'গ্রিনপিস' যাত্রা শুরু করে -
A
১৯৪৫
B
২০১১
C
২০১৩
D
১৯৭১
উত্তরের বিবরণ
গ্রিনপিস (Greenpeace)
গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা, যা ১৯৭১ সালে কানাডার ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়ায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদর দফতর আমস্টারডাম, নেদারল্যান্ডসে অবস্থিত।
সংক্ষিপ্ত ইতিহাস:
-
১৯৬৯ সালে পারমাণবিক শক্তি এবং পারমাণবিক বোমার পরীক্ষা রোধ করার উদ্দেশ্যে "Don’t Make a Wave Committee" গঠন করা হয়।
-
১৯৭১ সালে এই কমিটি ‘গ্রিনপিস’ নামে পরিচিত হয়।
উদ্দেশ্য:
গ্রিনপিস মূলত পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, বন্য পরিবেশ ধ্বংস রোধ, গ্লোবাল ওয়ার্মিং কমানো, অতিরিক্ত মৎস্য শিকার ও বানিজ্যিক তিমি শিকার বন্ধ এবং পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ন্ত্রণে কাজ করে।
বিশ্বব্যাপী কার্যক্রম:
গ্রিনপিসের কার্যক্রম ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিস্তৃত। এটি ৫৫টিরও বেশি দেশে ২৫টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক সংস্থা এবং একটি সমন্বয়কারী সংস্থা, Greenpeace International-এর মাধ্যমে পরিচালিত হয়।
উৎস: Greenpeace International ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
'গ্রীনল্যান্ড'-এর মালিকানা কোন দেশের?
Created: 2 months ago
A
সুইডেন
B
নেদারল্যান্ডস
C
ডেনমার্ক
D
ইংল্যান্ড
গ্রীনল্যান্ড
-
গ্রীনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
এটি ডেনমার্কের অংশ হলেও ভূগোলিকভাবে উত্তর আমেরিকার সঙ্গে সম্পর্কযুক্ত।
-
গ্রীনল্যান্ডের রাজধানী হলো নুউক।
উৎস: Britannica

0
Updated: 2 months ago
গুয়াম-এর গভর্নরের নাম হচ্ছে - (আগস্ট, ২০২৪)
Created: 1 month ago
A
এ্যডি ক্যালভো
B
ডোনাল্ড ডাক
C
রন ব্লুম
D
লু লিয়ন গুয়েরেরো
গুয়াম
-
গুয়াম হলো যুক্তরাষ্ট্রের অধীনে একটি দ্বীপ, যা প্রশান্ত মহাসাগরের (ওশেনিয়া অঞ্চলে) পশ্চিম দিকে অবস্থিত।
-
রাজধানী: হাগাতনা।
-
রাষ্ট্রপ্রধান: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
-
সরকারের প্রধানের পদবি: গভর্নর।
-
বর্তমান গভর্নর: লু লিয়ন গুয়েরেরো (Lou Leon Guerrero), যিনি ২০১৮ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন।
উৎস: Governor Lou Leon Guerrero
[মনে রাখবেন- এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

0
Updated: 1 month ago
ইরানের ফর্দো (Fordow) পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত?
Created: 3 weeks ago
A
ইসফাহান
B
ইলাম (ভুল উত্তর)
C
বুমেহর
D
আলবোজ
ইরানের ফর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোম (Qom) প্রদেশে অবস্থিত এবং প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
-
ইরানের মোট প্রদেশ সংখ্যা হচ্ছে ৩১টি।
-
প্রশ্নাবলীর মধ্যে যেগুলো দেওয়া ছিল—ইস্ফাহান, ইলাম, আলবোজ, বুশেহর—এসব ফোর্দো (Fordow) কেন্দ্রের নিকটস্থ নয়; এগুলো আলাদা আলাদা প্রদেশ।
-
ফোর্দো (Fordow) পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটির বৈশিষ্ট্য:
-
তেহরান থেকে প্রায় ১৬০ কিমি দক্ষিণে, কোম শহরের কাছে পাহাড়ের নিচে অবস্থিত।
-
প্রধান কক্ষগুলো মাটির প্রায় ৮০–৯০ মিটার নিচে নির্মিত।
-
এখানে ইউরেনিয়াম enrichment করা হয় এবং বলা হয় প্লান্টটি বিমান হামলার বিরুদ্ধে অত্যন্ত সুরক্ষিত।
-
এখানে অন্তত ৩,০০০ সেন্ট্রিফিউজ রাখার ব্যবস্থা আছে, যা ইউরেনিয়ামকে অস্ত্র-যখন প্রয়োজনীয় স্তরে সমৃদ্ধ করতে সক্ষম হতে পারে।
-
সেন্ট্রিফিউজ হলো এমন একটি যন্ত্র যা ইউরেনিয়ামকে সমৃদ্ধ (enrich) করার কাজে ব্যবহৃত হয়।
-
ইরান ২০০৯ সালের অক্টোবরে IAEA-কে জানিয়েছিল যে সম্ভাব্য সামরিক হামলার হুমকির কারণে তাদের এই স্থাপনাটি ভূগর্ভে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল; ফোর্দোকে নাতাঞ্জ কেন্দ্রের বিকল্প হিসেবেও তৈরি করা হয়েছিল।
-
-
নাতাঞ্জ (Natanz) ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র:
-
নাতাঞ্জ ফুয়েল এনরিচমেন্ট প্লান্ট (FEP) হলো ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র।
-
এটি ২০০৭ সালের ফেব্রুয়ারিতে কার্যক্রম শুরু করে।
-
এখানে সেন্ট্রিফিউজ প্রযুক্তি ব্যবহার করা হয় এবং প্লান্টটির দুটি ইউনিট মাটির নিচে বিশেষ সুরক্ষা সহ নির্মিত।
-
-
খোনদাব (Khondab) হেভি ওয়াটার রিঅ্যাক্টর (আগে আরাক):
-
এটি ইরানের মারকাজি (Markazi) প্রদেশে খোনদাব শহরের কাছে অবস্থিত।
-
রিঅ্যাক্টরটি মূলত গবেষণার উদ্দেশ্যে নির্মিত হলেও এটি প্লুটোনিয়াম উৎপাদন করতে সক্ষম, যা পারমাণবিক বোমার উপাদান হতে পারে; এজন্য আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে।
-
-
ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র:
-
এখানে ইউরেনিয়ামকে প্রক্রিয়াজাত করে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড (UF₆) তৈরি করা হয়, যা পরে নাতাঞ্জ বা ফোর্দোতে পাঠানো হয় সমৃদ্ধকরণের জন্য।
-
এ ছাড়া এখানেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি প্রস্তুত করা হয়, যার মধ্যে বুশেহর বিদ্যুৎকেন্দ্রও অন্তর্ভুক্ত।
-
-
বুশেহর (Bushehr) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র:
-
ইরানের একমাত্র বৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যা বুশেহর শহরের দক্ষিণে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত।
-
নির্মাণ কাজ ১৯৭৫ সালে জার্মানির সহায়তায় শুরু হয়।
-
এখানে ব্যবহৃত ইউরেনিয়াম রাশিয়া থেকে আনা হয় এবং ব্যবহৃত জ্বালানি ফের রাশিয়ায় ফেরত পাঠানো হয়, যাতে তা পারমাণবিক অস্ত্র নির্মাণে না ব্যবহার করা যায়।
-

0
Updated: 3 weeks ago