নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?
A
ড্যাস
B
কোলন
C
সেমিকোলন
D
হাইফেন
উত্তরের বিবরণ
হাইফেন কে সংযোগ চিহ্ন বলা হয়। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার করা হয়।

0
Updated: 1 month ago
নিম্নলিখিত বাক্যটি পরোক্ষ উক্তিতে রূপান্তর করুন:
সোহেল বলল, "আমি এখানে থাকব"।
Created: 2 weeks ago
A
সোহেল বলল, "আমি সেখানে থাকব।"
B
সোহেল বলল যে, সে সেখানে থাকবে।
C
সোহেল জানাল যে আমি এখানে থাকব।
D
সোহেল বলল, "সে এখানে থাকবে।
প্রত্যক্ষ উক্তি “বলল সোহেল, ‘আমি এখানে থাকব’” পরিবর্তিত হয়ে পরোক্ষ উক্তি হয় “সোহেল বলল যে, সে সেখানে থাকবে”। প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তিতে রূপান্তরের সময় কয়েকটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়, যা নিচে ব্যাখ্যা করা হলো।
-
পুরুষ পরিবর্তন: প্রথম পুরুষ “আমি” পরিণত হয় তৃতীয় পুরুষে, অর্থাৎ “সে”।
-
স্থান পরিবর্তন: নিকট নির্দেশক শব্দ “এখানে” পরিবর্তিত হয়ে হয় “সেখানে”, যা দূর নির্দেশ করে।
-
বাক্য গঠন পরিবর্তন: উদ্ধৃতি চিহ্ন বাদ দিয়ে সংযোজক অব্যয় “যে” যুক্ত করা হয়, যাতে বাক্যটি পরোক্ষ রূপে যুক্ত হয়।
-
ক্রিয়ার রূপ পরিবর্তন: মূল ক্রিয়া “থাকব” পরিবর্তিত হয়ে হয় “থাকবে”, কারণ এটি তৃতীয় পুরুষ অনুযায়ী রূপান্তরিত হয়।
ভুল বিকল্পগুলোর কারণ:
-
ক) এখনও প্রত্যক্ষ উক্তি রয়ে গেছে, কারণ উদ্ধৃতি চিহ্ন বাদ দেওয়া হয়নি এবং পুরুষ পরিবর্তন হয়নি।
-
গ) পুরুষ ও স্থান কোনোটিই পরিবর্তিত হয়নি; “আমি এখানে” অপরিবর্তিত রয়ে গেছে।
-
ঘ) উদ্ধৃতি চিহ্ন বজায় থাকায় এটি এখনও প্রত্যক্ষ উক্তি হিসেবে রয়ে গেছে।

0
Updated: 2 weeks ago
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
Created: 2 months ago
A
ফলা
B
কার
C
ধ্বনি
D
অক্ষর
স্বরবর্ণের এবং কতগুলো ব্যঞ্জনবর্ণের দুটি রুপ রয়েছে। স্বরবর্ণ যখন নিরপেক্ষ বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়,অর্থাৎ কোন বর্ণের সঙ্গে যুক্ত হয় না, তখন এর পূর্ণরূপ লেখা হয়। একে বলা হয় প্রাথমিক বা পূর্নরূপ। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। এর অপর নাম সংক্ষিপ্ত স্বর। কার ১০ টি।

0
Updated: 2 months ago
বাংলা বানানে ’ণত্ব বিধান’ কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
Created: 1 month ago
A
তদ্ভব শব্দে
B
দেশি শব্দে
C
বিদেশি শব্দে
D
তৎসম শব্দে
ণত্ব বিধান:
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নেই।
- বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় না।
- কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন-এর ব্যবহার আছে।
- তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।
- তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্য

0
Updated: 1 month ago