How does Keats imagine flying to the bird’s world?
A
On the wings of love
B
On the chariot of Apollo
C
On the wings of angels
D
On the viewless wings of Poesy
উত্তরের বিবরণ
কিটস প্রথমে মদের সাহায্যে পালাতে চান, কিন্তু পরে বলেন কবিতা (Poesy)-র অদৃশ্য ডানায় তিনি নাইটিঙ্গেলের জগতে যাবেন। এভাবে কল্পনা ও কবিতা হয়ে ওঠে তাঁর মুক্তির পথ।

0
Updated: 1 month ago
What sounds create the “music of Autumn” in the final stanza?
Created: 1 month ago
A
Swallows twittering, gnats mourning, and lambs bleating
B
Lions roaring and wolves howling
C
Soldiers marching and drums beating
D
Priests chanting and bells ringing
শেষ স্তবকে কিটস শরতের সঙ্গীত তুলে ধরেন—নদীর ধারে পোকামাকড়ের গুঞ্জন, পাহাড়ে ভেড়ার ডাক, ক্রিকেটের সুর, রবিনের গান, আকাশে ওড়া পাখির সঙ্গীত। এগুলো শরতের শান্ত সুরভি তৈরি করে।

0
Updated: 1 month ago
What does Keats wish for to join the nightingale’s world?
Created: 1 month ago
A
A chariot of fire
B
The wings of imagination
C
A magic sword
D
A crown of glory
কিটস প্রথমে ওয়াইনের মাধ্যমে পালাতে চান, কিন্তু পরে বলেন তিনি কল্পনার ডানা ব্যবহার করে নাইটিঙ্গেলের জগতে প্রবেশ করবেন। কল্পনার মাধ্যমে তিনি পাখির মতো স্বাধীন, দুঃখহীন ও অমর জগতে পৌঁছাতে চান।

0
Updated: 1 month ago
What famous line concludes the ode?
Created: 1 month ago
A
“Love is eternal, life is fleeting”
B
“Truth is power, and beauty is glory”
C
“Beauty is truth, truth beauty,—that is all”
D
“Time shall destroy, but art shall remain”
শেষ লাইনে কিটস শিল্প ও জীবনের মূল দর্শন প্রকাশ করেছেন। সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য—এই দ্বৈততা মানুষকে শান্তি দেয়। এটি রোমান্টিক যুগের এক অমর উক্তি, যা আর্ন ও শিল্পের চিরন্তন বার্তা।

0
Updated: 1 month ago