A
সম্ভাষণ
B
পত্রলেখকের স্থান ও তারিখ
C
প্রাপকের ঠিকানা
D
মঙ্গলসূচক শব্দ
উত্তরের বিবরণ
ব্যক্তিগত পত্র বা অন্য যেকোনো চিঠি লেখার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মানা হয়।
-
পত্রের উপরের ডান কোণে সাধারণত লেখকের স্থান ও তারিখ লেখা হয়।
-
বাম দিকে প্রাপকের নাম ও ঠিকানা লেখা হয় (যদি প্রয়োজন হয়)।
-
এরপর শুরুতে সম্ভাষণ ব্যবহার করা হয় (যেমন – প্রিয় বন্ধু, স্নেহের ভাই ইত্যাদি)।
-
শেষে বিদায় সম্ভাষণ (যেমন – ইতি, তোমার বন্ধু ইত্যাদি) ও স্বাক্ষর দেওয়া হয়।
অতএব, ব্যক্তিগত পত্রের উপরের ডান কোণে "পত্রলেখকের স্থান ও তারিখ" লেখা হয়। ✅

0
Updated: 3 days ago
আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।'-রবীন্দ্রনাথের এ গানে 'নিছনি' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 4 days ago
A
অপনোদন অর্থে
B
পূজা অর্থে
C
বিলানো অর্থে
D
উপহার অর্থে
‘নিছনি’ (বিশেষ্য পদ)
অর্থ— অর্ঘ্য, নিবেদন। যেমন— “যদি না দিই নিছনি সেই প্রিয় সখার পার তলে” (ড. মুহম্মদ শহীদুল্লাহ)।
এছাড়া শব্দটি রূপ, লাবণ্য, উপহার, বেশবিন্যাস অর্থেও ব্যবহৃত হয়।
তবে প্রদত্ত পঙ্ক্তিতে ‘নিছনি’ শব্দটি পূজা বা নিবেদন অর্থে ব্যবহৃত হয়েছে।
‘অপনোদন’ (বিশেষ্য পদ)
অর্থ— দূর করা, অপসারণ বা খণ্ডন।
‘বিলানো’ (ক্রিয়াপদ)
অর্থ— বণ্টন করা, দান বা বিতরণ করা।
উৎস: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি

0
Updated: 4 days ago
'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 15 hours ago
A
সংস্কৃত
B
হিন্দি
C
অহমিয়া
D
তুর্কি
‘বাবা’ শব্দ
‘বাবা’ শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। এর অর্থ হলো পিতা বা জনক।
তুর্কি ভাষা থেকে আগত আরও কিছু শব্দ
বাংলা ভাষায় তুর্কি উৎসের আরও কয়েকটি শব্দ পাওয়া যায়, যেমন—
-
বাবা
-
কোর্মা
-
খাতুন
-
উজবুক
-
চাকু
-
তোপ
-
বাবুর্চি ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 15 hours ago
‘বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে’।– এ মতের প্রবক্তা কে?
Created: 3 days ago
A
ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B
স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
C
ডঃ মুহাম্মাদ শহীদুল্লাহ
D
ডঃ সুকুমার সেন
" বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে" - এ মতের প্রবক্তা ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়। সুনীতিকুমার চট্টোপাধ্যায় একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
তিনি " Origin and Development of Bengali language" নিয়ে গবেষণা করেন এবং পরবর্তীতে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম এই মতবাদ প্রকাশ করেন।

0
Updated: 3 days ago