Who is Psyche in Greek mythology, addressed in Keats’s ode?
A
Goddess of Love
B
Goddess of Soul
C
Goddess of Wisdom
D
Goddess of War
উত্তরের বিবরণ
গ্রিক পুরাণে সাইকি হলো মানব আত্মার দেবী “The goddess of the soul or mind”। তাঁর প্রেমিক কিউপিড তাঁকে অমরত্ব দেন “The god of love”। কিটস তাঁকে “latest-born and loveliest vision” বলে উল্লেখ করেন। তিনি সাইকিকে রোমান্টিক কল্পনায় মানব আত্মার সৌন্দর্য ও প্রেমের প্রতীক হিসেবে উপস্থাপন করেন।

1
Updated: 1 month ago
What tone dominates “Ode to Psyche”?
Created: 1 month ago
A
Angry and satirical
B
Prayerful and devotional
C
Humorous and ironic
D
Bitter and hopeless
পুরো কবিতাটি প্রার্থনামূলক ও ভক্তিমূলক। কিটস একদিকে সাইকিকে অবহেলিত দেবী হিসেবে আক্ষেপ করেন, অন্যদিকে নিজেকে তাঁর পুরোহিত বানান। তাঁর কল্পনা ও অন্তর্গত ভক্তি মিলে এক ধরনের আধ্যাত্মিক সুর সৃষ্টি করে, যা কবিতার মূল আবহ।

0
Updated: 1 month ago
Which poisonous plant is mentioned in the poem “Ode on Melancholy”?
Created: 1 month ago
A
Hemlock
B
Poppy
C
Wolf’s-bane
D
Belladonna
কিটস বলেন, কেউ যেন দুঃখের সময় “wolf’s-bane” ব্যবহার না করে। এটি এক বিষাক্ত উদ্ভিদ, যা মৃত্যু ডেকে আনে। এই উপমা দিয়ে কিটস দেখিয়েছেন মৃত্যুতে নয়, জীবনে থেকেই দুঃখকে বুঝতে হবে।

1
Updated: 1 month ago
According to the poem's logic, why must one avoid numbness when feeling sad?
Created: 2 weeks ago
A
Because suffering is a divine punishment to be endured
B
Because the poem's remedy requires heightened sensory awareness
C
Because the poem's goal is to permanently cure sadness
D
Because true melancholy is an intellectual, not an emotional, state
"Ode on Melancholy" মূলত একটি paradox বা বৈপরীত্যের উপর দাঁড়িয়ে আছে। এখানে কবি বোঝাতে চান, অতিরিক্ত দুঃখ–বেদনার মোকাবিলা করতে হলে মানুষকে বরং গভীর sensory experience এর মধ্যে ডুব দিতে হয়।
-
The Warning (Stanza 1): কবিতা শুরু হয় একধরনের সতর্কবার্তা দিয়ে। এখানে বলা হয়েছে, আত্মাকে অবশ করে দেয় এমন বিষয় থেকে দূরে থাকতে হবে। যেমন—forgetfulness (Lethe), poison, আর মৃত্যু নির্দেশক প্রতীক। এগুলো দুঃখকে দূর করে না, বরং অনুভূতিকে নিস্তেজ করে ফেলে।
-
The Remedy (Stanza 2): এরপর কবি দুঃখ কাটানোর আসল পথ দেখান। যখন "melancholy fit" আসে, তখন সংবেদনশীল অভিজ্ঞতাকে আরও তীব্র করতে হবে। যেমন—"glut thy sorrow on a morning rose", "look at the rainbow of the salt sand-wave", অথবা "feed deep, deep upon [a] mistress' peerless eyes"। এগুলো হচ্ছে সৌন্দর্যকে গভীরভাবে উপলব্ধি করার উপায়।
-
The Connection: প্রথম স্তবকের সতর্কবার্তাটি এখানে খুব গুরুত্বপূর্ণ। কারণ যদি কেউ নিজেকে অবশ করে ফেলে তবে সে দ্বিতীয় স্তবকের cure অনুভব করতে পারবে না। একটি rose বা peonies এর সৌন্দর্য অনুভব করার জন্য আত্মা ও ইন্দ্রিয়কে সজাগ থাকতে হবে।
কবি দেখাতে চান যে melancholy–কে সত্যিকারভাবে বোঝার একমাত্র পথ হলো এর উৎসে থাকা ক্ষণস্থায়ী কিন্তু তীব্র সৌন্দর্যকে উপলব্ধি করা।

0
Updated: 2 weeks ago