‘সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র’। কোন বাক্য?
A
নির্দেশাত্মক বাক্য
B
স্ময়বোধক বাক্য
C
জটিল বাক্য
D
যৌগিক বাক্য
উত্তরের বিবরণ
এটি একটি জটিল বা মিশ্র বাক্য। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহার হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।

0
Updated: 1 month ago
‘ঠাকুর’ শব্দের লিঙ্গান্তর কোনটি?
Created: 2 weeks ago
A
ঠাকুরাইন
B
ঠাকুরানি
C
ঠাকুরণী
D
ঠাকুরণি
পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দে রূপান্তর করাকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন বলে। লিঙ্গ পরিবর্তনের কিছু সাধারণ নিয়ম আছে। যেমন: ১. পুরুষবাচক শব্দের শেষে –আ (1), —ঈ (ী), -নী, –আনি, –ইনি ইত্যাদি স্ত্রীপ্রত্যয় জুড়ে পুংলিঙ্গ শব্দকে ত্রীলিঙ্গে রূপান্তর করা যায়। যেমন: ঠাকুর – ঠাকুরানী।

0
Updated: 2 weeks ago
‘যারা বাইরে ঠাট বজায় রেখে চলে।’ – এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
Created: 2 months ago
A
ব্যাঙের আধুলি
B
লেফাফা দুরস্ত
C
রাশভারি
D
ভিজে বেড়াল
ব্যাঙের আধুলি বাগধারার অর্থ - সামান্য সম্পদ। রাশভারি বাগধারার অর্থ - গম্ভীর প্রকৃতির। ভিজে বেড়াল বাগধারার অর্থ – কপটচারী। লেফাফা দুরস্ত বাগধারার অর্থ - বাইরে ঠাঁট বজায় রাখা।

0
Updated: 2 months ago
নিচের কোনটি ফারসি শব্দ?
Created: 2 weeks ago
A
ময়দা
B
কোর্মা
C
তারিখ
D
শরবতি
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ময়দা ফারসি শব্দ।
অন্যদিকে,
- কোর্মা তুর্কি ভাষা থেকে আগত শব্দ।
- তারিখ ও শরবতি আরবি ভাষা থেকে আগত শব্দ।

0
Updated: 2 weeks ago