A
Wealth and Fame
B
Love and Marriage
C
Poetry and Imagination
D
War and Victory
উত্তরের বিবরণ
কবি জন কিটস জীবনের দুঃখ-কষ্ট ও মৃত্যু থেকে মুক্তি পেতে চান। তিনি নাইটিঙ্গেলের গান শুনে কল্পনার জগতে প্রবেশ করতে চান। কবিতা ও কল্পনার মাধ্যমে তিনি এক অনন্ত, সুখময় জগৎ কল্পনা করেন যেখানে দুঃখ, রোগ, বার্ধক্য নেই। এভাবেই কিটস কবিতার শক্তিকে বাস্তব দুঃখ থেকে মুক্তির উপায় হিসেবে দেখান।

0
Updated: 2 days ago
What tone dominates “Ode to Psyche”?
Created: 2 days ago
A
Angry and satirical
B
Prayerful and devotional
C
Humorous and ironic
D
Bitter and hopeless
পুরো কবিতাটি প্রার্থনামূলক ও ভক্তিমূলক। কিটস একদিকে সাইকিকে অবহেলিত দেবী হিসেবে আক্ষেপ করেন, অন্যদিকে নিজেকে তাঁর পুরোহিত বানান। তাঁর কল্পনা ও অন্তর্গত ভক্তি মিলে এক ধরনের আধ্যাত্মিক সুর সৃষ্টি করে, যা কবিতার মূল আবহ।

0
Updated: 2 days ago
“Yes, I will be thy priest, and build a fane / In some untrodden region of my mind”—here “fane” means—
Created: 2 days ago
A
A battlefield
B
A crown
C
A temple
D
A song
“Fane” শব্দটি প্রাচীন ইংরেজি, যার অর্থ হলো মন্দির। এখানে কিটস বলেন তিনি নিজের মনের ভেতরে একটি অদেখা মন্দির তৈরি করবেন যেখানে সাইকি দেবী পূজিত হবেন। এটি তাঁর কল্পনার ভক্তি ও সৌন্দর্যের প্রতীক।

0
Updated: 2 days ago
Which feeling dominates Keats at the beginning of the poem?
Created: 2 days ago
A
Joy and Celebration
B
Pain and Melancholy
C
Pride and Honor
D
Anger and Hatred
কবিতার শুরুতেই কিটস বলেন, তাঁর হৃদয় ব্যথায় ভরে গেছে এবং তিনি মদ্যপানের মতো অনুভব করছেন। তিনি জীবনের দুঃখ, মৃত্যু ও ক্ষণস্থায়ী সুখ নিয়ে গভীর বেদনা প্রকাশ করেন। তাই কবিতার মূল আবহ শোক ও বিষণ্ণতা।

0
Updated: 2 days ago