A
তুর্কমেন
B
উইঘুর
C
তাজিক
D
কাজাখ
উত্তরের বিবরণ
উইঘুর জাতি
উইঘুররা চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।
অন্যান্য উল্লেখযোগ্য জাতি ও উপজাতি:
-
কুর্দি: পশ্চিম এশিয়ার কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের ইরানি বংশোদ্ভুত জাতি। দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পশ্চিম ইরান, উত্তর ইরাক ও উত্তর সিরিয়ায় বসবাস।
-
মাউরি: নিউজিল্যান্ডের আদিবাসী জাতি।
-
তাতার: তুর্কি বংশোদ্ভুত উপজাতি, মূলত ইউরোপ ও এশিয়ায় বাস।
-
কারেন: মিয়ানমারের সীমান্তবর্তী স্বাধীনতাকামী উপজাতি।
-
গুর্খা: নেপালের যোদ্ধা জাতি।
-
টোডা: দক্ষিণ ভারতের উপজাতি, যারা বহুস্বামী বিবাহ প্রথা মেনে চলে।
-
পশতুন: আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতি।
-
এক্সিমো: সাইবেরিয়া, রাশিয়ায় বসবাসকারী উপজাতি, কুকুরচালিত স্লেজ ব্যবহার করে।
-
পিগমি: পৃথিবীর সবচেয়ে খর্বাকৃতির উপজাতি।
-
জুলু: দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
-
রেড ইন্ডিয়ান: আমেরিকার আদিবাসী জনগণ।
-
আফ্রিদি: পাকিস্তান ও আফগানিস্তানে বসবাসকারী পশতুন নৃগোষ্ঠী।
উৎস: Britannica

0
Updated: 3 days ago
IAEA-এর সদর দপ্তর হচ্ছে:
Created: 6 days ago
A
জেনেভা
B
ভিয়েনা
C
ওয়াশিংটন
D
প্যারিস
IAEA-এর সদর দপ্তর ও তথ্য
IAEA বা International Atomic Energy Agency হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা পারমাণবিক শক্তি সংক্রান্ত নিরাপত্তা, গবেষণা এবং শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করে।
-
প্রতিষ্ঠা: ২৯ জুলাই, ১৯৫৭
-
সদস্য দেশ: ১৭৮টি (সর্বশেষ: গিনি)
-
সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)
-
বিশেষ অর্জন: ২০০৫ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার অর্জন
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৭২ সালে
উৎস: IAEA ওয়েবসাইট

0
Updated: 6 days ago
IMF (International Monetary Fund) is the result of -
Created: 1 week ago
A
Hawana Conference
B
Geneva Conference
C
Rome Conference
D
Brettonwood Conference
IMF (আন্তর্জাতিক মুদ্রা তহবিল)
-
পূর্ণরূপ: International Monetary Fund
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
সদস্য সংখ্যা: ১৯১টি দেশ
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন, ইউরো, চীনা ইউয়ান
Bretton Woods Conference
-
সময় ও স্থান: ১-২২ জুলাই, ১৯৪৪, নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী দেশ: ৪৪টি
-
প্রধান উদ্যোক্তা: হ্যারি ডেক্সটার হোয়াইট (যুক্তরাষ্ট্র) ও জন মেনার্ড কেইনস (যুক্তরাজ্য)
-
তাদেরকে IMF ও World Bank-এর Founding Fathers বলা হয়
-
সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় দুটি প্রতিষ্ঠান গড়ার:
১. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
২. আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (World Bank) -
এই এবং আরও কয়েকটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান একত্রে পরিচিত Bretton Woods Institutions নামে
উৎস: U.S. Department of State।

0
Updated: 1 week ago
World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
Created: 3 days ago
A
UNDP
B
World Bank
C
IMF
D
BRICS
বিশ্বব্যাংক ও ‘World Development Report’
বিশ্বব্যাংক (World Bank)
-
বিশ্বব্যাংক মূলত IBRD (International Bank for Reconstruction and Development) বোঝায়।
-
প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ, যিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত।
-
বিশ্বব্যাংকের প্রধান অঙ্গসংস্থা ৫টি।
উদ্দেশ্য ও কার্যক্রম
-
মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করা এবং অর্থনৈতিক পরামর্শ দেওয়া।
-
প্রথম ঋণ গ্রহীতা দেশ: ফ্রান্স।
-
১৯৬০ সালে কিউবা বিশ্বব্যাংকের সদস্যপদ থেকে সরে যায়।
বিশ্ব উন্নয়ন প্রতিবেদন (World Development Report)
-
বিশ্বব্যাংক প্রতি বছর প্রকাশ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির তুলনামূলক প্রতিবেদন।
-
প্রতিবেদন তৈরি হয় মাথাপিছু আয়ের ভিত্তিতে, যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের তুলনামূলক উন্নয়নকে তুলে ধরে।
-
প্রথম প্রকাশিত: ১৯৭৮ সাল থেকে।
উৎস: World Bank ওয়েবসাইট।

0
Updated: 3 days ago