কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?

A

উদ্ধার পর্যায়ে 

B

প্রভাব পর্যায়ে 

C

সতর্কতা পর্যায়ে 

D

পুনর্বাসন পর্যায়ে

উত্তরের বিবরণ

img

দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণভাবে দুর্যোগ ব্যবস্থাপনা বলতে বোঝায়—দুর্যোগের আগে ও পরে এমন সব পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করা, যাতে ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়, তাই ক্ষয়ক্ষতি কমানোর জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়া জরুরি।

নতুবা দুর্যোগে সবকিছু হারিয়ে মানুষের জীবন হয়ে ওঠে অত্যন্ত কষ্টকর। এজন্যই আজকের বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।


দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য

১. দুর্যোগকালে জীবন, সম্পদ ও পরিবেশের ক্ষতি কমানো বা সম্ভব হলে এড়ানো।
২. ক্ষতিগ্রস্ত জনগণকে দ্রুত প্রয়োজনীয় ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা দেওয়া।
৩. দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

দুর্যোগ ব্যবস্থাপনা চক্র (Disaster Management Cycle)

এই চক্রকে মূলত দুই ভাগে ভাগ করা যায়—
ক. দুর্যোগ-পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায়
খ. দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার পর্যায়


‘‘পুনর্বাসন’’ বলতে বোঝায়—

  • ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত বা আরও উন্নত অবস্থায় ফিরিয়ে আনা।

  • ক্ষতিগ্রস্ত মানুষের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক স্বাভাবিকতা ফিরিয়ে দেওয়া এবং তাদের সংগঠিতভাবে সক্ষম করে তোলা।

  • প্রয়োজনে ক্ষতিগ্রস্ত মানুষকে অন্যত্র স্থানান্তর করে তাদের জীবিকা নিশ্চিত করা।

  • ক্ষতিগ্রস্ত গবাদিপশু, মাছ ইত্যাদির চিকিৎসা ও খামার পুনর্গঠন করা।

  • পুকুর, খাল, নদী, জলাশয়ে মৃত প্রাণী ও ময়লা দ্রুত অপসারণ করা এবং পানি বিশুদ্ধ করার ব্যবস্থা গ্রহণ।

  • এলাকায় জমে থাকা জীবাণু, দুর্গন্ধ ও ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিবেশকে বিষাক্ততা থেকে মুক্ত রাখা।

উৎস: ভূগোল দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়-

Created: 1 month ago

A

আইসোথার্ম

B

আইসোবার

C

আইসোহাইট

D

আইসোহেলাইন

Unfavorite

0

Updated: 1 month ago

বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরণের বনভূমি?

Created: 1 month ago

A

ক্রান্তীয় চিরহরিৎ , আধা-চিরহরিৎ জাতীয়

B

ক্রান্তীয় আর্দ্র পত্র পতনশীল জাতীয়

C

পত্র পতনশীল জাতীয়

D

ম্যানগ্রোভ জাতীয়

Unfavorite

0

Updated: 1 month ago

নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?

Created: 1 month ago

A

পার্শ্ব গ্রাবরেখা 

B

শৈলশিরা 

C

ভি-আকৃতির উপত্যকা 

D

ইউ-আকৃতির উপত্যকা

Unfavorite

1

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD