What is the central theme of “Ode to Psyche”?
A
Power of imagination and inner worship
B
Fear of death and loss
C
Nature’s destructive force
D
War and patriotism
উত্তরের বিবরণ
কিটসের এই কবিতায় মূলত কল্পনার শক্তি ও অন্তর্গত ভক্তি প্রকাশ পেয়েছে। বাইরের জগতে সাইকি অবহেলিত হলেও, কবি তাঁর মনে একটি সুন্দর রাজ্য গড়ে দেন। এটি রোমান্টিক যুগের সেই বিশ্বাসকে প্রতিফলিত করে যে কল্পনা ও সৌন্দর্যের পূজা মানুষের আত্মাকে মুক্তি দেয়।

0
Updated: 1 month ago
Who composed the ode "To Autumn"?
Created: 3 weeks ago
A
William Wordsworth
B
S. T. Coleridge
C
P. B. Shelley
D
John Keats
“To Autumn” কবিতার রচয়িতা John Keats, একজন প্রখ্যাত English Romantic lyric poet। কবিতাটি ১৮২০ সালে প্রকাশিত হয় এবং Keats-এর জীবনের শেষ গুরুত্বপূর্ণ কবিতাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত। এটি শরৎকালের সৌন্দর্য, গ্রীষ্মের বিদায় এবং জীবনের নশ্বরতা নিয়ে রচিত। কবিতাটি তিনটি 11-line stanzas নিয়ে গঠিত এবং Autumnকে উর্বরতা ও পরিপক্কতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
-
কবিতার নাম: To Autumn
-
লেখক: John Keats
-
প্রকাশ: ১৮২০
-
ধরণ: Romantic lyric poem
-
কাঠামো: তিনটি ১১-লাইনের স্তবক
-
বিষয়বস্তু: শরৎকালের আগমন, গ্রীষ্মের বিদায়, জীবনের সংক্ষিপ্ততা এবং Autumn-এর উর্বরতা ও পরিপক্কতা
-
-
John Keats (1795-1821)
-
English Romantic lyric poet
-
লিখেছেন প্রকৃতি, সৌন্দর্য, কল্পনা ও মানব জীবনের নশ্বরতা নিয়ে
-
মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুবরণ, তবে চিরস্মরণীয় কবি হিসেবে প্রতিষ্ঠিত
-
সাহিত্যকর্ম: sonnets, odes, epics ইত্যাদি
-
কাব্য সৌন্দর্য, কল্পনা ও মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধির জন্য বিশ্ব সাহিত্যে অনন্য স্থান অধিকার
-
-
John Keats-এর খ্যাতি ও শিরোনাম:
-
Poet of Beauty
-
Poet of Sensuousness
-
A Death-Hunted Poet
-
The Youngest Poet of English Literature
-
-
প্রখ্যাত কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
Ode to a Nightingale
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman's Homer
-
Lamia
-
Isabella
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
-

0
Updated: 3 weeks ago
Who phrased "A thing of beauty is a joy forever"?
Created: 2 weeks ago
A
Lord Byron
B
John Keats
C
P. B. Shelley
D
William Wordsworth
“A thing of beauty is a joy forever” হলো John Keats-এর লেখা Endymion কবিতার প্রথম লাইন। এটি ইংরেজি রোমান্টিক কবিতার অন্যতম প্রসিদ্ধ উদ্ধৃতি, যা সৌন্দর্যের চিরস্থায়ী তাৎপর্যকে প্রকাশ করে।
-
Endymion
-
গ্রিক মিথ অনুযায়ী Endymion একজন অনিন্দ্যসুন্দর যুবক
-
কবিতায় তাকে একজন রাখাল হিসেবে দেখানো হয়েছে, যে তার প্রেমিকা Cynthia-র সন্ধান করে
-
কবিতায় কবি truth of beauty অনুসন্ধান করেছেন
-
সৌন্দর্যকে তিনি চিরন্তন বলে বর্ণনা করেছেন, যা মানুষের অন্তরকে আলোকিত করে রাখে
-
এটি John Keats-এর প্রথম দীর্ঘ কবিতা এবং একে poetic epic বলা হয়
-
কবিতাটি চারটি অংশে বিভক্ত, প্রতিটি অংশে প্রায় ১,০০০ লাইন রয়েছে এবং loose rhymed couplets-এ রচিত
-
-
John Keats (১৭৯৫–১৮২১)
-
একজন বিখ্যাত ইংরেজি রোমান্টিক কবি
-
তাঁর কবিতা সংবেদনশীলতা, কল্পনাশক্তি, প্রাকৃতিক সৌন্দর্য ও মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধির জন্য প্রসিদ্ধ
-
ইংরেজি সাহিত্যে তিনি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন এবং আধুনিক কবিদের উপর গভীর প্রভাব ফেলেছেন
-
তাঁকে বলা হয় Poet of Beauty এবং Poet of Sensuousness
-
তাঁকে আরও ডাকা হয় A Death Hunted Poet
-
পেশাগত জীবনে তিনি ছিলেন Physician, Surgeon, এবং Doctor
-
তাঁর সাহিত্যকর্মের মধ্যে আছে Sonnets, Odes, এবং Epics
-
-
John Keats’s Famous Quotations
-
“Beauty is truth, truth beauty,—that is all / Ye know on earth, and all ye need to know.” (Ode on a Grecian Urn)
-
“A thing of beauty is a joy forever: Its loveliness increases; it will never Pass into nothingness.” (Endymion)
-
“Heard melodies are sweet, but those unheard / Are sweeter.” (Ode on a Grecian Urn)
-
“My heart aches, and a drowsy numbness pains / My sense, as though of hemlock I had drunk.” (Ode to a Nightingale)
-
“Where are the songs of spring? Aye, where are they?” (To Autumn)
-
“Ever let the Fancy roam, / Pleasure never is at home.” (Fancy)
-
-
Famous Poems of John Keats
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on Melancholy
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci, etc.
-

0
Updated: 2 weeks ago
What is unique about Psyche compared to other deities, according to Keats?
Created: 1 month ago
A
She has no temple or altar
B
She has the strongest weapon
C
She rules the sea
D
She is older than Zeus
কিটস আক্ষেপ করে বলেন, সাইক সবচেয়ে সুন্দরী হলেও তাঁর নামে কোনো মন্দির, কোনো পুরোহিত, বা কোনো উৎসব নেই। অন্য দেবদেবীদের পূজা হয়, কিন্তু সাইক অবহেলিত। তাই কবি প্রতিজ্ঞা করেন তিনি নিজেই তাঁর মনের মধ্যে সাইককে পূজা করবেন।

0
Updated: 1 month ago