'Black Lives Matter' কি?
A
একটি গ্রন্থের নাম
B
একটি পানীয়
C
বর্ণবাদ বিরোধী আন্দোলন
D
একটি NGO
উত্তরের বিবরণ
Black Lives Matter (BLM)
‘Black Lives Matter’ একটি বর্ণবাদবিরোধী আন্দোলন যা মূলত অনলাইনের মাধ্যমে শুরু হয়েছিল। এই আন্দোলনের মূল লক্ষ্য হলো কৃষ্ণাঙ্গদের প্রতি সহিংসতা ও বৈষম্য বন্ধ করা এবং তাদের সাথে সমান আচরণ নিশ্চিত করা।
মূল তথ্যসমূহ:
-
সামাজিক মাধ্যমে BLM আন্দোলনের যাত্রা শুরু হয় ২০১৩ সালে।
-
এর উৎপত্তি ঘটে আমেরিকার আফ্রো-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে, শ্বেতাঙ্গদের সহিংস আচরণের প্রতিবাদ হিসেবে।
-
এই আন্দোলনের সূচনা ঘটে ত্রয়ী মহিলা সক্রিয়দের মাধ্যমে: অ্যালিসিয়া গারজা, প্যাট্রিস কুলারস এবং ওপাল টোমেটি।
-
আন্দোলনের সূত্রপাত ঘটে ২০১২ সালে ট্রেভন মার্টিনের হত্যাকাণ্ডের পর, যেখানে ১৭ বছর বয়সী নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ট্রেভনকে প্রতিবেশী ওয়াচ ভলান্টিয়ার জর্জ জিমারম্যান গুলি করে হত্যা করেছিলেন।
-
আন্দোলনের মূল উদ্দেশ্য হলো:
-
পুলিশি বর্বরতা বন্ধ করা
-
কৃষ্ণাঙ্গদের সাথে সমান আচরণ নিশ্চিত করা
-
মানসিক স্বাস্থ্য, এলজিবিটি সম্প্রদায়ের অধিকার এবং ভোটাধিকার সুরক্ষা করা
-
পরবর্তীতে, যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময়ে এই আন্দোলন বড় ধরনের আন্দোলন ও প্রতিবাদের রূপ নিয়েছে।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 1 month ago
বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?
Created: 4 weeks ago
A
জেনেভা
B
প্যারিস
C
গ্লাসগো
D
ব্রাসেলস
কপ সম্মেলনের আয়োজনের স্থান ও তারিখসমূহ: কপ (COP) সম্মেলনগুলি জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক আলোচনা ও চুক্তি প্রণয়নের জন্য অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সময়সূচি ও আয়োজনের স্থান নিম্নরূপ:
-
কপ-২৬: অনুষ্ঠিত হয়েছে গ্লাসগো, স্কটল্যান্ড, ৩১ অক্টোবর – ১২ নভেম্বর, ২০২১।
-
কপ-২৭: অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর, ২০২২ সালে।
-
কপ-২৮: অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত, ২০২৩ সালে।

0
Updated: 4 weeks ago
সুয়েজ খাল কোন বছর চালু হয়?
Created: 1 month ago
A
১৯০৩
B
১৮৬৯
C
১৮৮৯
D
১৮৫৪
সুয়েজ খাল
-
সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত।
-
এটি একটি কৃত্রিম খাল যা ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করে।
-
খালটির নির্মাণ কাজ শুরু হয় ২৫ এপ্রিল, ১৮৫৯ সালে এবং প্রায় দশ বছরের পর, ১৭ নভেম্বর, ১৮৬৯ সালে এটি সর্বসাধারণের জন্য চালু করা হয়।
-
বর্তমানে খালটি মিশরের সুয়েজ ক্যানেল অথোরিটি কর্তৃক পরিচালিত হয়।
-
উল্লেখযোগ্য যে, মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের ১৯৫৬ সালে সুয়েজ খালকে জাতীয়করণ করেন এবং এটি মধ্যপ্রাচ্য থেকে তেলের গুরুত্বপূর্ণ রপ্তানি পথ হিসেবে মিশরের নিয়ন্ত্রণে আসে।
উৎসঃ Britannica

0
Updated: 1 month ago
১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?
Created: 1 month ago
A
৫০
B
৫১
C
৪৮
D
৪৯
জাতিসংঘ (United Nations Organization)
জাতিসংঘ হলো বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা, যা জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
-
সনদ স্বাক্ষর: ২৬ জুন, ১৯৪৫
-
প্রতিষ্ঠা: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি দেশ (পোল্যান্ডকে অন্তর্ভুক্ত করে)
-
বিশেষ তথ্য: পোল্যান্ড সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলেন না, তবে ১৫ অক্টোবর সনদে স্বাক্ষর করায় প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য।
-
-
বর্তমান সদস্য: ১৯৩টি দেশ
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান
-
মহাসচিব: আন্তোনিও গুতেরেস
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
দাপ্তরিক ভাষা: ৬টি (ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ, আরবি)
-
কার্যকরী ভাষা: ২টি (ইংরেজি ও ফ্রেঞ্চ)
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি (ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন)
সংক্ষিপ্ত বিবরণ:
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত সান ফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থেকে জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। সনদ কার্যকর হওয়ার মাধ্যমে ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। পোল্যান্ডসহ প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল ৫১টি।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 1 month ago