A
Short-lived and fragile
B
Eternal and immortal
C
Harsh and painful
D
Silent and weak
উত্তরের বিবরণ
কিটস নাইটিঙ্গেলের গানকে অবিনশ্বর মনে করেন। তিনি বলেন, হাজার বছর ধরে মানুষ এই গান শুনছে এবং শুনবে। সম্রাট, সাধারণ মানুষ, এমনকি বাইবেলের চরিত্রও এই গান শুনেছে। তাই গানটি চিরন্তন সৌন্দর্য ও অমরতার প্রতীক।

0
Updated: 2 days ago
According to Keats, what must one do to truly understand Melancholy?
Created: 2 days ago
A
Escape into dreams
B
Embrace beauty and joy
C
Pray to gods
D
Forget worldly sorrows
কিটস বলেন, প্রকৃত দুঃখ সৌন্দর্যের ভেতরেই বাস করে। ফুল, রঙ, প্রেম—এসবই ক্ষণস্থায়ী। তাই এগুলিকে গভীরভাবে অনুভব করলেই মানুষ দুঃখকে চিনতে পারে।

1
Updated: 2 days ago
In “Ode to a Nightingale,” the poet wishes to escape from reality through—
Created: 2 days ago
A
Wealth and Fame
B
Love and Marriage
C
Poetry and Imagination
D
War and Victory
কবি জন কিটস জীবনের দুঃখ-কষ্ট ও মৃত্যু থেকে মুক্তি পেতে চান। তিনি নাইটিঙ্গেলের গান শুনে কল্পনার জগতে প্রবেশ করতে চান। কবিতা ও কল্পনার মাধ্যমে তিনি এক অনন্ত, সুখময় জগৎ কল্পনা করেন যেখানে দুঃখ, রোগ, বার্ধক্য নেই। এভাবেই কিটস কবিতার শক্তিকে বাস্তব দুঃখ থেকে মুক্তির উপায় হিসেবে দেখান।

0
Updated: 2 days ago
What tone dominates “Ode to Psyche”?
Created: 2 days ago
A
Angry and satirical
B
Prayerful and devotional
C
Humorous and ironic
D
Bitter and hopeless
পুরো কবিতাটি প্রার্থনামূলক ও ভক্তিমূলক। কিটস একদিকে সাইকিকে অবহেলিত দেবী হিসেবে আক্ষেপ করেন, অন্যদিকে নিজেকে তাঁর পুরোহিত বানান। তাঁর কল্পনা ও অন্তর্গত ভক্তি মিলে এক ধরনের আধ্যাত্মিক সুর সৃষ্টি করে, যা কবিতার মূল আবহ।

0
Updated: 2 days ago