‘শর্বরী’ শব্দের সমর্থক শব্দ কোনটি?
A
দিবস
B
সকাল
C
সন্ধ্যা
D
রাত্রি
উত্তরের বিবরণ
শর্বরী শব্দের সমার্থক শব্দ - রজনী, রাত্রি, যামিনী।

0
Updated: 1 month ago
’সিরাজাম মুনীরা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Created: 1 month ago
A
ফররুখ আহমদ
B
আহসান হাবিব
C
হাসান হাফিজুর রহমান
D
শামসুর রাহমান
ফররুখ আহমদ ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কবি, যিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁকে ‘মুসলিম রেনেসাঁর কবি’ বা ‘মুসলিম পুনর্জাগরণবাদী কবি’ হিসেবে পরিচিতি লাভ করেছে। তাঁর কাব্যের মূল লক্ষ্য ছিল মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন এবং জাতীয় চেতনার পুনর্জাগরণ। পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ এবং আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ফররুখ আহমদ হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে আদমজি পুরস্কার এবং পাখির বাসা গ্রন্থের জন্যে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
হাতেমতায়ী
-
হাবেদা মরুর কাহিনী
শিশুতোষ রচনা
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর
উৎস:

0
Updated: 1 month ago
‘পানি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
Created: 2 months ago
A
বারিধি
B
নলিনী
C
অপ
D
পয়ঃ
পানি শব্দের প্রতিশব্দ: জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু, অম্ভঃ ইত্যাদি। ‘বারিধি’ শব্দের সমার্থক শব্দ ‘সাগর’। ‘নলিনী’ শব্দের সমার্থক শব্দ পদ্মফুল।

0
Updated: 2 months ago
কোনটি 'জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ?
Created: 1 month ago
A
জানিবার ইচ্ছা
B
জয় করিবার ইচ্ছা
C
হনন করিবার ইচ্ছা
D
যুদ্ধ করিবার ইচ্ছা
বাংলা ভাষায় কিছু শব্দ রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষের মানসিক প্রবণতা ও ইচ্ছার প্রকাশ ঘটে। এসব শব্দের ভিন্ন ভিন্ন অর্থ আমাদের চিন্তা ও ভাষা ব্যবহারে বিশেষ ভূমিকা রাখে। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ তুলে ধরা হলো।
-
জিগীষা (বিশেষ্য) – জয়লাভ বা সাফল্য অর্জনের প্রবল ইচ্ছা
-
জিজীবিষা (বিশেষ্য) – জীবিত থাকার বা টিকে থাকার প্রবল আকাঙ্ক্ষা
-
জিজ্ঞাসা (বিশেষ্য) – জানার ইচ্ছা বা কৌতূহল
-
জিঘাংসা (বিশেষ্য) – বধ বা হনন করার মানসিক ইচ্ছা
-
যুযুৎসা (বিশেষ্য) – যুদ্ধ করার প্রবণতা বা অভিলাষ

0
Updated: 1 month ago