SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?
A
১৯৬৯
B
১৯৭১
C
১৯৭৫
D
১৯৭৮
উত্তরের বিবরণ
SDR (Special Drawing Rights) সংক্রান্ত সহজ ব্যাখ্যা
-
SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights।
-
প্রকৃতি: এটি IMF-এর নিজস্ব এক ধরনের ভার্চুয়াল সম্পদ; কোনো বাস্তব মুদ্রা নয়।
-
মূল উদ্দেশ্য: সদস্য দেশগুলোকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করা।
-
মূল্য নির্ধারণ: SDR-এর মান মার্কিন ডলার, ইউরো, চীনা রেনমিনবি, জাপানি ইয়েন ও ব্রিটিশ পাউন্ড—এই পাঁচটি মুদ্রার একটি আনুপাতিক গড় হিসেবে নির্ধারিত হয়।
-
ব্যবহার:
-
কেন্দ্রীয় ব্যাংকগুলো SDR-এর মানকে তাদের রিজার্ভ হিসাবের অংশ হিসেবে গণনা করতে পারে।
-
যেকোনো দেশের মুদ্রার সঙ্গে SDR বিনিময় করা সম্ভব।
-
-
মূল্য হালনাগাদ: SDR-এর মূল্য প্রতিদিন লন্ডনের স্পট এক্সচেঞ্জ হারের ভিত্তিতে নির্ধারিত হয়।
-
ইতিহাস:
-
১৯৬৯ সালে IMF-এর Articles সংশোধন করা হয় SDR সুবিধা প্রবর্তনের জন্য।
-
১৯৭১ সালে মার্কিন ডলারের সাথে স্বর্ণের সম্পর্ক স্থগিত হওয়ার পর ব্রেটন উডস চুক্তি ভেঙে যায়।
-
১৯৭৩ সালে SDR পুনঃসজ্ঞায়িত করা হয় এবং একাধিক মুদ্রার ঝুড়ির সঙ্গে সংযুক্ত করা হয়।
-
-
অর্থ সংগ্রহের উৎস: IMF মূলত তিনটি উৎস থেকে তহবিল সংগ্রহ করে—(১) সদস্যদের চাঁদা, (২) ঋণ গ্রহণ, এবং (৩) দ্বিপক্ষীয় ঋণচুক্তি।
উৎস: IMF ওয়েবসাইট।

0
Updated: 3 days ago
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে-
Created: 1 week ago
A
২০০ নটিকেল মাইল
B
৩০০ নটিকেল মাইল
C
৩৫০ নটিকেল মাইল
D
৪৫০ নটিকেল মাইল
সমুদ্র আইন ও উপকূলীয় রাষ্ট্রের সীমা (UNCLOS ১৯৮২)
১৯৮২ সালের United Nations Convention on the Law of the Sea (UNCLOS) অনুযায়ী, উপকূলীয় রাষ্ট্রের সমুদ্র সীমা ও সম্পদের অধিকার নির্ধারণ করা হয়েছে। এর প্রধান নিয়মগুলো হলো:
-
রাজনৈতিক সমুদ্রসীমা (Territorial Sea): ভিত্তি রেখা থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত।
-
অর্থনৈতিক সীমারেখা (Exclusive Economic Zone – EEZ): ভিত্তি রেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত।
-
মহীসোপান (Continental Shelf): সর্বোচ্চ ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত, যেখানে রাষ্ট্র তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পারে।
UNCLOS-এর গুরুত্বপূর্ণ বিষয়বস্তু:
-
মৎস্য শিকার ও প্রাকৃতিক সম্পদ ব্যবহার
-
নৌচলাচল ও আন্তর্জাতিক জাহাজ চলাচল
-
গভীর সমুদ্র তল ও বৈজ্ঞানিক গবেষণা
-
সমুদ্র দূষণ ও পরিবেশ সংরক্ষণ
সংক্ষিপ্ত তথ্য:
-
স্বাক্ষরিত: ১৯৮২
-
কার্যকর: ১৯৯৪
উৎস: Britannica ও UN ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
'Global Terrorism Index' ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র-
Created: 1 week ago
A
সিরিয়া
B
সুদান
C
ইরাক
D
সোমালিয়া
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
• Global Terrorism Index (GTI) ২০১৪ অনুযায়ী সন্ত্রাসবাদে বিশ্বের শীর্ষ দেশ ইরাক।
- বর্তমানে ২০২৪ সালে Global Terrorism Index (GTI) অনুযায়ী সন্ত্রাসবাদে বিশ্বের শীর্ষ দেশ বুর্কিনা ফাসো।
প্রতিবেদন অনুযায়ী সন্ত্রাসবাসকবলিত দিকে থেকে শীর্ষ ৫ দেশ-
Global Terrorism Index (GTI):
১। বুরকিনা ফাসো,
২। ইসরাইল
৩। মালি,
৪। পাকিস্তান,
৫। সিরিয়া।
উৎস: Statista Research Department এর ওয়েবসাইট, Live Mcq ডায়নামিক প্যানেল, Global Terrorism Index (GTI) - 2024 ও বাসস।

0
Updated: 1 week ago
বিশ্ব প্রাণী দিবস হচ্ছে-
Created: 1 week ago
A
৪ অক্টোবর
B
২৩ অক্টোবর
C
২৯ জুন
D
১১ ফেব্রুয়ারি
বিশ্ব ও আন্তর্জাতিক দিবসসমূহ
-
বিশ্ব প্রাণী দিবস – ৪ অক্টোবর।
বিশ্ব প্রাণী দিবস প্রতি বছর ৪ অক্টোবর পালিত হয়। এদিন বিশ্বের বিভিন্ন দেশে পশু অধিকার ও তাদের কল্যাণের জন্য সচেতনতা বাড়ানো হয়। -
বিশ্ব বন দিবস – ২১ মার্চ।
বনের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে পালিত হয়। -
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস – ৩ মে।
সাংবাদিকতার স্বাধীনতা ও স্বচ্ছ তথ্যপ্রবাহ নিশ্চিত করার গুরুত্বকে তুলে ধরার জন্য পালন করা হয়। -
জাতীয় উৎপাদনশীলতা দিবস – ২ অক্টোবর।
দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পালিত হয়। -
বিশ্ব নারী দিবস – ৮ মার্চ।
নারী ক্ষমতায়ন, সমতা ও নারীর অধিকারকে সমর্থন জানাতে পালিত হয়। -
বিশ্ব তামাকমুক্ত দিবস – ৩১ মে।
তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য পালন করা হয়। -
বিশ্ব ধরিত্রী দিবস – ২২ এপ্রিল।
পরিবেশ সংরক্ষণ ও পৃথিবীর সম্পদের সুরক্ষার গুরুত্ব বোঝাতে পালিত হয়। -
বিশ্ব শিক্ষক দিবস – ৫ অক্টোবর।
শিক্ষকের ভূমিকা ও তাদের অবদানের স্বীকৃতি জানাতে পালন করা হয়। -
বিশ্ব তুলা দিবস – ৭ অক্টোবর।
তুলা শিল্প ও এর কৃষকদের অবদানের প্রতি গুরুত্ব আরোপ করতে পালন করা হয়। -
জাতীয় তামাকমুক্ত দিবস – ৯ অক্টোবর।
দেশে তামাকমুক্ত জীবনযাপনের জন্য মানুষকে সচেতন করতে পালিত হয়।
উৎস: ব্রিটানিকা, জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 1 week ago