'উড়নচণ্ডী' বাগ্ধারার অর্থ হলো অমিতব্যয়ী। এর পাশাপাশি আরও কিছু বাগ্ধারা আছে যেগুলোর অর্থ ভিন্ন ভিন্ন।
-
উনপাঁজুরে: দুর্বল ও ব্যক্তিত্বহীন
-
কূপমণ্ডুক: সীমাবদ্ধ জ্ঞান
-
গোঁফ খেজুরে: অত্যন্ত অলস
উৎস:
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
A
দাঁড়ি
B
কোলন
C
প্রশ্ন চিহ্ন
D
বিস্ময় চিহ্ন
উত্তরের বিবরণ
প্রান্তিক বিরাম চিহ্ন ৪টি। যেমন: ১/দাঁড়ি /পূর্ণচ্ছেদ ২/প্রশ্নবোধক চিহ্ন ৩/বিস্ময় /সম্বোধন চিহ্ন ৪/ ডাবল দাঁড়ি / পূর্ণচ্ছেদ।
0
Updated: 1 month ago
'অমিতব্যয়ী' অর্থ বুঝাতে কোন বাগ্ধারাটি ব্যবহৃত হয়?
Created: 3 weeks ago
A
উনপাঁজুরে
B
উড়নচণ্ডী
C
কূপমণ্ডুক
D
গোঁফ খেজুরে
0
Updated: 3 weeks ago
বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য
B
বাক্য সংকোচনের জন্য
C
বাক্যের সৌন্দর্যের জন্য
D
বাক্যকে অলংকৃত করার জন্য
বিরাম চিহ্ন ব্যবহার হয় বাক্যের অর্থ স্পষ্টীকরনের জন্য। বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। আমরা যখন কথা বলি তখন সবগুলো বাক্য একযোগে না বলে থেমে থেমে বলি।
অনেক সময় আবেগ প্রকাশ করি। কিন্তু বাক্য লিখে প্রকাশ করার সময় বিরতি ও আবেগ নির্দেশ করতে যতিচিহ্নের প্রয়োজন হয়। বাক্যে যতিচিহ্নের অশুদ্ধ ব্যবহার ক্ষেত্রবিশেষে অর্থবিকৃতি ঘটাতে পারে।
0
Updated: 1 month ago
'রি রি করা' বলতে বোঝায়?
Created: 1 month ago
A
তীব্র ব্যথা
B
ঘৃণা করা
C
তীব্র ক্রোধ
D
মাথা ব্যাথা
অর্থ: তীব্র ক্রোধ বা অন্য কোনো তীব্র অনুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত শব্দ
বাক্য উদাহরণ: রাগে গা রি রি করছে।
বাগধারা | অর্থ |
---|---|
অন্ধকার দেখা | দিশেহারা হয়ে পড়া |
কেউকেটা | সামান্য |
অকূল পাথার | ভীষণ বিপদ |
আদায় কাঁচকলায় | শত্রুতা |
উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago