A
মালয়েশিয়া
B
মিয়ানমার
C
তাইওয়ান
D
ব্রুনাই
উত্তরের বিবরণ
আসিয়ান (ASEAN)
পূর্ণরূপ: Association of Southeast Asian Nations
ধরণ: এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
প্রতিষ্ঠা: ৮ আগস্ট, ১৯৬৭
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া
সদস্য সংখ্যা: ১০টি দেশ (এপ্রিল ২০২৫ অনুযায়ী)
সদস্য দেশগুলো হলো:
-
মালয়েশিয়া
-
থাইল্যান্ড
-
ফিলিপাইন
-
সিঙ্গাপুর
-
ইন্দোনেশিয়া
-
ব্রুনাই
-
ভিয়েতনাম
-
লাওস
-
মিয়ানমার
-
কম্বোডিয়া
বিশেষ তথ্য:
-
মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ, যা আসিয়ানের সদস্য।
-
২০২৫ সালের এপ্রিল মাসে আসিয়ানের সভাপতিত্বে রয়েছে মালয়েশিয়া।
উৎস: ASEAN ওয়েবসাইট

0
Updated: 2 months ago