A
UNDP
B
World Bank
C
IMF
D
BRICS
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক ও ‘World Development Report’
বিশ্বব্যাংক (World Bank)
-
বিশ্বব্যাংক মূলত IBRD (International Bank for Reconstruction and Development) বোঝায়।
-
প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ, যিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত।
-
বিশ্বব্যাংকের প্রধান অঙ্গসংস্থা ৫টি।
উদ্দেশ্য ও কার্যক্রম
-
মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করা এবং অর্থনৈতিক পরামর্শ দেওয়া।
-
প্রথম ঋণ গ্রহীতা দেশ: ফ্রান্স।
-
১৯৬০ সালে কিউবা বিশ্বব্যাংকের সদস্যপদ থেকে সরে যায়।
বিশ্ব উন্নয়ন প্রতিবেদন (World Development Report)
-
বিশ্বব্যাংক প্রতি বছর প্রকাশ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির তুলনামূলক প্রতিবেদন।
-
প্রতিবেদন তৈরি হয় মাথাপিছু আয়ের ভিত্তিতে, যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের তুলনামূলক উন্নয়নকে তুলে ধরে।
-
প্রথম প্রকাশিত: ১৯৭৮ সাল থেকে।
উৎস: World Bank ওয়েবসাইট।

0
Updated: 3 days ago
বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড' এর প্রবক্তা-
Created: 1 week ago
A
জাপান
B
ভারত
C
আফগানিস্তান
D
চীন
নিউ সিল্ক রোড এবং এর প্রবর্তক
-
প্রবর্তক দেশ: চীন
-
নিউ সিল্ক রোড কি?
চীন মূলত বাণিজ্য বৃদ্ধির জন্য 'নিউ সিল্ক রোড' বা 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' শুরু করেছে। এটি একটি আধুনিক বাণিজ্য ও অবকাঠামোগত পথ, যা প্রাচীন সিল্ক রোডের ধারাবাহিকতা বহন করে। -
প্রাচীন সিল্ক রোড:
প্রাচীনকালে চীনের রেশম ও রেশমী কাপড় মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া, ইউরোপ এবং উত্তর আফ্রিকায় পৌঁছাত। এই বাণিজ্য পথকে 'সিল্ক রোড' বলা হতো।-
খ্রিস্টপূর্ব ১ম শতকে চীনের হান রাজবংশ সময়ে এটি গড়ে উঠেছিল।
-
দশম শতাব্দীতে সং রাজবংশ সময়ে এই বাণিজ্য পথের ব্যবহার প্রায় বন্ধ হয়ে যায়।
-
-
আধুনিক উদ্যোগ:
১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি। এরপর ২০১৪ সালে চীন আধুনিক নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ নেয়।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 week ago
সলোমন-দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
Created: 3 days ago
A
ভারত মহাসাগর
B
প্রশান্ত মহাসাগর
C
আটলান্টিক মহাসাগর
D
আর্কটিক মহাসাগর
সলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জসমূহ মহাসাগর অনুযায়ী:
১. প্রশান্ত মহাসাগর:
পাপুয়া নিউগিনি, হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, ফিলিপাইন, পালাউ, নাউরু, তাহিতি, ফিজি, সলোমন দ্বীপপুঞ্জ ইত্যাদি।
২. আটলান্টিক মহাসাগর:
যুক্তরাজ্য, বাহামা, বারমুডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জ্যামাইকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা ইত্যাদি।
৩. ভারত মহাসাগর:
মাদাগাস্কার, সেইসিলিশ, মরিশাস, দিয়াগো গার্সিয়া, মালদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ইত্যাদি।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের বিভাজন:
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জকে ভৌগোলিকভাবে তিনটি প্রধান অঞ্চলে ভাগ করা হয়: মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, পলিনেশিয়া।
১. মাইক্রোনেশিয়া:
নাউরু, পালাউ, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া।
২. মেলানেশিয়া:
সলোমন দ্বীপপুঞ্জ, ফিজি, ভানুয়াতু, পাপুয়া নিউগিনি।
৩. পলিনেশিয়া:
টোঙ্গা, টুভ্যালু, সামোয়া।
উৎস: World Atlas.

0
Updated: 3 days ago
কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহয়তাদানকারী সংস্থা?
Created: 1 month ago
A
ইউরোপীয় ইউনিয়ন
B
এশীয় উন্নয়ন ব্যাংক
C
বিশ্বব্যাংক
D
উপরের সবগুলো
আন্তর্জাতিক উন্নয়নে ঋণ সহায়তা প্রদানকারী তিনটি প্রধান প্রতিষ্ঠান
আন্তর্জাতিক উন্নয়ন কার্যক্রমে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), বিশ্বব্যাংক, এবং ইউরোপীয় ইউনিয়ন (EU)—এই তিনটি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বিভিন্ন দেশকে ঋণ, অনুদান ও কারিগরি সহায়তা দিয়ে উন্নয়নে সহায়তা করে।
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
-
এটি একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক, প্রতিষ্ঠিত হয় ডিসেম্বর ১৯৬৬ সালে।
-
এর সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইন-এ।
-
ADB মূলত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলএর দেশগুলোতে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতে স্বল্প সুদে ঋণ ও সহায়তা দেয়।
-
বাংলাদেশ ADB-এর সদস্য হয় ১৪ মার্চ ১৯৭৩ সালে।
বিশ্বব্যাংক
-
দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা দেয়।
-
গঠনের সিদ্ধান্ত হয় ৪ জুলাই ১৯৪৪, আর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে জুন ১৯৪৬ সালে।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ [জুলাই ২০২৫]।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ [জুলাই ২০২৫]।
-
বিশ্বব্যাংক বলতে মূলত IBRD (International Bank for Reconstruction and Development) কে বোঝানো হয়।
-
প্রথম ঋণ দেয় ফ্রান্সকে।
ইউরোপীয় ইউনিয়ন (EU)
-
এটি শুধুমাত্র একটি অর্থনৈতিক জোট নয়, বরং মানবাধিকার, গণতন্ত্র, পরিবেশ এবং টেকসই উন্নয়নক্ষেত্রেও সাহায্য করে।
-
প্রতিষ্ঠিত হয় ১ নভেম্বর ১৯৯৩, মাস্ট্রিচ চুক্তির মাধ্যমে।
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
-
বর্তমানে সদস্য দেশ সংখ্যা: ২৭টি [জুলাই ২০২৫]।
-
ইইউর একক মুদ্রা: ইউরো, যার প্রচলন শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৯।
-
ইউরোর জনক: রবার্ট মুন্ডেল।
-
ইইউর সীমান্ত রক্ষী বাহিনী: FRONTEX।
ইইউর ২৭টি সদস্য দেশ হলো
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেন।
তথ্যসূত্র: এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের সরকারি ওয়েবসাইট।

0
Updated: 1 month ago