A
বিশেষ্য
B
অনুসর্গ
C
অব্যয়
D
উপসর্গ
উত্তরের বিবরণ
চলিত ভাষাতে অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। অনুসর্গগুলো প্রাতিপদিক এর পরে ব্যবহার হয়। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত রূপে ব্যবহার হয়। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সহজতর রূপ লাভ করে।

0
Updated: 3 days ago
'কাঁচি' কোন ধরনের শব্দ?
Created: 1 month ago
A
আরবি
B
ফারসি
C
হিন্দি
D
তুর্কি
‘কাঁচি’ শব্দটি তুর্কি ভাষা থেকে আগত।
এটি একটি ধারালো হাতিয়ার, যা মূলত কাগজ, কাপড় বা অনুরূপ বস্তু কেটে ফেলার কাজে ব্যবহৃত হয়। এটি দুইটি হাতলযুক্ত ইস্পাতের ধারালো ফলা দিয়ে তৈরি, যা একসঙ্গে যুক্ত থাকে।
বাংলা ভাষায় তুর্কি ভাষার প্রভাব লক্ষণীয়।
‘কাঁচি’ ছাড়াও বাংলা ভাষায় আরও কিছু সাধারণ ব্যবহারযোগ্য শব্দ তুর্কি ভাষা থেকে এসেছে। যেমন—তোপ, চাকু, বাবা, বাবুর্চি, মুচলেকা প্রভৃতি শব্দ তুর্কি ভাষা থেকেই গৃহীত হয়েছে।
তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 1 month ago
'প্রাতরাশ'-এর সন্ধি-
Created: 1 month ago
A
প্রাত + রাশ
B
প্রাতঃ + রাশ
C
প্রাতঃ + আশ
D
প্রাত + আশ
• বিসর্গসন্ধির নিয়ম:
অন্তঃ, পুনঃ, প্রান্তঃ ইত্যাদির পর স্বরধ্বনি থাকলে সন্ধির ফলে বিসর্গ র হয়ে পরবর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- অন্তঃ + অঙ্গ = অন্তরঙ্গ,
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- অন্তঃ + আত্মা = অন্তরাত্মা,
- অন্তঃ + ইত = অন্তরিত,
- অন্তঃ + ইন্দ্রিয় = অন্তরিন্দ্রিয়,
- অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ,
- অন্তঃ+ ঈপ = অন্তরীপ,
- পুনঃ + উত্থান = পুনরুত্থান,
- পুনঃ+ উক্তি = পুনরুক্তি,
- পুনঃ + অধিকার = পুনরধিকার।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 month ago
'প্রসন্ন' এর বিপরীত শব্দ কোনটি?
Created: 2 days ago
A
নিন্দিত
B
বিষণ্ণ
C
বিগ্রহ
D
হর্ষ
বিপরীত শব্দের উদাহরণ
১. প্রসন্ন
-
অর্থ: খুশি, আনন্দিত
-
বিপরীত শব্দ: বিষণ্ণ
২. নন্দিত
-
অর্থ: প্রশংসিত, আনন্দিত
-
বিপরীত শব্দ: নিন্দিত
৩. হর্ষ / হরিষ
-
অর্থ: আনন্দ, উল্লাস
-
বিপরীত শব্দ: বিষাদ
৪. সন্ধি
-
অর্থ: মিলন, চুক্তি
-
বিপরীত শব্দ: বিগ্রহ / বিবাদ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 days ago