Which natural element does Keats wish to drink and escape with in “Ode to a Nightingale”?
A
A cup of water from Thames
B
Vintage wine cooled in the deep earth
C
Fresh milk from a shepherd’s goat
D
Nectar from Mount Olympus
উত্তরের বিবরণ
কিটস বলেন তিনি এমন এক প্রাচীন মদ চান, যা মাটির নিচে ঠান্ডা হয়েছে এবং যার স্বাদে ফুল, সবুজ প্রকৃতি ও গ্রামীণ জীবনের সৌন্দর্য আছে। এই মদ তাঁকে বাস্তব দুঃখ থেকে দূরে নিয়ে যাবে।

0
Updated: 1 month ago
The nightingale’s song in the poem is described as—
Created: 1 month ago
A
Short-lived and fragile
B
Eternal and immortal
C
Harsh and painful
D
Silent and weak
কিটস নাইটিঙ্গেলের গানকে অবিনশ্বর মনে করেন। তিনি বলেন, হাজার বছর ধরে মানুষ এই গান শুনছে এবং শুনবে। সম্রাট, সাধারণ মানুষ, এমনকি বাইবেলের চরিত্রও এই গান শুনেছে। তাই গানটি চিরন্তন সৌন্দর্য ও অমরতার প্রতীক।

0
Updated: 1 month ago
What is the central paradox of “Ode on Melancholy”?
Created: 1 month ago
A
Beauty gives birth to sorrow
B
Pain and joy are separate
C
Death is eternal happiness
D
Melancholy destroys imagination
কিটস দেখান, সৌন্দর্য ও আনন্দ ক্ষণস্থায়ী। ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়, রঙ ফিকে হয়ে যায়। এ কারণে সৌন্দর্যের ভেতর থেকেই দুঃখ জন্ম নেয়। এটাই কবিতার মূল paradox।

1
Updated: 1 month ago
How does Keats decide to honor Psyche?
Created: 1 month ago
A
By writing sacred hymns
B
By building a temple in his mind
C
By offering fruits and flowers
D
By arranging a festival
কিটস বলেন, তিনি নিজের কল্পনায় একটি পবিত্র মন্দির গড়ে তুলবেন। তাঁর মন হবে একটি উদ্যান যেখানে প্রেম, সৌন্দর্য, স্বপ্ন ও শান্তির ফুল ফুটবে। এভাবে কিটস সাইকিকে কল্পনার মাধ্যমে দেবীর আসনে বসান।

1
Updated: 1 month ago