What is unique about Psyche compared to other deities, according to Keats?
A
She has no temple or altar
B
She has the strongest weapon
C
She rules the sea
D
She is older than Zeus
উত্তরের বিবরণ
কিটস আক্ষেপ করে বলেন, সাইক সবচেয়ে সুন্দরী হলেও তাঁর নামে কোনো মন্দির, কোনো পুরোহিত, বা কোনো উৎসব নেই। অন্য দেবদেবীদের পূজা হয়, কিন্তু সাইক অবহেলিত। তাই কবি প্রতিজ্ঞা করেন তিনি নিজেই তাঁর মনের মধ্যে সাইককে পূজা করবেন।

0
Updated: 1 month ago
"Adonais" is —
Created: 2 weeks ago
A
An elegy written by P.B. Shelley in memory of John Keats
B
A sonnet written by John Keats in memory of Lord Byron
C
A pastoral poem by William Wordsworth on nature
D
An elegy written by John Keats in memory of P.B. Shelley
Adonais হলো P.B. Shelley রচিত একটি pastoral elegy, যা তিনি তার বন্ধু John Keats-এর মৃত্যুতে শোক প্রকাশের জন্য রচনা করেছিলেন। কবিতায় মৃত্যু এবং গ্রামীণ পরিবেশের চিত্রায়ন করা হয়েছে এবং প্রাকৃতিক উপাদান ও দেবতাদের মাধ্যমে Keats-এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। গ্রিক পুরাণ অনুসারে, Adonais একজন তরুণ বীরের নাম এবং কবিতাটি John Milton-এর Lycidas কবিতার সঙ্গে তুলনা করা হয়।
-
লেখক: Percy Bysshe Shelley (P.B. Shelley)
-
ধরণ: Pastoral Elegy
-
প্রসঙ্গ: John Keats-এর মৃত্যু, শোক এবং প্রাকৃতিক পরিবেশ
P.B. Shelley-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Adonais
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Peter Bell the Third
-
Prometheus Unbound
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci
-
The Cloud
-
The Masque of Anarchy

0
Updated: 2 weeks ago
What is the significance of the line “Beauty is truth, truth beauty” in Ode on a Grecian Urn?
Created: 2 weeks ago
A
It expresses the unity of aesthetic and moral understanding
B
It indicates the poet’s despair at fleeting life
C
It praises nature’s unpredictable power
D
It questions the value of human art
Ode on a Grecian Urn কবিতার বিখ্যাত লাইন “Beauty is truth, truth beauty” শিল্প এবং নৈতিকতা বা সত্যের মিল প্রকাশ করে। Keats এখানে বলছেন যে, সত্য এবং সৌন্দর্য একে অপরকে পরিপূরক করে এবং চিরস্থায়ী প্রভাব ফেলে।
গ্রিসের মৃৎপাত্রের স্থির চিত্র এবং তার চিরন্তন সৌন্দর্য মানুষকে আধ্যাত্মিক এবং নৈতিকভাবে অনুপ্রাণিত করে। এটি কবিতার কেন্দ্রীয় বার্তা, যেখানে শিল্পের চিরস্থায়ীত্ব মানব জীবনের ক্ষণস্থায়ীতা অতিক্রম করে।

1
Updated: 2 weeks ago
Which word acts like a "bell" to toll the speaker back from the nightingale's world to his "sole self"?
Created: 2 weeks ago
A
Adieu
B
Immortal
C
Forlorn
D
Fled
অষ্টম স্তবকে Keats এই সংযোগটি স্পষ্টভাবে প্রকাশ করেছেন। কবির মন তার কল্পনায় ডুবে থাকে, নিজেকে nightingale-এর সঙ্গে ভাবছে, কিন্তু ঠিক তখনই একটি শব্দ তার ভ্রমণ ভেঙে দেয়:
-
“Forlorn! the very word is like a bell
To toll me back from thee to my sole self!” -
শব্দটি “forlorn”, অর্থাৎ দুঃখিত ও পরিত্যক্ত, সম্পূর্ণভাবে কবির নিজের মানবিক অবস্থাকে বর্ণনা করে, যেখান থেকে সে সাময়িকভাবে মুক্তি পেয়েছিল।
-
এই শব্দটি শুনলে বা মনে করলে সে তার বাস্তবতার সঙ্গে মুখোমুখি হয় এবং nightingale-এর মধুর গানের মোহময়ী আবরণ ভেঙে যায়।
-
এর ফলে সে তার কল্পনাময়ী উড়ান থেকে ফিরে আসে নিজের একক বাস্তবতায়।

0
Updated: 2 weeks ago