‘কিয়ৎক্ষন’ শব্দের সঠিক চলিতরূপ কোনটি?
A
কিছুক্ষণ
B
কিছু সময়ে
C
কয়েকক্ষণে
D
কয়েক মুহুর্তে
উত্তরের বিবরণ
‘কিয়ৎ’ শব্দের অর্থ কিছু এবং ‘ক্ষণ’ মানে অল্প সময়।
তাহলে কিয়ৎক্ষণ = কিছু সময় / অল্প সময়।
বাংলা চলিত রূপে একে কিছুক্ষণ বলা হয়।
অন্য বিকল্পগুলো –
-
কিছু সময়ে → আলাদা রূপ, ‘ক্ষণ’-এর সমার্থক নয়।
-
কয়েকক্ষণে → কিছুটা কাছাকাছি হলেও প্রমিত চলিত রূপ নয়।
-
কয়েক মুহূর্তে → এটি কিয়ৎক্ষণের চলিত রূপ নয়, কেবল প্রায় সমার্থক।
তাই সঠিক উত্তর: ক) কিছুক্ষণ

0
Updated: 1 month ago
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Created: 2 weeks ago
A
কুলটা
B
যোগিনী
C
রজকী
D
চাতকী
নিত্য স্ত্রী বাচক শব্দ - সধবা, বিধবা, স্বপত্নী, সতীন, ডাইনি, বাঁইজি, কলঙ্কিনী, শাকচুন্নি, কুলটা, অসর্ম্পস্যা, অন্তস্বত্তা, সৎমা, এঁয়ো, সুজলা, সুফলা, রূপসী, অঅর্ধাঙ্গিনী।

0
Updated: 2 weeks ago
'অমাবস্যার চাঁদ' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
গুজব
B
অত্যন্ত প্রিয়জন
C
দুর্লভ
D
কাল্পনিক বস্তু
• 'অমাবস্যার চাঁদ' বাগ্ধারার অর্থ- দুর্লভ।
অন্যদিকে,
• 'উড়ো কথা' অর্থ- গুজব।
• 'আঁধার ঘরের মানিক' অর্থ- অত্যন্ত প্রিয়জন।
• 'আকাশকুসুম' অর্থ- কাল্পনিক বস্তু।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
ব্রজ
B
উচ্চয়
C
জাল
D
কুল
বাংলা ভাষায় প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচন প্রকাশের জন্য ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহৃত হয়। এগুলো বাক্যের অর্থকে পরিষ্কার ও যথাযথভাবে প্রকাশ করতে সহায়তা করে। নিচে বিষয়গুলো উপস্থাপন করা হলো।
-
প্রাণিবাচক শব্দের বহুবচন
ব্যবহৃত শব্দ: কুল
উদাহরণ: জীবকুল, অলিকুল -
অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত শব্দ
• ব্রজ → ভূধরব্রজ, গিরিব্রজ
• জাল → শরজাল, বিপজ্জাল
• উচ্চয় → শিলচ্চয়, পুষ্পোচ্চয় -
অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ
আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি -
প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচন
গণ, কুল, পাল, ব্রাত
উৎস:

0
Updated: 3 weeks ago