A
সিলেট
B
টেকনাফ
C
কক্সবাজার
D
সন্দ্বীপ
উত্তরের বিবরণ
বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি
বাংলাদেশে মূলত তিনটি ঋতুর স্বাতন্ত্র্য স্পষ্টভাবে বোঝা যায়—শীতকাল, গ্রীষ্মকাল ও বর্ষাকাল। তবে প্রকৃতপক্ষে ছয় ঋতুই পালাক্রমে অনুভূত হয়।
দেশের মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করায় এখানে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। আবার মৌসুমী বায়ুর প্রভাবে একে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুও বলা হয়।
বাংলাদেশের জলবায়ু সাধারণত সমভাবাপন্ন। অর্থাৎ শীতপ্রধান বা গ্রীষ্মপ্রধান দেশের মতো এখানে তাপমাত্রা অতিমাত্রায় চরমে পৌঁছায় না।
তাপমাত্রা ও বৃষ্টিপাত
-
বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ২০৩ সেন্টিমিটার।
-
সবচেয়ে কম গড় বৃষ্টিপাত হয় নাটোর জেলার লালপুরে (প্রায় ১১৭.৫ সেন্টিমিটার)।
-
সবচেয়ে বেশি গড় বৃষ্টিপাত হয় সিলেটের লালখালে (প্রায় ৬৩৭.৫ সেন্টিমিটার)।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
-
দেশের উষ্ণতম স্থান → লালপুর, নাটোর
-
শীতলতম স্থান → শ্রীমঙ্গল, মৌলভীবাজার
-
শীতলতম জেলা → সিলেট
-
সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান → লালখাল, সিলেট
-
সর্বনিম্ন বৃষ্টিপাতের স্থান → লালপুর, নাটোর
-
সর্বদক্ষিণের জেলা → কক্সবাজার
-
সর্বউত্তরের জেলা → পঞ্চগড়
-
আয়তনে সবচেয়ে বড় জেলা → রাঙামাটি
-
আয়তনে সবচেয়ে ছোট জেলা → নারায়ণগঞ্জ
উৎসঃ বিবিএ বাংলা, বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 days ago