চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়?
A
বিশেষ্য
B
অনুসর্গ
C
অব্যয়
D
উপসর্গ
উত্তরের বিবরণ
চলিত ভাষাতে অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। অনুসর্গগুলো প্রাতিপদিক এর পরে ব্যবহার হয়। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত রূপে ব্যবহার হয়। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সহজতর রূপ লাভ করে।

0
Updated: 1 month ago
'অনশন' এর বিপরীত শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
অপনশন
B
অশন
C
নিশন
D
অধিনশন
বাংলা ভাষায় অনেক শব্দের অর্থ ও তাদের বিপরীত শব্দ জানলে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয় এবং সঠিক প্রয়োগ নিশ্চিত হয়। নিচে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরা হলো।
-
অনশন : অনাহার
-
অশন : ভোজন, আহার
-
অনশন শব্দের বিপরীত শব্দ হলো অশন
-
অনুমেয় ↔ অননুমেয়
-
নিয়ত ↔ বিরত
-
প্রবিষ্ট ↔ প্রস্থিত
-
দরদি ↔ নির্দয়
-
উদ্ধত ↔ বিনীত
উৎস:

0
Updated: 3 weeks ago
কোন শব্দে সমাস-ঘটিত অশুদ্ধি ঘটেছে?
Created: 1 week ago
A
কৃপণতা
B
সুবুদ্ধিমান
C
স্বতন্ত্রতা
D
অধৈর্যতা
সমাস-ঘটিত অশুদ্ধি হলো সুবুদ্ধিমান, যার শুদ্ধ রূপ হলো সুবুদ্ধি। এই ক্ষেত্রে ‘মান’ যুক্ত করা অনর্থক ও অপ্রয়োজনীয়।
অন্যদিকে—
-
‘তা’ প্রত্যয় ঘটিত অপপ্রয়োগ হয়েছে অধৈর্যতা শব্দে। এর শুদ্ধ রূপ হলো অধৈর্য বা ধীরতা।
-
স্বতন্ত্রতা এবং কৃপণতা শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।

0
Updated: 1 week ago
'দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে"- বাক্যে 'বিনা' কোন পদ?
Created: 1 month ago
A
যোজক
B
উপসর্গ
C
অনুসর্গ
D
আবেগ
অনুসর্গ (Prepositions / Prefixes)
সংজ্ঞা:
বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহার হয়ে অর্থ প্রকাশে সাহায্য করে, তাদেরকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয়।
-
অনুসর্গ কখনো প্রতিপাদিকের পরে, আবার কখনো ‘কে’ বা ‘র’ বিভক্তিযুক্ত শব্দের পরে বসতে পারে।
উদাহরণ:
-
বাক্য: “দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে” → এখানে বিনা অনুসর্গ পদ।
প্রচলিত অনুসর্গের তালিকা:
প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, পর্যন্ত, মতো, নামে, পানে, অধিক, পক্ষে, দ্বারা, দিয়ে, ভিতর, পাছে, চেয়ে ইত্যাদি।
-
বিশেষ ক্ষেত্রে বিভক্তি যুক্ত অনুসর্গ: দ্বারা, দিয়ে, কর্তৃক (তৃতীয়া বিভক্তি), হইতে, হতে, চেয়ে (পঞ্চমী বিভক্তি), অপেক্ষা, মধ্যে ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago