Which feeling dominates Keats at the beginning of the poem?
A
Joy and Celebration
B
Pain and Melancholy
C
Pride and Honor
D
Anger and Hatred
উত্তরের বিবরণ
কবিতার শুরুতেই কিটস বলেন, তাঁর হৃদয় ব্যথায় ভরে গেছে এবং তিনি মদ্যপানের মতো অনুভব করছেন। তিনি জীবনের দুঃখ, মৃত্যু ও ক্ষণস্থায়ী সুখ নিয়ে গভীর বেদনা প্রকাশ করেন। তাই কবিতার মূল আবহ শোক ও বিষণ্ণতা।

0
Updated: 1 month ago
Keats's choice to abandon a secure, practical career for the uncertain and impoverished life of a poet is a classic example of:
Created: 2 weeks ago
A
A cynical worldview
B
A commitment to Enlightenment rationalism
C
The Romantic ideal of prioritising individual passion and imagination over societal convention
D
A desire for social and political advancement
Keats তার মেডিকেল ট্রেনিং Guy's Hospital-এ সম্পন্ন করেছিলেন এবং Society of Apothecaries-এর পরীক্ষায় পাস করে আনুষ্ঠানিকভাবে যোগ্যতা অর্জন করেছিলেন। এই যোগ্যতা তাকে general practitioner হিসেবে কাজ করার, রোগ নির্ণয় এবং ওষুধ প্রেস্ক্রাইব করার সুযোগ দিত।
কিন্তু তিনি একজন romantic ছিলেন এবং Romantic movement-এর মূলমন্ত্র ছিল individual feeling-এর গুরুত্ব, imagination-এর শক্তি এবং শিল্পের মাধ্যমে higher truth-এর সন্ধান।
Keats-এর জীবন পরিবর্তনকারী সিদ্ধান্তটি এই ধারণাকে পুরোপুরি প্রতিফলিত করে, কারণ তিনি practical এবং financial risk থাকা সত্ত্বেও তার অন্তরের শিল্পী কলাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেন।
-
Keats completed medical training at Guy's Hospital.
-
He qualified as a licentiate of the Society of Apothecaries, enabling him to practice medicine.
-
Despite having a secure career path, he chose the life of a poet.
-
This choice reflects the Romantic ideal of prioritizing passion and imagination over societal convention.
-
His decision illustrates commitment to art and inner calling despite practical risks.

0
Updated: 2 weeks ago
What is the poet’s emotional desire in Ode to a Nightingale?
Created: 2 weeks ago
A
To escape from mortal pain and merge with the bird’s song
B
To capture the bird and make it silent
C
To study the bird scientifically
D
To express anger at nature
Ode to a Nightingale কবিতায় Keats তার মানবিক দুঃখ থেকে মুক্তি পেতে চেয়েছেন। পাখির গান তার মানসিক ব্যথা ভুলে যাওয়ার এক উপায়। কবি চেয়েছেন যেন সে পাখির আনন্দের সাথে মিলিত হতে পারে, এবং মৃত্যুর ভয়, দুঃখ ও সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে।
এটি কবিতার কেন্দ্রীয় আবেগ এবং আধ্যাত্মিক বার্তা। Keats প্রকৃতির মাধ্যমে শিল্প এবং কল্পনার সাহায্যে নিজের মানসিক অবস্থাকে সমাধান করতে চান।

0
Updated: 2 weeks ago
Endymion is written by -
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
T.S. Eliot
D
Thomas Hardy
Endymion
-
John Keats রচিত দীর্ঘ narrative poem।
-
গ্রীক পুরাণে Endymion ছিলেন এক অনিন্দ্য সুন্দর রাখাল, যার প্রেমিকা ছিল Cynthia।
-
কবিতায় সৌন্দর্য ও তার চিরস্থায়ী সত্যের অনুসন্ধান তুলে ধরা হয়েছে।
-
মূল বক্তব্য: সৌন্দর্য আমাদের অন্তরকে আলোকিত করে রাখে।
-
প্রথম লাইন: “A thing of beauty is a joy forever.”
John Keats
-
ইংরেজি রোমান্টিক যুগের কবি, পরিচিত ‘Poet of Beauty’ নামে।
-
তার কাব্যে জীবন্ত চিত্রকল্প, গভীর সংবেদনশীলতা এবং শাশ্বত সৌন্দর্যের দর্শন প্রকাশিত হয়েছে।
প্রসিদ্ধ কবিতা
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
-
Endymion

0
Updated: 1 month ago