জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-
A
IPCC
B
COP 21
C
Green Peace
D
Sierra Club
উত্তরের বিবরণ
IPCC (Intergovernmental Panel on Climate Change)
-
পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change
-
প্রতিষ্ঠা: ১৯৮৮ সালে জাতিসংঘের দুই সংস্থা – বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) – এর যৌথ উদ্যোগে।
-
সদস্য সংখ্যা: ১৯৫টি দেশ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
চেয়ারম্যান: জিম স্কেয়া
-
উদ্দেশ্য: IPCC-এর কাজ হলো বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি, অভিযোজন এবং প্রশমন কৌশল নিয়ে নিয়মিত মূল্যায়ন প্রদান করা। এটি মানুষের কর্মকাণ্ডের ফলে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নিয়ে যায়।
উৎস: IPCC ওয়েবসাইট।

0
Updated: 3 days ago
Who is known as the 'Lady of the Lamp'?
Created: 1 week ago
A
Sorojini Naidu
B
Hellen Killer
C
Florence Nightingale
D
Madame Teresa
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
-
ফ্লোরেন্স নাইটিঙ্গেল আধুনিক নার্সিং পেশার অগ্রদূত হিসেবে পরিচিত।
-
তিনি ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন ১২ মে, ১৮২০ সালে।
-
‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামেও তার খ্যাতি আছে।
-
১৩ আগস্ট, ১৯১০ সালে তিনি লন্ডনে মৃত্যুবরণ করেন।
নার্সিং এবং স্বাস্থ্য ব্যবস্থায় অবদান:
-
ক্রিমিয়ার যুদ্ধে (১৮৫৩–১৮৫৬) আহত সৈন্যদের চিকিৎসা দেওয়ার জন্য তিনি সক্রিয়ভাবে কাজ করেন। দিনে কাজ করে রাতে আহত সৈন্যদের সেবা দেওয়ায় তিনি বিশেষ খ্যাতি পান।
-
লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিং পেশাকে পেশাদার রূপ দেওয়ার জন্য ১৮৬০ সালে তিনি ‘নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল’ প্রতিষ্ঠা করেন। এটি বর্তমানে ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং’ নামে পরিচিত।
-
ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
সম্মাননা:
-
১৮৮৩ সালে রানি ভিক্টোরিয়া তাকে ‘রয়েল রেডক্রস’ পদক প্রদান করেন।
-
প্রথম নারী হিসেবে ১৯০৭ সালে তিনি ‘অর্ডার অব মেরিট’ খেতাব লাভ করেন।
-
১৯০৮ সালে লন্ডন নগরী তাকে ‘অনারারি ফ্রিডম’ উপাধি প্রদান করে।
উৎস: Britannica.

0
Updated: 1 week ago
মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি?
Created: 3 days ago
A
রাশিয়া
B
যুক্তরাষ্ট্র
C
ইরান
D
জার্মানি
মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ
গ্রিনহাউস গ্যাস (Greenhouse Gases)
গ্রিনহাউস গ্যাস হলো সেই গ্যাসগুলো যা পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ ধরে রাখতে সাহায্য করে। এগুলি সূর্য থেকে আসা অতিবেগুনী রশ্মি শোষণ করে এবং পুনরায় মহাশূন্যে ফিরিয়ে দেয়। এর ফলে পৃথিবীর তাপমাত্রা স্থিতিশীল থাকে। প্রধান গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে রয়েছে:
-
জলীয় বাষ্প (Water vapor)
-
কার্বন ডাই-অক্সাইড (CO₂)
-
মিথেন (CH₄)
-
ওজোন (O₃)
-
নাইট্রাস অক্সাইড (N₂O)
-
ক্লোরোফ্লোরোকার্বন (CFCs)
মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ
গত সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মাথাপিছু (per capita) গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ অবস্থানে রয়েছে কাতার। অন্যান্য শীর্ষ দেশগুলোর মধ্যে আছে: বাহরাইন, ব্রুনাই, কুয়েত, ত্রিনিদাদ ও টোবাগো, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মঙ্গোলিয়া, সৌদি আরব, এবং অস্ট্রেলিয়া।
উৎস: Our World in Data

0
Updated: 3 days ago
আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
Created: 6 days ago
A
মিশর
B
ইরান
C
ইরাক
D
সিরিয়া
আলেপ্পো শহর (সিরিয়া)
-
আলেপ্পো শহরটি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে, ভূমধ্যসাগর এবং মেসোপটেমিয়ার মাঝে অবস্থিত।
-
এটি সিরিয়ার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর।
-
প্রাচীন কালে আলেপ্পোকে “হালাব” বলা হত।
-
শহরটি পলিও-ব্যাবিলনিয় সময় থেকে পরিচিত।
-
আলেপ্পোতে প্রাথমিকভাবে শাসন করত ইন্দো-ইউরোপীয় হিটাইটরা।
-
পরে এখানে রাজত্ব করেছে আসিরিয়ান, গ্রিক, পারস্য, রোমান, বাইজানটাইন ও আরব শাসকরা।
-
ক্রুসেড যুদ্ধের পর মঙ্গোল ও ওসমানীয়রা শহরটি দখল করেছিল।
সিরিয়া
-
সিরিয়া পশ্চিম এশিয়ায়, আরব উপদ্বীপের উত্তরে এবং ভূমধ্যসাগরের পাশে অবস্থিত।
-
১৯৪৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
-
রাজধানী: দামেস্ক।
-
প্রধান শহর: আলেপ্পো, ইদলিব ও পালমিরা।
-
মুদ্রা: সিরিয়ান পাউন্ড।
উৎস: Britannica

0
Updated: 6 days ago