2 days ago
What scene of ritual is carved on the urn?
Created: 2 days ago
A
A marriage festival
B
A village sacrifice to the gods
C
A war procession
D
A royal coronation
আর্নে দেখা যায় একটি উৎসর্গ বা sacrifice-এর দৃশ্য। মানুষ গরু নিয়ে যাচ্ছে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য। এই দৃশ্য ধর্মীয় ভক্তি ও গ্রামীণ জীবনের ঐতিহ্যকে চিত্রিত করে।

0
Updated: 2 days ago