প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম–
A
তত্ত্ববোধিনী
B
কল্লোল
C
সবুজ পত্র
D
ধূমকেতু
উত্তরের বিবরণ
তত্ত্ববোধিনী - অক্ষয়কুমার দত্ত, কল্লোল - দীনেশরঞ্জন দাস, ধূমকেতু - কাজী নজরুল ইসলাম, সবুজপত্র - প্রমথ চৌধুরী। সবুজপত্র ১৯১৪ সালে প্রকাশ ঘটে।

0
Updated: 1 month ago
অনুবাদের পারদর্শিতা কীসের ওপর নির্ভরশীল?
Created: 2 weeks ago
A
পড়াশোনার ওপর
B
ভাষান্তরের ওপর
C
নির্ধারণের ওপর
D
অভ্যাসের ওপর
অনুবাদের পারদর্শিতা বা দক্ষতা কেবল পড়াশোনা বা ভাষান্তরের জ্ঞান দিয়ে হয় না। নিয়মিত অনুশীলন ও অভ্যাসের মাধ্যমেই একজন অনুবাদক ধীরে ধীরে দক্ষ হয়ে ওঠে।
যত বেশি অনুবাদ করা হয়, তত বেশি শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়, বাক্যগঠন ও ভাবান্তরের কৌশল আয়ত্তে আসে। তাই অনুবাদের ক্ষেত্রে অভ্যাসই পারদর্শিতা অর্জনের প্রধান শর্ত।

0
Updated: 2 weeks ago
‘ত্বরা’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
সংযত
B
বিলম্ব
C
প্রসারণ
D
ম্লান
‘ত্বরা’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো ‘বিলম্ব’। শব্দের বিপরীতার্থ বা বিরোধী অর্থ প্রকাশের মাধ্যমে ভাষার অর্থব্যঞ্জনা আরও স্পষ্ট হয়। নিচে আরও কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ দেওয়া হলো, যেগুলো ভাষা ও সাহিত্যচর্চায় প্রায়ই ব্যবহৃত হয়।
-
তেজ — নিস্তেজ
-
অগ্রসর — পশ্চাৎপদ
-
পদস্থ — নিম্নস্থ
-
ডাগর — ম্লান
-
তীব্র — লঘু
-
ভেতর — বাহির
-
ভূলোক — দ্যুলোক
-
আকুঞ্চন — প্রসারণ
-
সংহত — বিভক্ত
-
প্রসারিত — সংকুচিত
-
সংযত — অসংযত

0
Updated: 1 week ago
’শনিবারের চিঠি’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 1 month ago
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
নীরদ চন্দ্র চৌধুরী
C
অবনীন্দ্রনাথ ঠাকুর
D
রামানন্দ চট্টপাধ্যায়
‘শনিবারের চিঠি’ ছিল একটি ব্যঙ্গাত্মক ধাঁচের সাহিত্যিক পত্রিকা, যা প্রথমে সাপ্তাহিক পরে মাসিক আকারে প্রকাশিত হয়। হাস্য-বিদ্রূপের মাধ্যমে সমসাময়িক সাহিত্যচর্চাকে সমালোচনা করাই এর মূল উদ্দেশ্য ছিল।
-
পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯২৪ সালে।
-
১৯৩০-৪০ এর দশকে এটি কলকাতাকেন্দ্রিক বাংলা সাহিত্যজগতে আলোড়ন সৃষ্টি করে।
-
এই পত্রিকার সঙ্গে কল্লোল গোষ্ঠীর দ্বন্দ্ব ছিল আক্রমণাত্মক, তবে তৎকালীন সাহিত্যে এটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল।
-
পত্রিকার প্রাণপুরুষ ছিলেন সজনীকান্ত দাস। তিনি মৃত্যুর আগ পর্যন্ত প্রকাশনা ও সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন।
-
পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন যোগানন্দ দাস।
-
নীরদ চন্দ্র চৌধুরী-ও একসময় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
-
শনিবারের চিঠিতে প্রকাশিত অধিকাংশ রচনা বেনামে প্রকাশিত হয়েছিল।
উৎস:

0
Updated: 1 month ago