'Law of the Sea Convention' অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone' হিসেবে গণ্য?
A
২২ নটিক্যাল মাইল
B
৪৪ নটিক্যাল মাইল
C
২০০ নটিক্যাল মাইল
D
৩৭০ নটিক্যাল মাইল
উত্তরের বিবরণ
UNCLOS (United Nations Convention on the Law of the Sea)
-
পূর্ণরূপ: United Nations Convention on the Law of the Sea
-
প্রকৃতি: এটি জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র আইন।
-
স্বাক্ষরিত: ১৯৮২
-
কার্যকর: ১৯৯৪
-
প্রধান বিষয়: মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, নৌপরিবহন, মহীসোপান (continental shelf), গভীর সমুদ্র তল, বৈজ্ঞানিক গবেষণা, সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ ইত্যাদি।
আঞ্চলিক সমুদ্র অঞ্চল (Territorial Sea)
-
উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় থাকে তটরেখা থেকে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত।
-
দূরত্ব: ১৯৮২ সালের UNCLOS অনুসারে ১২ নটিক্যাল মাইল।
সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল (Exclusive Economic Zone – EEZ)
-
উপকূলীয় রাষ্ট্রকে সমুদ্রের বিশেষ অর্থনৈতিক অধিকার দেওয়া হয়েছে।
-
এখানে সম্পদ আহরণ, মৎস্য শিকার, খনিজ উত্তোলন ইত্যাদিতে একচেটিয়া অধিকার থাকে।
-
বিস্তার: তটরেখা থেকে সর্বোচ্চ ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত।
মহীসোপান (Continental Shelf)
-
এটি মহাদেশের নিমজ্জিত অংশ যা সমুদ্রের পানির নিচে বিস্তৃত।
-
সমুদ্রের গভীরতা এখানে সাধারণত কম।
-
বিস্তার: UNCLOS ১৯৮২ অনুযায়ী, তটরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত, অথবা ২৫০০ মিটার গভীরতা পর্যন্ত ১০০ নটিক্যাল মাইল অতিরিক্ত বিস্তৃত করা যায়।
উৎস: UNCLOS ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?
Created: 1 month ago
A
২১ এপ্রিল
B
২ অক্টোবর
C
২৬ জানুয়ারি
D
১০ মে
ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ এবং এর স্বাধীনতা লাভের দিন হলো ১৫ আগস্ট, ১৯৪৭। ভারতের সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ এবং একই তারিখে দেশটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা পায়।
এছাড়া ভারতে প্রতি বছর ২১ এপ্রিল সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালন করা হয়, আর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো:
-
জাতীয় প্রতীক: অশোকচক্র
-
অঙ্গরাজ্য: ২৮টি
-
আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট, যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)
-
লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি
-
রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি
ভারতের নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য:
-
প্রথম প্রধানমন্ত্রী: জওহরলাল নেহরু
-
প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ
-
প্রথম মুসলিম রাষ্ট্রপতি: জাকির হোসেন
-
প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল
-
বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী
-
বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)

0
Updated: 1 month ago
চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবােজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
Created: 1 month ago
A
কিলাে-ক্লাস
B
মিং-ক্লাস
C
ডলফিন-ক্লাস
D
শ্যাং-ক্লাস
বাংলাদেশ ২০১৬ সালে চীনের কাছ থেকে দুটি সাবমেরিন ক্রয় করে, যা নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সাবমেরিনগুলি চীনের মিং-ক্লাস (টাইপ ০৩৫) ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন আক্রমণে সক্ষম।
-
২০১২ সালে চীনের সঙ্গে দুটি মিং-ক্লাস সাবমেরিন ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়।
-
১৪ নভেম্বর ২০১৬ চীনের দালিয়ান প্রদেশের লিয়াওয়ান শিপইয়ার্ড থেকে সাবমেরিন দুটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
-
সাবমেরিন দুটির নামকরণ করা হয় 'নবযাত্রা' এবং 'জয়যাত্রা'।
-
আইএসপিআর জানিয়েছে, প্রতিটি সাবমেরিনের দৈর্ঘ্য ৭৬ মিটার এবং প্রস্থ ৭.৬ মিটার।
-
সাবমেরিনগুলি টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন আক্রমণে সক্ষম।
-
২০১৭ সালে এই দুটি চীনা সাবমেরিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়।

0
Updated: 1 month ago
IMF-এর সদর দপ্তর অবস্থিত-
Created: 1 month ago
A
ওয়াশিংটন ডিসি
B
নিউইয়র্ক
C
জেনেভা
D
রোম
IMF (International Monetary Fund) বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
-
প্রতিষ্ঠা ও ইতিহাস:
১৯৩০ সালের মহামন্দার পর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলন (Bretton Woods Conference) এর মাধ্যমে IMF গঠিত হয়। এই সম্মেলনে ৪৪টি দেশের নেতা অংশ নেন। মূল উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes, যাদের IMF ও বিশ্বব্যাংকের “Founding Fathers” বলা হয়। -
উদ্দেশ্য:
আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা এবং দেশের মধ্যে আর্থিক সহযোগিতা নিশ্চিত করা। -
সদস্যপদ:
বর্তমানে IMF-এর সদস্য দেশ ১৯০টি, বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট সদস্যপদ লাভ করে। -
সদর দপ্তর ও নেতৃত্ব:
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা -
প্রধান বৈশিষ্ট্য:
IMF-এর রিজার্ভ মুদ্রা হলো ৫টি: ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান। -
উল্লেখযোগ্য ফলাফল:
ব্রেটন উডস সম্মেলনের ফলশ্রুতিতে IMF, বিশ্বব্যাংক, এবং পরবর্তীতে GATT (বর্তমান WTO) গঠিত হয়।
উৎস: IMF-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago