A
ভারত ও নেপাল
B
পাকিস্তান ও চীন
C
ভুটান ও ভারত
D
বাংলাদেশ ও ভারত
উত্তরের বিবরণ
কালাপানি অঞ্চল
কালাপানি হলো ভারত ও নেপালের মধ্যে বিতর্কিত একটি এলাকা। এটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত এবং বর্তমানে ভারতের প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
মূল তথ্য:
-
নেপাল ও ভারতের মধ্যে প্রায় ১৬ হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।
-
এই সীমান্তে কয়েকটি স্থানের ওপর বিরোধ আছে। বিশেষ করে কালাপানি, লিপুলেখ এবং সুস্তা অঞ্চলের ওপর দ্বিপাক্ষিক মতভেদ দেখা যায়।
-
কালাপানি নেপালের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত, যার দক্ষিণে ভারতের কুমায়ুন অঞ্চল এবং উত্তরে চীনের তিব্বত রয়েছে।
-
এই অঞ্চল ভারত, নেপাল ও চীনের সংযোগস্থল হিসেবে পরিচিত।
উৎস: BBC, ১৯ মে ২০২০

0
Updated: 3 days ago
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষ পদটি কি?
Created: 6 days ago
A
প্রশাসক
B
মহাপরিচালক
C
মহাসচিব
D
প্রেসিডেন্ট
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP) ও প্রশাসক
-
পূর্ণরূপ: United Nations Development Programme (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী)।
-
প্রতিষ্ঠা: ২২ নভেম্বর, ১৯৬৫।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলিতে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান।
-
মূল কাজ: মানব উন্নয়ন সূচক (HDI) রিপোর্ট প্রকাশ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক সহায়তা দেওয়া।
প্রশাসক:
-
UNDP-এর শীর্ষ পদ হলো প্রশাসক।
-
প্রশাসক ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধানে কাজ করেন, যেখানে উন্নয়নশীল ও উন্নত দেশের প্রতিনিধিরা থাকেন।
-
বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।
উৎস: UNDP ওয়েবসাইট

0
Updated: 6 days ago
বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা -
Created: 6 days ago
A
৩৩
B
১৫
C
৭৭
D
২১ (ভুল উত্তর, ব্যাখ্যা দেখুন)
NAM (Non-Aligned Movement) বা জোট-নিরপেক্ষ আন্দোলন
-
NAM হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা মূলত তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে।
-
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সৃষ্টি হওয়া স্নায়ুযুদ্ধের সময় পুঁজিবাদী দেশগুলোর ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশগুলোর ওয়ারশ চুক্তি থেকে নিরপেক্ষ থাকার লক্ষ্য নিয়ে গঠিত হয়।
-
NAM-এর ধারণা প্রথম ১৯৫৫ সালের ১৮–২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সে সামনে আসে।
-
এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর, ১৯৬১, এবং প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেড, ইউগোস্লাভিয়া, ১–৬ সেপ্টেম্বর ১৯৬১।
-
বর্তমানে NAM-এর মোট সদস্য সংখ্যা ১২১টি, যার সভাপতি ইলহাম ইলিয়েভ।
-
বাংলাদেশ ১৯৭৩ সালে NAM-এর সদস্য হয় এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে নম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে (আলজিয়ার্স)।
-
সর্বশেষ ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়েছে।
উৎস: NAM অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 6 days ago
'Law of the Sea Convention' অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone' হিসেবে গণ্য?
Created: 3 days ago
A
২২ নটিক্যাল মাইল
B
৪৪ নটিক্যাল মাইল
C
২০০ নটিক্যাল মাইল
D
৩৭০ নটিক্যাল মাইল
UNCLOS (United Nations Convention on the Law of the Sea)
-
পূর্ণরূপ: United Nations Convention on the Law of the Sea
-
প্রকৃতি: এটি জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র আইন।
-
স্বাক্ষরিত: ১৯৮২
-
কার্যকর: ১৯৯৪
-
প্রধান বিষয়: মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, নৌপরিবহন, মহীসোপান (continental shelf), গভীর সমুদ্র তল, বৈজ্ঞানিক গবেষণা, সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ ইত্যাদি।
আঞ্চলিক সমুদ্র অঞ্চল (Territorial Sea)
-
উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় থাকে তটরেখা থেকে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত।
-
দূরত্ব: ১৯৮২ সালের UNCLOS অনুসারে ১২ নটিক্যাল মাইল।
সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল (Exclusive Economic Zone – EEZ)
-
উপকূলীয় রাষ্ট্রকে সমুদ্রের বিশেষ অর্থনৈতিক অধিকার দেওয়া হয়েছে।
-
এখানে সম্পদ আহরণ, মৎস্য শিকার, খনিজ উত্তোলন ইত্যাদিতে একচেটিয়া অধিকার থাকে।
-
বিস্তার: তটরেখা থেকে সর্বোচ্চ ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত।
মহীসোপান (Continental Shelf)
-
এটি মহাদেশের নিমজ্জিত অংশ যা সমুদ্রের পানির নিচে বিস্তৃত।
-
সমুদ্রের গভীরতা এখানে সাধারণত কম।
-
বিস্তার: UNCLOS ১৯৮২ অনুযায়ী, তটরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত, অথবা ২৫০০ মিটার গভীরতা পর্যন্ত ১০০ নটিক্যাল মাইল অতিরিক্ত বিস্তৃত করা যায়।
উৎস: UNCLOS ওয়েবসাইট।

0
Updated: 3 days ago