A
২ এপ্রিল ২০১৫
B
১৪ জুলাই ২০১৫
C
২৪ সেপ্টেম্বর ২০১৪
D
১০ ডিসেম্বর ২০১৩
উত্তরের বিবরণ
ইরান-পরমাণু চুক্তি (Joint Comprehensive Plan of Action)
ইরানের সঙ্গে পরমাণু সম্পর্কিত গুরুত্বপূর্ণ চুক্তি, যা Joint Comprehensive Plan of Action (JCPOA) নামে পরিচিত, ১৪ জুলাই ২০১৫ সালে স্বাক্ষরিত হয়। এই চুক্তি সাধারণত ইরান ডিল নামেও পরিচিত।
চুক্তির প্রধান তথ্য:
-
চুক্তি স্বাক্ষরিত হয় ইরান ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, এবং ফ্রান্সের মধ্যে।
-
এর সাথে ছিল জার্মানি, ফলে এই দলকে বলা হয় ‘পি৫ + ১’।
-
চুক্তি কার্যকর হয় ১৬ জানুয়ারি, ২০১৬ থেকে।
-
ইরান চুক্তি অনুযায়ী তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মজুদ সীমিত করতে সম্মত হয়।
-
কিছু পরমাণু স্থাপনা বন্ধ বা পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় ইরান।
-
আন্তর্জাতিক পরিদর্শকরা ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবে।
-
চুক্তির ফলে ইরানের ওপর থাকা কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
-
এই চুক্তি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে স্বাক্ষর ও কার্যকর হয়।
পরে ঘটে যাওয়া পরিবর্তন:
-
২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে যায়।
-
২০২০ সালের শুরুর দিকে ইরানও চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়।
সূত্র: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।

0
Updated: 3 days ago
সম্প্রতি ভারত Google-কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
Created: 3 days ago
A
Google Earth
B
Street View
C
Road Image
D
Google Map
ভারত Google-কে Street View প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে।
উল্লেখ্য,
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

0
Updated: 3 days ago
IAEA-এর সদর দপ্তর হচ্ছে:
Created: 6 days ago
A
জেনেভা
B
ভিয়েনা
C
ওয়াশিংটন
D
প্যারিস
IAEA-এর সদর দপ্তর ও তথ্য
IAEA বা International Atomic Energy Agency হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা পারমাণবিক শক্তি সংক্রান্ত নিরাপত্তা, গবেষণা এবং শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করে।
-
প্রতিষ্ঠা: ২৯ জুলাই, ১৯৫৭
-
সদস্য দেশ: ১৭৮টি (সর্বশেষ: গিনি)
-
সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)
-
বিশেষ অর্জন: ২০০৫ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার অর্জন
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৭২ সালে
উৎস: IAEA ওয়েবসাইট

0
Updated: 6 days ago
আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
Created: 6 days ago
A
মিশর
B
ইরান
C
ইরাক
D
সিরিয়া
আলেপ্পো শহর (সিরিয়া)
-
আলেপ্পো শহরটি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে, ভূমধ্যসাগর এবং মেসোপটেমিয়ার মাঝে অবস্থিত।
-
এটি সিরিয়ার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর।
-
প্রাচীন কালে আলেপ্পোকে “হালাব” বলা হত।
-
শহরটি পলিও-ব্যাবিলনিয় সময় থেকে পরিচিত।
-
আলেপ্পোতে প্রাথমিকভাবে শাসন করত ইন্দো-ইউরোপীয় হিটাইটরা।
-
পরে এখানে রাজত্ব করেছে আসিরিয়ান, গ্রিক, পারস্য, রোমান, বাইজানটাইন ও আরব শাসকরা।
-
ক্রুসেড যুদ্ধের পর মঙ্গোল ও ওসমানীয়রা শহরটি দখল করেছিল।
সিরিয়া
-
সিরিয়া পশ্চিম এশিয়ায়, আরব উপদ্বীপের উত্তরে এবং ভূমধ্যসাগরের পাশে অবস্থিত।
-
১৯৪৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
-
রাজধানী: দামেস্ক।
-
প্রধান শহর: আলেপ্পো, ইদলিব ও পালমিরা।
-
মুদ্রা: সিরিয়ান পাউন্ড।
উৎস: Britannica

0
Updated: 6 days ago