‘বীনাপানি’ কোন সমাস?
A
অব্যয়ীভাব
B
কর্মধারয়
C
বহুব্রীহি
D
তৎপুরুষ
উত্তরের বিবরণ
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার = বীণাপাণি আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ।

0
Updated: 1 month ago
'কাঁচি' কোন ধরনের শব্দ?
Created: 2 months ago
A
আরবি
B
ফারসি
C
হিন্দি
D
তুর্কি
‘কাঁচি’ শব্দটি তুর্কি ভাষা থেকে আগত।
এটি একটি ধারালো হাতিয়ার, যা মূলত কাগজ, কাপড় বা অনুরূপ বস্তু কেটে ফেলার কাজে ব্যবহৃত হয়। এটি দুইটি হাতলযুক্ত ইস্পাতের ধারালো ফলা দিয়ে তৈরি, যা একসঙ্গে যুক্ত থাকে।
বাংলা ভাষায় তুর্কি ভাষার প্রভাব লক্ষণীয়।
‘কাঁচি’ ছাড়াও বাংলা ভাষায় আরও কিছু সাধারণ ব্যবহারযোগ্য শব্দ তুর্কি ভাষা থেকে এসেছে। যেমন—তোপ, চাকু, বাবা, বাবুর্চি, মুচলেকা প্রভৃতি শব্দ তুর্কি ভাষা থেকেই গৃহীত হয়েছে।
তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 2 months ago
'বিরক্ত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
অনুরক্ত
B
আরক্ত
C
নিয়ত
D
কোনোটিই নয়
'বিরক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ হলো অনুরক্ত। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ রয়েছে।
-
বিরত: নিয়ত
-
পূজক / পূজারি: পূজিত
-
ফরিয়াদি: আসামী
-
প্রাচ্য: প্রতীচ্য
-
প্রাচীন: অর্বাচীন
উৎস:

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি পারিভাষিক শব্দ?
Created: 1 month ago
A
ডাব
B
সচিব
C
কুচ্ছিত
D
বালতি
উপরোক্ত চারটি অপশনের মধ্যে "সচিব" পারিভাষিক শব্দ। secretary - সচিব

0
Updated: 1 month ago