বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
A
IFC
B
IBRD
C
MIGA
D
ICSID
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক এবং এর সম্পর্কিত সংস্থা IFC সংক্রান্ত তথ্য
বিশ্বব্যাংক গ্রুপ:
বিশ্বব্যাংক মূলত পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত, যা বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনে সহায়তা করে। এই প্রতিষ্ঠানগুলো হলো:
-
International Bank for Reconstruction and Development (IBRD) – সাধারণত “বিশ্বব্যাংক” নামে পরিচিত।
-
International Finance Corporation (IFC) – বেসরকারি খাতে বিনিয়োগ ও পরামর্শ প্রদান করে।
-
Multilateral Investment Guarantee Agency (MIGA) – বিদেশী বিনিয়োগকে গ্যারান্টি দেয়।
-
International Center for Settlement of Investment Disputes (ICSID) – বিনিয়োগ সংক্রান্ত বিরোধ সমাধান করে।
-
International Development Association (IDA) – সবচেয়ে দরিদ্র দেশগুলিতে আর্থিক সহায়তা প্রদান করে।
IBRD সংক্ষিপ্ত ইতিহাস:
-
IBRD-এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development।
-
১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে IBRD প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
-
আনুষ্ঠানিকভাবে এটি ১৯৪৬ সালের জুনে কার্যক্রম শুরু করে।
-
IMF ও IBRD দুইটি প্রতিষ্ঠানকে একত্রে ব্রেটন উডস যমজ বলা হয়।
IFC সংক্ষিপ্ত তথ্য:
-
IFC-এর পূর্ণরূপ হলো International Finance Corporation।
-
এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালের ২০ জুলাই।
-
IFC-এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৬টি।
-
সদর দফতর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
-
সংস্থার মূল কাজ হলো স্বল্প আয়ের উন্নয়নশীল দেশের বেসরকারি খাতে বিনিয়োগ ও পরামর্শ প্রদান।
উৎস: World Bank ওয়েবসাইট।

0
Updated: 3 days ago
মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
Created: 6 days ago
A
ভারত
B
আলজেরিয়া
C
আলবেনিয়া
D
ফ্রান্স
মাদার তেরেসা
-
মাদার তেরেসার আসল নাম অ্যাগনেস গন্কজা বোজাহিউ (Agnes Gonxha Bojaxhiu)।
-
তিনি একজন আলবেনীয় বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক।
-
জন্ম: ২৭ আগস্ট ১৯১০, আলবেনিয়ার স্কপিয়ে শহরে (বর্তমানে উত্তর মেসিডোনিয়ার অংশ)।
-
১৯২৮ সালে তিনি কলকাতায় আসেন।
-
কলকাতায় তিনি অর্ডার স্কুলে ১৭ বছর শিক্ষকতা করেছেন।
-
মৃত্যু: ৫ সেপ্টেম্বর ১৯৯৭।
পুরস্কার ও স্বীকৃতি:
-
১৯৬২: পদ্মশ্রী
-
১৯৭১: পোপ জন শান্তি পুরস্কার
-
১৯৭২: জওহরলাল নেহরু পুরস্কার
-
১৯৭৯: নোবেল শান্তি পুরস্কার (দুঃস্থ মানুষের সেবায় অবদান)
-
১৯৮০: ভাররত্ন
উৎস: Britannica

0
Updated: 6 days ago
বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড' এর প্রবক্তা-
Created: 1 week ago
A
জাপান
B
ভারত
C
আফগানিস্তান
D
চীন
নিউ সিল্ক রোড এবং এর প্রবর্তক
-
প্রবর্তক দেশ: চীন
-
নিউ সিল্ক রোড কি?
চীন মূলত বাণিজ্য বৃদ্ধির জন্য 'নিউ সিল্ক রোড' বা 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' শুরু করেছে। এটি একটি আধুনিক বাণিজ্য ও অবকাঠামোগত পথ, যা প্রাচীন সিল্ক রোডের ধারাবাহিকতা বহন করে। -
প্রাচীন সিল্ক রোড:
প্রাচীনকালে চীনের রেশম ও রেশমী কাপড় মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া, ইউরোপ এবং উত্তর আফ্রিকায় পৌঁছাত। এই বাণিজ্য পথকে 'সিল্ক রোড' বলা হতো।-
খ্রিস্টপূর্ব ১ম শতকে চীনের হান রাজবংশ সময়ে এটি গড়ে উঠেছিল।
-
দশম শতাব্দীতে সং রাজবংশ সময়ে এই বাণিজ্য পথের ব্যবহার প্রায় বন্ধ হয়ে যায়।
-
-
আধুনিক উদ্যোগ:
১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি। এরপর ২০১৪ সালে চীন আধুনিক নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ নেয়।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 week ago
সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
Created: 3 days ago
A
ইতালি
B
ইংল্যান্ড
C
ফ্রান্স
D
রাশিয়া
সামন্তবাদ ও এর সূত্রপাত
সামন্তবাদ হলো মধ্যযুগে ইউরোপে ভূমিভিত্তিক শাসনব্যবস্থা, যেখানে জমির মালিকানা ও শাসনের উপর ভিত্তি করে সমাজ ও রাজনীতি গড়ে উঠেছিল। মূলত এটি ছিল জমিদারের মাধ্যমে পরিচালিত রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা।
ইতিহাসে দেখা যায়, ইউরোপে সামন্তবাদের প্রথম সূত্রপাত হয় ইতালিতে। তখন পবিত্র রোমান সাম্রাজ্য রাজতন্ত্র ও পোপতন্ত্র দ্বারা পরিচালিত হতো। পঞ্চদশ শতকে ইউরোপে রেনেসাঁসের প্রভাবে সাম্রাজ্য ভেঙ্গে পড়তে শুরু করে এবং দক্ষিণ ইউরোপের ফ্লোরেন্স, ভেনিস, জেনোয়া প্রভৃতি অঞ্চলের বণিকেরা স্বাধীনভাবে বাণিজ্য পরিচালনা করতে থাকে। এর ফলে দক্ষিণ ইতালিকে কেন্দ্র করে একটি স্বাধীন বাণিজ্যিক অর্থনীতি গড়ে ওঠে। ধীরে ধীরে এই প্রক্রিয়ায় সামন্তবাদের পরিবর্তে বাণিজ্যবাদ প্রতিষ্ঠিত হয়।
উল্লেখযোগ্য:
-
পঞ্চদশ শতকে ইউরোপে সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতিতে যে বড় পরিবর্তন শুরু হয়, সেটাই সাধারণভাবে ইউরোপের রেনেসাঁস বা নবজাগরণ নামে পরিচিত।
-
যেহেতু নবজাগরণ ইতালিতে শুরু হয়, তাই অনেক ইতিহাসবিদ এটিকে ইতালিয়ান রেনেসাঁস হিসেবে অভিহিত করেন।
দ্রষ্টব্য: সামন্তবাদের সূত্রপাত নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ইতিহাসবিদ রোমানদের পেট্রোসিয়াম এবং জার্মানদের কমিটেটাস থেকে এটি উদ্ভব বলে মনে করেন। অন্যদিকে, ফ্রান্সেও ভূস্বামী ও প্রজার মধ্যে সামন্তবাদের অনুরূপ ব্যবস্থা ছিল। তবে মূলত রোমান সাম্রাজ্যের পতনের পর এটি প্রসারিত হওয়ায় ইতালি প্রায়শই সূত্র হিসেবে উল্লেখ করা হয়।
উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।, World History Encyclopedia.

0
Updated: 3 days ago