A
দাঁড়ি
B
কোলন
C
প্রশ্ন চিহ্ন
D
বিস্ময় চিহ্ন
উত্তরের বিবরণ
প্রান্তিক বিরাম চিহ্ন ৪টি। যেমন: ১/দাঁড়ি /পূর্ণচ্ছেদ ২/প্রশ্নবোধক চিহ্ন ৩/বিস্ময় /সম্বোধন চিহ্ন ৪/ ডাবল দাঁড়ি / পূর্ণচ্ছেদ।

0
Updated: 3 days ago
'পরশ্ব' শব্দটির অর্থ কী?
Created: 1 week ago
A
পরশু
B
পরের ধন
C
কোকিল
D
পার্শ্ববর্তী
পরশ্ব (বিশেষ্য ও ক্রিয়া-বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়)
-
শব্দটি সংস্কৃত থেকে এসেছে।
-
অর্থ:
-
আগামীকালের পরবর্তী বা গতকালের পূর্ববর্তী দিন,
-
পরশু।
-
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago
বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
Created: 4 days ago
A
১ বলতে যে সময় লাগে
B
১ বলার দ্বিগুণ সময়
C
১ সেকেন্ড
D
২ সেকেন্ড
বাক্যে সেমিকোলন (;) থাকলে ১ বলার দ্বিগুণ সময় থামতে হয়। তাছাড়া কমা (,) ১ বলতে যে সময় প্রয়োজন; দাঁড়ি (।), জিজ্ঞাসা চিহ্ন (?), বিস্ময়সূচক চিহ্ন (!), ড্যাস (-), কোলন (:), কোলন ড্যাস (: -) থাকলে ১ সেকেন্ড সময় থামতে হয়।

0
Updated: 4 days ago
ণত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
Created: 4 days ago
A
সংস্কৃত
B
বিদেশি শব্দ
C
দেশি শব্দ
D
তদ্ভব শব্দ
তৎসম শব্দের বানানে মূধন্য ণ এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান। বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য - ণ ধ্বনির ব্যবহার নেই। সে জন্য বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য - ণ বর্ণ লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য - ণ এবং দন্ত্য - ন এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।

0
Updated: 4 days ago