ASEAN এর সদস্য দেশ নয় কোনটি? [ এপ্রিল, ২০২৫]
A
মালয়েশিয়া
B
মিয়ানমার
C
তাইওয়ান
D
ব্রুনাই
উত্তরের বিবরণ
আসিয়ান (ASEAN)
পূর্ণরূপ: Association of Southeast Asian Nations
ধরণ: এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
প্রতিষ্ঠা: ৮ আগস্ট, ১৯৬৭
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া
সদস্য সংখ্যা: ১০টি দেশ (এপ্রিল ২০২৫ অনুযায়ী)
সদস্য দেশগুলো হলো:
-
মালয়েশিয়া
-
থাইল্যান্ড
-
ফিলিপাইন
-
সিঙ্গাপুর
-
ইন্দোনেশিয়া
-
ব্রুনাই
-
ভিয়েতনাম
-
লাওস
-
মিয়ানমার
-
কম্বোডিয়া
বিশেষ তথ্য:
-
মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ, যা আসিয়ানের সদস্য।
-
২০২৫ সালের এপ্রিল মাসে আসিয়ানের সভাপতিত্বে রয়েছে মালয়েশিয়া।
উৎস: ASEAN ওয়েবসাইট

0
Updated: 3 months ago
চীন-জাপান যুদ্ধে জাপান তাইওয়ান দখল করে নিয়েছিল কত সালে?
Created: 2 weeks ago
A
১৮৯১ সালে
B
১৮৯৫ সালে
C
১৮৯৩ সালে
D
১৮৯৭ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
চীন-জাপান যুদ্ধ
তাইওয়ান
প্রথম চীন-জাপান যুদ্ধ (First Sino-Japanese War, 1894–1895)
-
সময়কাল: ১ আগস্ট, ১৮৯৪ – ১৭ এপ্রিল, ১৮৯৫
-
প্রতিদ্বন্দ্বী: চীনের কিং রাজবংশ বনাম জাপানের মেইজি সরকার
-
যুদ্ধের স্থান: কোরিয়া, মাঞ্চুরিয়া, তাইওয়ান, হলুদ সাগর
-
মূল কারণ: কোরিয়ার উপর নিয়ন্ত্রণ ও পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার
প্রধান ঘটনা
-
যুদ্ধ ঘোষণা:
-
১ আগস্ট, ১৮৯৪ – জাপান আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
-
-
ফেংদাও নৌযুদ্ধ:
-
২৫ জুলাই, ১৮৯৪ – জাপান চীনের নৌবাহিনীকে পরাজিত করে।
-
-
জাপানের দখল:
-
কোরিয়ার সিওংহ্বান ও পিয়ংইয়ং দখল।
-
মাঞ্চুরিয়ার লিয়াওডং উপদ্বীপ দখল।
-
১৮৯৫ – তাইওয়ান ও পেঙ্ঘু দ্বীপপুঞ্জ দখল।
-
-
যুদ্ধের সমাপ্তি:
-
১৭ এপ্রিল, ১৮৯৫ – শিমোনোসেকি চুক্তি (Treaty of Shimonoseki) স্বাক্ষরিত।
-
চীনের প্রভাব কোরিয়ায় শেষ হয়।
-
জাপান শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত হয়।
-
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago