ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয় -
A
২ এপ্রিল ২০১৫
B
১৪ জুলাই ২০১৫
C
২৪ সেপ্টেম্বর ২০১৪
D
১০ ডিসেম্বর ২০১৩
উত্তরের বিবরণ
ইরান-পরমাণু চুক্তি (Joint Comprehensive Plan of Action)
ইরানের সঙ্গে পরমাণু সম্পর্কিত গুরুত্বপূর্ণ চুক্তি, যা Joint Comprehensive Plan of Action (JCPOA) নামে পরিচিত, ১৪ জুলাই ২০১৫ সালে স্বাক্ষরিত হয়। এই চুক্তি সাধারণত ইরান ডিল নামেও পরিচিত।
চুক্তির প্রধান তথ্য:
-
চুক্তি স্বাক্ষরিত হয় ইরান ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, এবং ফ্রান্সের মধ্যে।
-
এর সাথে ছিল জার্মানি, ফলে এই দলকে বলা হয় ‘পি৫ + ১’।
-
চুক্তি কার্যকর হয় ১৬ জানুয়ারি, ২০১৬ থেকে।
-
ইরান চুক্তি অনুযায়ী তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মজুদ সীমিত করতে সম্মত হয়।
-
কিছু পরমাণু স্থাপনা বন্ধ বা পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় ইরান।
-
আন্তর্জাতিক পরিদর্শকরা ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবে।
-
চুক্তির ফলে ইরানের ওপর থাকা কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
-
এই চুক্তি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে স্বাক্ষর ও কার্যকর হয়।
পরে ঘটে যাওয়া পরিবর্তন:
-
২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে যায়।
-
২০২০ সালের শুরুর দিকে ইরানও চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়।
সূত্র: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
'Law of the Sea Convention' অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone' হিসেবে গণ্য?
Created: 1 month ago
A
২২ নটিক্যাল মাইল
B
৪৪ নটিক্যাল মাইল
C
২০০ নটিক্যাল মাইল
D
৩৭০ নটিক্যাল মাইল
UNCLOS (United Nations Convention on the Law of the Sea)
-
পূর্ণরূপ: United Nations Convention on the Law of the Sea
-
প্রকৃতি: এটি জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র আইন।
-
স্বাক্ষরিত: ১৯৮২
-
কার্যকর: ১৯৯৪
-
প্রধান বিষয়: মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, নৌপরিবহন, মহীসোপান (continental shelf), গভীর সমুদ্র তল, বৈজ্ঞানিক গবেষণা, সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ ইত্যাদি।
আঞ্চলিক সমুদ্র অঞ্চল (Territorial Sea)
-
উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় থাকে তটরেখা থেকে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত।
-
দূরত্ব: ১৯৮২ সালের UNCLOS অনুসারে ১২ নটিক্যাল মাইল।
সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল (Exclusive Economic Zone – EEZ)
-
উপকূলীয় রাষ্ট্রকে সমুদ্রের বিশেষ অর্থনৈতিক অধিকার দেওয়া হয়েছে।
-
এখানে সম্পদ আহরণ, মৎস্য শিকার, খনিজ উত্তোলন ইত্যাদিতে একচেটিয়া অধিকার থাকে।
-
বিস্তার: তটরেখা থেকে সর্বোচ্চ ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত।
মহীসোপান (Continental Shelf)
-
এটি মহাদেশের নিমজ্জিত অংশ যা সমুদ্রের পানির নিচে বিস্তৃত।
-
সমুদ্রের গভীরতা এখানে সাধারণত কম।
-
বিস্তার: UNCLOS ১৯৮২ অনুযায়ী, তটরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত, অথবা ২৫০০ মিটার গভীরতা পর্যন্ত ১০০ নটিক্যাল মাইল অতিরিক্ত বিস্তৃত করা যায়।
উৎস: UNCLOS ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
Created: 1 month ago
A
আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
B
আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
C
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
D
খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
IFAD: IFAD-এর পূর্ণরূপ হলো International Fund for Agricultural Development, যা জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল হিসেবে কাজ করে।
এটি প্রতিষ্ঠিত হয় ১৫ ডিসেম্বর, ১৯৭৭ সালে, এবং এর সদর দপ্তর রোম, ইতালিতে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৭৮টি, যার মধ্যে সর্বশেষ সদস্য হলো সার্বিয়া।
ILO: ILO-এর পূর্ণরূপ হলো International Labour Organization, যা জাতিসংঘের শ্রম সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে। ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি পায়।
সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৮৭টি, এবং মহাপরিচালক হলো গিলবার্ট হোংবো। ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে।
FAO : FAO-এর পূর্ণরূপ হলো Food and Agriculture Organization, যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কুইবেক, কানাডায়। FAO ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
এর সদর দপ্তর রোম, ইতালিতে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন), এবং মহাপরিচালক হলো ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।
ASEAN Regional Forum (ARF) : ASEAN Regional Forum প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে, যা আসিয়ান আঞ্চলিক ফোরাম হিসেবে পরিচিত। এটি জাতিসংঘের সংস্থা নয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ২৭টি,
যা হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।

0
Updated: 1 month ago
নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত?
Created: 1 month ago
A
প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ
B
পরিবেশ সংরক্ষণ
C
মানবাধিকার সংরক্ষণ
D
ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, যার মূল কার্যালয় যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে এবং মানবাধিকার রক্ষার জন্য কাজ করে আসছে।
এ সংস্থার বর্তমান মহাসচিব হলেন ফরাসি নাগরিক অ্যাগনেস ক্যালামার্ড, যিনি ২০২১ সালে এই পদে নিযুক্ত হন। মানবাধিকারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
উৎস: Amnesty International-এর সরকারি ওয়েবসাইট

0
Updated: 1 month ago