২০২৫ সালের G-7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
A
ফ্রান্স
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
জাপান
উত্তরের বিবরণ
২০২৫ সালের G-7 সামিট
-
সময়: ১৫ থেকে ১৭ জুন, ২০২৫
-
স্থান: কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিস
-
আয়োজক: কানাডা সভাপতিত্ব করবে
-
বিশেষত্ব: এটি G-7-এর ৫১তম শীর্ষ সম্মেলন হবে
G-7 সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
-
পূর্ণরূপ: Group of Seven
-
প্রতিষ্ঠাকাল: ১৫ নভেম্বর, ১৯৭৫
-
প্রস্তাবক দেশ: ফ্রান্স
-
উদ্দেশ্য: বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট
-
বর্তমান সদস্য দেশসমূহ:
-
যুক্তরাষ্ট্র
-
যুক্তরাজ্য
-
ফ্রান্স
-
জার্মানি
-
ইতালি
-
জাপান (একমাত্র এশীয় দেশ)
-
কানাডা
-
-
অতিরিক্ত তথ্য: এই দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন ও G-7-এর প্রতিনিধিত্ব করে
উৎস: কানাডার অফিসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা
0
Updated: 5 months ago
ডিসেম্বর-২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমোঝতা স্মারক স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
৩ টি
B
৫ টি
C
৭ টি
D
৯ টি
ডিসেম্বর ২০২০ সালে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে সাতটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই সম্মেলনটি দুই দেশের সম্পর্কের উন্নয়ন এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছিল।
তথ্যগুলো সংক্ষেপে:
-
সম্মেলনের ধরন: দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলন
-
তারিখ: ডিসেম্বর ২০২০
-
স্বাক্ষরিত MoU সংখ্যা: ৭টি
-
উদ্দেশ্য: কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ।
তথ্যটি বর্তমান নয়; সর্বশেষ তথ্য জানতে Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল বা অথেনটিক সংবাদপত্র দেখা উত্তম।
0
Updated: 1 month ago
COP 30 কোথায় অনুষ্ঠিত হবে? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 month ago
A
কাতার
B
ব্রাজিল
C
দক্ষিণ কোরিয়া
D
ফ্রান্সফ্রান্স
কপ (COP) সম্মেলন
-
পূর্ণরূপ: Conference of the Parties
-
উদ্দেশ্য: বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নীতি ও পদক্ষেপ নির্ধারণ
-
জলবায়ু পরিবর্তন রোধ
-
কার্বন নির্গমন হ্রাস
-
অভিযোজন কৌশল নির্ধারণ
-
-
প্রথম COP সম্মেলন: ১৯৫৫ সালে, বার্লিন, জার্মানি
COP-৩০ সম্মেলন:
-
স্থান: বেলেম, ব্রাজিল
-
সময়: ১০-২১ নভেম্বর, ২০২৫
উল্লেখযোগ্য তথ্য:
-
COP-২৯ অনুষ্ঠিত হয় আজারবাইজানে
-
১৯৯৫ সাল থেকে প্রতি বছর 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে অনুষ্ঠিত হচ্ছে
0
Updated: 1 month ago
কোন ঘটনার পরিপ্রেক্ষিতে NAM গঠিত হয়?
Created: 5 months ago
A
আলজিয়ার্স সম্মেলন
B
বান্দুং সম্মেলন
C
কায়রো সম্মেলন
D
জাকার্তা সম্মেলন
NAM (Non-Aligned Movement)
পূর্ণরূপ: Non-Aligned Movement (NAM)
বাংলা অর্থ: জোট-নিরপেক্ষ আন্দোলন
পরিচিতি:
NAM হল একটি আন্তর্জাতিক আন্দোলন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন সময়কালে গঠিত হয়। তখন বিশ্বের দুই প্রধান জোট—পুঁজিবাদী পশ্চিমা দেশগুলোর ন্যাটো (NATO) এবং সমাজতান্ত্রিক দেশগুলোর ওয়ারশ (Warsaw Pact)—এই দুটি শক্তির বাইরে থেকে নিরপেক্ষ অবস্থান গ্রহণকারী দেশগুলোর সমন্বয়ে এই আন্দোলনের সূচনা ঘটে।
গঠনের প্রেক্ষাপট:
১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত ‘বান্দুং সম্মেলন’-এর মাধ্যমে এই আন্দোলনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
প্রতিষ্ঠা:
১ সেপ্টেম্বর, ১৯৬১
বর্তমান সদস্য সংখ্যা:
১২১টি দেশ (এপ্রিল, ২০২৫ অনুযায়ী)
বাংলাদেশের অংশগ্রহণ:
বাংলাদেশ ১৯৭৩ সালে NAM-এর সদস্যপদ লাভ করে।
উৎস: NAM-এর অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 5 months ago