A
Joy and Celebration
B
Pain and Melancholy
C
Pride and Honor
D
Anger and Hatred
উত্তরের বিবরণ
কবিতার শুরুতেই কিটস বলেন, তাঁর হৃদয় ব্যথায় ভরে গেছে এবং তিনি মদ্যপানের মতো অনুভব করছেন। তিনি জীবনের দুঃখ, মৃত্যু ও ক্ষণস্থায়ী সুখ নিয়ে গভীর বেদনা প্রকাশ করেন। তাই কবিতার মূল আবহ শোক ও বিষণ্ণতা।

0
Updated: 2 days ago
The Grecian Urn is called—
Created: 2 days ago
A
“The voice of gods”
B
“Thou still unravish’d bride of quietness”
C
“The destroyer of time”
D
“The queen of art”
কবিতার শুরুতেই কিটস আর্নকে “still unravish’d bride of quietness” বলে উল্লেখ করেন। এখানে আর্নকে এক চিরকুমারী কনের মতো কল্পনা করা হয়েছে, যে সময় ও পরিবর্তনের ঊর্ধ্বে দাঁড়িয়ে আছে। এটি শিল্পের অমরত্বের প্রতীক।

0
Updated: 2 days ago
What is the central paradox of the poem?
Created: 2 days ago
A
Joy is stronger than death
B
Melancholy lives in beauty and pleasure
C
Life is endless and eternal
D
Death is a form of love
কিটস দেখান যে আনন্দ ও সৌন্দর্য ক্ষণস্থায়ী। ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়, রঙ ফিকে হয়ে যায়। এই ক্ষণস্থায়ীত্বই বিষণ্ণতার জন্ম দেয়। তাই দুঃখ আসলে সৌন্দর্য ও আনন্দের সঙ্গী। এটাই কবিতার মূল বৈপরীত্য বা paradox।

0
Updated: 2 days ago
Which figure of speech is used in “Heard melodies are sweet, but those unheard / Are sweeter”?
Created: 2 days ago
A
Paradox
B
Simile
C
Metaphor
D
Irony
কিটস বলেন, শোনা সুর মিষ্টি হলেও না-শোনা সুর আরও মধুর। এটি এক ধরনের paradox—বাস্তব নয়, কিন্তু কল্পনায় স্থায়ী সৌন্দর্যের প্রতীক। শিল্পের নীরবতা ও কল্পনার শক্তিকে বোঝাতে এই কাব্যরীতি ব্যবহার হয়েছে।

0
Updated: 2 days ago