In “Ode to a Nightingale,” the poet wishes to escape from reality through—
A
Wealth and Fame
B
Love and Marriage
C
Poetry and Imagination
D
War and Victory
উত্তরের বিবরণ
কবি জন কিটস জীবনের দুঃখ-কষ্ট ও মৃত্যু থেকে মুক্তি পেতে চান। তিনি নাইটিঙ্গেলের গান শুনে কল্পনার জগতে প্রবেশ করতে চান। কবিতা ও কল্পনার মাধ্যমে তিনি এক অনন্ত, সুখময় জগৎ কল্পনা করেন যেখানে দুঃখ, রোগ, বার্ধক্য নেই। এভাবেই কিটস কবিতার শক্তিকে বাস্তব দুঃখ থেকে মুক্তির উপায় হিসেবে দেখান।

0
Updated: 1 month ago
Who phrased "A thing of beauty is a joy forever"?
Created: 2 weeks ago
A
Lord Byron
B
John Keats
C
P. B. Shelley
D
William Wordsworth
“A thing of beauty is a joy forever” হলো John Keats-এর লেখা Endymion কবিতার প্রথম লাইন। এটি ইংরেজি রোমান্টিক কবিতার অন্যতম প্রসিদ্ধ উদ্ধৃতি, যা সৌন্দর্যের চিরস্থায়ী তাৎপর্যকে প্রকাশ করে।
-
Endymion
-
গ্রিক মিথ অনুযায়ী Endymion একজন অনিন্দ্যসুন্দর যুবক
-
কবিতায় তাকে একজন রাখাল হিসেবে দেখানো হয়েছে, যে তার প্রেমিকা Cynthia-র সন্ধান করে
-
কবিতায় কবি truth of beauty অনুসন্ধান করেছেন
-
সৌন্দর্যকে তিনি চিরন্তন বলে বর্ণনা করেছেন, যা মানুষের অন্তরকে আলোকিত করে রাখে
-
এটি John Keats-এর প্রথম দীর্ঘ কবিতা এবং একে poetic epic বলা হয়
-
কবিতাটি চারটি অংশে বিভক্ত, প্রতিটি অংশে প্রায় ১,০০০ লাইন রয়েছে এবং loose rhymed couplets-এ রচিত
-
-
John Keats (১৭৯৫–১৮২১)
-
একজন বিখ্যাত ইংরেজি রোমান্টিক কবি
-
তাঁর কবিতা সংবেদনশীলতা, কল্পনাশক্তি, প্রাকৃতিক সৌন্দর্য ও মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধির জন্য প্রসিদ্ধ
-
ইংরেজি সাহিত্যে তিনি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন এবং আধুনিক কবিদের উপর গভীর প্রভাব ফেলেছেন
-
তাঁকে বলা হয় Poet of Beauty এবং Poet of Sensuousness
-
তাঁকে আরও ডাকা হয় A Death Hunted Poet
-
পেশাগত জীবনে তিনি ছিলেন Physician, Surgeon, এবং Doctor
-
তাঁর সাহিত্যকর্মের মধ্যে আছে Sonnets, Odes, এবং Epics
-
-
John Keats’s Famous Quotations
-
“Beauty is truth, truth beauty,—that is all / Ye know on earth, and all ye need to know.” (Ode on a Grecian Urn)
-
“A thing of beauty is a joy forever: Its loveliness increases; it will never Pass into nothingness.” (Endymion)
-
“Heard melodies are sweet, but those unheard / Are sweeter.” (Ode on a Grecian Urn)
-
“My heart aches, and a drowsy numbness pains / My sense, as though of hemlock I had drunk.” (Ode to a Nightingale)
-
“Where are the songs of spring? Aye, where are they?” (To Autumn)
-
“Ever let the Fancy roam, / Pleasure never is at home.” (Fancy)
-
-
Famous Poems of John Keats
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on Melancholy
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci, etc.
-

0
Updated: 2 weeks ago
Who is the author of the poem ‘To Autumn’?
Created: 3 weeks ago
A
P. B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
Ernest Hemingway
The author of the poem ‘To Autumn’ is: John Keats
About the Poem ‘To Autumn’:
-
It is one of John Keats’s last major poems.
-
Published in 1820 in the collection Lamia, Isabella, The Eve of St. Agnes, and Other Poems.
-
The poem celebrates the beauty and fullness of the autumn season.
-
Autumn is depicted as a peaceful and mature season, not as a precursor to death or decline.
-
Even though summer has ended, autumn carries a sense of calm and temporal stability, where the ephemeral nature of life is not emphasized.
About John Keats (1795–1821):
-
An English Romantic poet known for his vivid imagery and sensuous style.
-
He often drew inspiration from classical mythology to convey philosophical ideas.
Notable Works:
-
Poems: Endymion, Hyperion, Isabella, La Belle Dame sans Merci, Lamia, Ode on a Grecian Urn, Ode to Psyche, Ode to a Nightingale, On First Looking into Chapman’s Homer, On Indolence, On Melancholy, Sleep and Poetry, The Eve of St. Agnes, The Fall of Hyperion, To Autumn, etc.

0
Updated: 2 weeks ago
John Keats wrote _____
Created: 2 months ago
A
Ode to the West Wind
B
Ode on a Grecian Urn
C
Tintern Abbey
D
The Ancient Mariner
The correct answer is: খ) Ode on a Grecian Urn
Ode on a Grecian Urn
-
এটি ইংরেজি Romantic period-এর বিখ্যাত কবি John Keats (1795-1821) রচিত একটি বিখ্যাত কবিতা।
-
১৮২০ সালে প্রকাশিত এই কবিতায় কবি একটি গ্রীক মৃৎপাত্র (urn)-এর চিত্রকল্পের মাধ্যমে শিল্প, সৌন্দর্য এবং সত্যের চিরন্তন সম্পর্ক তুলে ধরেছেন।
-
কবিতাটি মোট ৫টি স্তবক (stanza) নিয়ে গঠিত।
-
বিখ্যাত সমাপ্তি দুটি পঙক্তি:
“Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know.”
Other Options বিশ্লেষণ:
ক) Ode to the West Wind — Percy Bysshe Shelley-রচিত।
গ) Tintern Abbey — William Wordsworth-রচিত।
ঘ) The Ancient Mariner — Samuel Taylor Coleridge-রচিত।
John Keats পরিচিতি:
-
তিনি “Poet of Beauty” নামে পরিচিত।
-
তার কবিতায় জীবনের সংক্ষিপ্ততা, সৌন্দর্যের চিরস্থায়িত্ব এবং কল্পনার জগৎ ফুটে ওঠে।
-
Keats-এর বিখ্যাত কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
La Belle Dame Sans Merci
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
(Source: Britannica)

0
Updated: 2 months ago