A
কুৎসিত ব্যক্তি অথচ কর্মপটু
B
দুর্বল ও ব্যক্তিহীন
C
সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
D
গম্বীর অথচ কর্মপটু
উত্তরের বিবরণ
বাংলা বাগধারায় “নদের চাঁদ” বলতে বোঝায় এমন একজন মানুষ, যিনি দেখতে অত্যন্ত সুন্দর, চাঁদের মতো আকর্ষণীয়, কিন্তু কর্মে সম্পূর্ণ অযোগ্য বা অকর্মণ্য। অর্থাৎ, বাহ্যিক সৌন্দর্য আছে কিন্তু ভেতরে কোনো যোগ্যতা বা দক্ষতা নেই।
যেমন—“ওকে নিয়ে ভরসা করা যায় না, নদের চাঁদ ছাড়া আর কিছু নয়।”

0
Updated: 3 days ago
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কী?
Created: 3 months ago
A
অনিষ্টে ইষ্ট লাভ
B
চির অশান্তি
C
অরাজক দেশ
D
সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
• ‘রাবণের চিতা’ – অর্থ: চিরস্থায়ী অশান্তি।
বাক্য: একমাত্র ছেলের মৃত্যুর পর বুড়ির অন্তরে যেন রাবণের চিতা জ্বলছে।
• ‘মগের মল্লুক’ – অর্থ: সম্পূর্ণ অরাজক দেশ বা অবস্থা।
বাক্য: প্রশাসনের নজরদারির অভাবে এলাকাটা এখন মগের মল্লুকে পরিণত হয়েছে।
• ‘শাপে বর’ – অর্থ: অনিষ্ট থেকে উপকার লাভ।
বাক্য: চাকরি না পাওয়াটা শাপে বর হয়েছে, কারণ এখন সে নিজেই ব্যবসা শুরু করেছে।
• ‘ফটো পয়সার লড়াই’ – অর্থ: সামান্য কারণে বড় ঝগড়া।
বাক্য: দুই ভাইয়ের মধ্যে ফটো পয়সার লড়াই শুরু হলো সামান্য জমির জন্য।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)
-
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি – ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 months ago
‘গৌরচন্দ্ৰকা” বাগধারাটি কোন অৰ্থেব্যবহৃত হয়?
Created: 8 hours ago
A
বাড়তি বোঝা
B
রূপের মোহ
C
ভূমিকা
D
ফিটফাট
'গৌরচন্দ্রিকা' বাগধারাটি ভূমিকা অর্থে ব্যবহৃত হয়।

0
Updated: 8 hours ago
‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
ষড়যন্ত্র
B
সন্দেহজনক আচরণ
C
ঢাক জোরে বাজানো
D
লুকোচুরি
‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটি এমন পরিস্থিতিকে বোঝায়, যেখানে কেউ কিছু লুকানোর চেষ্টা করছে বা পুরো বিষয়টি গোপন রেখে ধোঁয়াশা তৈরি করছে।
এটি সাধারণত সেই ধরনের কাজ বা অবস্থাকে বোঝায়, যেখানে খোলাখুলি কিছু বলা বা করা হচ্ছে না, বরং গোপনে কিছু ঘটছে – যেন কিছু একটা চাপা দেওয়া হচ্ছে।
🔹 উদাহরণ:
"ওদের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু কেউ কিছু বলছে না—পুরো ব্যাপারটাই ঢাক ঢাক গুড় গুড়।"
অর্থাৎ, লুকোচুরি বা গোপনীয়তা বোঝাতে এই বাগধারাটি ব্যবহার করা হয়।

0
Updated: 1 month ago