A
আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট
B
ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট
C
আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের একটি রাজনৈতিক জোট
D
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট
উত্তরের বিবরণ
APEC (Asia-Pacific Economic Cooperation)
APEC হলো এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা, যা বাণিজ্য ও বিনিয়োগ সহজতাসহ টেকসই অর্থনৈতিক উন্নয়নকে লক্ষ্য করে কাজ করে।
প্রতিষ্ঠা ও ইতিহাস:
-
প্রতিষ্ঠার তারিখ: ৬ নভেম্বর, ১৯৮৯
-
প্রতিষ্ঠার স্থান: ক্যানবেরা, অস্ট্রেলিয়া
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে APEC গঠিত হয়।
সদরদপ্তর:
-
অবস্থান: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
সদস্যসংখ্যা:
-
বর্তমানে ২১টি দেশ APEC-এর সদস্য।
উৎস: APEC-এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 months ago
এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে অ্যাস্কাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে?
Created: 2 months ago
A
APEC
B
CREC
C
EAEG
D
ECO
এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গঠিত বিভিন্ন নতুন জোটের মধ্যে APEC-কে অ্যাস্কাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযোগী হিসেবে বিবেচনা করে।
APEC সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ:
-
পূর্ণরূপ: Asia-Pacific Economic Cooperation
-
প্রকৃতি: এটি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৮৯ সাল
-
প্রতিষ্ঠা স্থান: ক্যানবেরা, অস্ট্রেলিয়া
-
প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া
-
উদ্যোক্তা: অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী বর হক
-
সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
-
প্রাথমিক সদস্য সংখ্যা: ১২টি দেশ
-
বর্তমান সদস্য সংখ্যা: ২১টি দেশ
উৎস: APEC-এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 months ago