A
ড্যাস
B
কোলন
C
সেমিকোলন
D
হাইফেন
উত্তরের বিবরণ
হাইফেন কে সংযোগ চিহ্ন বলা হয়। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার করা হয়।

0
Updated: 3 days ago
শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন–
Created: 8 hours ago
A
শষ্য, ভুবন, শ্ৰদ্ধাঞ্জলি
B
সমীচীন, সুষ্ঠ, সাক্ষরতা
C
মুখস্থ, মন্ত্রীসভা, ব্রাহ্মন
D
আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র্য
আকাঙ্ক্ষা , গ্রামীণ, দারিদ্র্য শব্দগুলো শুদ্ধ। প্রদত্ত প্রশ্নে অন্যান্য শব্দগুলোর বানান অশুদ্ধ। শব্দগুলোতে ব্যাকরণগত ভুল বিদ্যমান।

0
Updated: 5 minutes ago
'তাপন' শব্দের অর্থ কী?
Created: 2 days ago
A
কোমর
B
আংটা
C
তাপ উৎপাদন
D
কৃত
শব্দের অর্থ
শব্দ | অর্থ |
---|---|
তাপন | তাপ উৎপাদন |
কটি | কোমর |
করা | কৃত |
কড়া | আংটা |
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)

0
Updated: 2 days ago
রাবণের চিতা অর্থ কী?
Created: 3 days ago
A
চির অশান্তি
B
চির শান্তি
C
চির নিদ্রা
D
চির সুখী
রাবণ ছিল রামায়ণের রাক্ষসরাজ। তাকে দহন করার জন্য চিতা জ্বালানো হলে, সেই চিতায় শান্তি নেই—অর্থাৎ আগুন জ্বলতে থাকে, অশান্তি চলতেই থাকে। এজন্য "রাবণের চিতা" বলতে বোঝানো হয় এমন একটি অবস্থা, যেখানে কখনো শান্তি থাকে না, সর্বদা অশান্তি বিরাজ করে।

0
Updated: 3 days ago