A
চির অশান্তি
B
চির শান্তি
C
চির নিদ্রা
D
চির সুখী
উত্তরের বিবরণ
রাবণ ছিল রামায়ণের রাক্ষসরাজ। তাকে দহন করার জন্য চিতা জ্বালানো হলে, সেই চিতায় শান্তি নেই—অর্থাৎ আগুন জ্বলতে থাকে, অশান্তি চলতেই থাকে। এজন্য "রাবণের চিতা" বলতে বোঝানো হয় এমন একটি অবস্থা, যেখানে কখনো শান্তি থাকে না, সর্বদা অশান্তি বিরাজ করে।

0
Updated: 3 days ago
সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?
Created: 9 hours ago
A
দ্বিগু
B
অব্যয়ীভাব
C
বহুবীহি
D
কর্মধারয়
সংখ্যাবাচক শব্দ + বিশেষ্য = দ্বিগু সমাস

0
Updated: 9 hours ago
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
Created: 4 weeks ago
A
তুলসী বনের বাঘ
B
বিড়াল তপস্বী
C
ভিজা বিড়াল
D
বকধার্মিক
‘তুলসী বনের বাঘ’ বাগধারাটি অর্থ–ভণ্ড, শয়তান। ‘বকধার্মিক’ বাগধারাটি অর্থ–ভণ্ড। ‘বিড়াল তপস্বী’ বাগধারাটি অর্থ–ভণ্ড তপস্বী। অন্যদিকে, ‘ভিজা বিড়াল’ বাগধারাটি অর্থ–সাধু বেশে অসৎ লোক।

0
Updated: 4 weeks ago
শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
Created: 4 weeks ago
A
কোলন
B
সেমিকোলন
C
কমা
D
হাইফেন
• কমা (,) এর ব্যবহার:
- কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
যেমন:
- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
- নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
- রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, "পাপকে ঠেকাবার জন্যে কিছুনা করাই তো পাপ।"

0
Updated: 4 weeks ago