World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
A
UNDP
B
World Bank
C
IMF
D
BRICS
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক ও ‘World Development Report’
বিশ্বব্যাংক (World Bank)
-
বিশ্বব্যাংক মূলত IBRD (International Bank for Reconstruction and Development) বোঝায়।
-
প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ, যিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত।
-
বিশ্বব্যাংকের প্রধান অঙ্গসংস্থা ৫টি।
উদ্দেশ্য ও কার্যক্রম
-
মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করা এবং অর্থনৈতিক পরামর্শ দেওয়া।
-
প্রথম ঋণ গ্রহীতা দেশ: ফ্রান্স।
-
১৯৬০ সালে কিউবা বিশ্বব্যাংকের সদস্যপদ থেকে সরে যায়।
বিশ্ব উন্নয়ন প্রতিবেদন (World Development Report)
-
বিশ্বব্যাংক প্রতি বছর প্রকাশ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির তুলনামূলক প্রতিবেদন।
-
প্রতিবেদন তৈরি হয় মাথাপিছু আয়ের ভিত্তিতে, যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের তুলনামূলক উন্নয়নকে তুলে ধরে।
-
প্রথম প্রকাশিত: ১৯৭৮ সাল থেকে।
উৎস: World Bank ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
Trafalgar Square-এর অবস্থান-
Created: 1 month ago
A
রাশিয়ায়
B
ইংল্যান্ডে
C
ফ্রান্সে
D
চীনে
ট্রাফালগার স্কয়ার লন্ডনের অন্যতম বিখ্যাত স্থান, যা শুধু একটি মিলনস্থল নয় বরং ইতিহাস ও সংস্কৃতির প্রতীক হিসেবেও পরিচিত। এটি ব্রিটিশ সামরিক বিজয় এবং জাতীয় গৌরবকে স্মরণ করিয়ে দেয়।
-
অবস্থান: ট্রাফালগার স্কয়ার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত।
-
প্রকৃতি: এটি সাধারণ জনগণের মিলনস্থল এবং একই সঙ্গে একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র।
-
ইতিহাস: ১৮০৫ সালে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে। সেই যুদ্ধকে বলা হয় ট্রাফালগারের যুদ্ধ।
-
নামকরণ: ঐ বিজয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের কেন্দ্রস্থলে এই চত্ত্বরের নাম রাখা হয় ট্রাফালগার স্কয়ার।
-
প্রধান স্থাপনা: স্কয়ারের কেন্দ্রে নেলসন কলাম দাঁড়িয়ে আছে, যা ব্রিটিশ নৌবাহিনীর নায়ক আডমিরাল হোরেশিও নেলসনের স্মৃতিচিহ্ন।
-
অন্য স্থাপনা: এখানে ন্যাশনাল গ্যালারি অবস্থিত, যা পৃথিবীর নানা বিখ্যাত চিত্রকর্মের সংগ্রহশালা হিসেবে পরিচিত।
-
সাংস্কৃতিক ব্যবহার: স্কয়ারটিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা একে আরও প্রাণবন্ত করে তোলে।

0
Updated: 1 month ago
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯ ) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
Created: 1 month ago
A
এবোটাবাদ
B
বালাকোট
C
কোয়েটা
D
গিলগিট
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। এটি বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

0
Updated: 1 month ago
জাতিসংঘের স্থায়ী সদস্য:
Created: 1 month ago
A
জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
C
যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
D
উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসলায়েল, চীন
জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদ
জাতিসংঘ (United Nations, UN)
-
বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা।
-
এটি পূর্বের জাতিপুঞ্জ (League of Nations) এর উত্তরসূরী।
-
সনদ স্বাক্ষর: ২৬ জুন ১৯৪৫, স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র।
-
প্রতিষ্ঠা: ২৪ অক্টোবর ১৯৪৫।
-
প্রাথমিক সদস্য সংখ্যা: ৫১টি, বর্তমান সদস্য: ১৯৩টি।
-
সর্বশেষ যোগ হওয়া দেশ: দক্ষিণ সুদান।
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
-
দাপ্তরিক ভাষা: ৬টি (ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ, আরবি)।
-
কার্যকরী ভাষা: ২টি (ইংরেজি ও ফ্রেঞ্চ)।
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি (ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন)।
জাতিসংঘের প্রধান ৬টি অঙ্গসংস্থা:
-
সাধারণ পরিষদ (General Assembly)
-
নিরাপত্তা পরিষদ (Security Council)
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council)
-
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice)
-
তত্ত্বাবধায়ক পরিষদ (Trusteeship Council)
-
সচিবালয় (Secretariat)
নিরাপত্তা পরিষদ (UN Security Council)
-
মোট ১৫ সদস্য নিয়ে গঠিত।
-
স্থায়ী সদস্য: ৫টি দেশ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পরাশক্তি:
-
চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
-
এ পাঁচ দেশকে একত্রে P-৫ বলা হয়।
-
-
নিরাপত্তা পরিষদ নতুন সদস্যের জন্য সাধারণ পরিষদকে সুপারিশ করে।
-
মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগেও নিরাপত্তা পরিষদের সুপারিশ প্রয়োজন।
-
মহাসচিব নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের সুপারিশ এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে।
-
নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কিত নিয়ম জাতিসংঘ সনদ, ২৩ নং অনুচ্ছেদে উল্লেখ আছে।
অস্থায়ী সদস্য:
-
নির্বাচিত হয় ২ বছরের জন্য।
-
বর্তমান দশটি অস্থায়ী সদস্য:
-
২০২৪: ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক, সুইজারল্যান্ড
-
২০২৫: আলজেরিয়া, গায়ানা, কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া
-
উৎস: UN Security Council ওয়েবসাইট।

0
Updated: 1 month ago