জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-
A
IPCC
B
COP 21
C
Green Peace
D
Sierra Club
উত্তরের বিবরণ
IPCC (Intergovernmental Panel on Climate Change)
-
পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change
-
প্রতিষ্ঠা: ১৯৮৮ সালে জাতিসংঘের দুই সংস্থা – বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) – এর যৌথ উদ্যোগে।
-
সদস্য সংখ্যা: ১৯৫টি দেশ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
চেয়ারম্যান: জিম স্কেয়া
-
উদ্দেশ্য: IPCC-এর কাজ হলো বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি, অভিযোজন এবং প্রশমন কৌশল নিয়ে নিয়মিত মূল্যায়ন প্রদান করা। এটি মানুষের কর্মকাণ্ডের ফলে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নিয়ে যায়।
উৎস: IPCC ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি (UNEP)- সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 3 weeks ago
A
নাইরোবি
B
রোম
C
জেনেভা
D
অটোয়া
UNEP (United Nations Environment Programme / জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি)
-
প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২
-
ধরণ: জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা
-
সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া
-
বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন [সেপ্টেম্বর-২০২৫]
-
মূল কার্যক্রম ও উদ্যোগ:
-
পরিবেশ সম্পর্কিত কাজের জন্য ব্যক্তি ও সংস্থাকে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার প্রদান
-
বিশ্ব পরিবেশ দিবস: প্রতি বছর ৫ জুন পালিত হয়
-

0
Updated: 3 weeks ago
জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
এডেন উপসাগরের পাশে
B
প্রশান্ত মহাসাগরে
C
দক্ষিণ আমেরিকায়
D
দক্ষিণ চীন সাগরে
জিবুতি হলো উত্তর-পূর্ব আফ্রিকায় অবস্থিত একটি প্রজাতান্ত্রিক দেশ, যা ভৌগোলিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
এটি হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার শিং অঞ্চলে ছোট্ট একটি দেশ হলেও সাগরপথ ও প্রতিবেশী দেশগুলোর কারণে কৌশলগত গুরুত্ব বহন করে।
-
জিবুতি লোহিত সাগর এবং এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত।
-
এর সীমান্তে দক্ষিণে সোমালিয়া, দক্ষিণ ও পশ্চিমে ইথিওপিয়া, উত্তরে ইরিত্রিয়া এবং পূর্বে লোহিত সাগর ও ইয়েমেন উপসাগর রয়েছে।
-
দেশের রাজধানী এবং বৃহত্তম শহর হলো জিবুতি।
-
রাষ্ট্রধর্ম ইসলাম।
-
মুদ্রা হলো জিবুতিয়ান ফ্রাঙ্ক।
-
জিবুতি পূর্বে ফ্রান্সের উপনিবেশ হিসেবে পরিচিত ছিল।
-
১৮৯৬ থেকে ১৯৬৭ পর্যন্ত দেশটি ফরাসি সোমালিল্যান্ড নামে পরিচিত ছিল।
-
১৯৭৭ সালে জিবুতি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
-
দেশের গুরুত্বপূর্ণ জলাশয় হলো লেক আবি এবং লেক আসাল।

0
Updated: 1 month ago
মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম -
Created: 1 month ago
A
এনএলডি সরকার
B
ন্যাশনাল ইউনিটি সরকার
C
বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল
D
অং সান সু চি সরকার
ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (NUG) হলো মিয়ানমারের একটি বেসরকারি প্রশাসন, যা মূলত সেনা অভ্যুত্থানের বিরোধী অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদদের দ্বারা গঠিত। এর পক্ষে জনসমর্থন রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন এই প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং দক্ষিণ কোরিয়ায় এদের প্রতিনিধিত্বমূলক অফিস রয়েছে। ইউনাইটেড ইন্সটিটিউট অব পিসের তথ্য অনুযায়ী, কারেন, কাচিন, কারেন্নি ও শিন জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রশাসন হিসেবে এনইউজির সঙ্গে সম্পৃক্ত।
-
ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট হচ্ছে মিয়ানমারের এক ধরনের ‘নির্বাসিত সরকার’।
-
বিভিন্ন জাতিগত গোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই সরকার রাষ্ট্র ক্ষমতায় না থাকলেও জান্তা সরকারের বিরোধীপক্ষ হিসেবে কাজ করে।
-
পূর্বে নির্বাচিত কিছু সংসদ সদস্য ও আইনপ্রণেতা ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর এই সরকার গঠন করেন।
-
থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স (3BHA) গঠন করেছে কোকাং এমএনডিএএ (মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি), তাং টিএনএলএ (তাং ন্যাশনাল লিবারেশন আর্মি) এবং আরাকান আর্মি।
-
এই তিনটি সশস্ত্র গোষ্ঠী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টকে সমর্থন প্রদান করছে।

0
Updated: 1 month ago