সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
A
২৫%
B
৩৫%
C
৪৫%
D
৫৫%
উত্তরের বিবরণ
মিয়ানমারের সংসদে সেনার সংরক্ষিত আসন
মিয়ানমারের সংবিধান অনুযায়ী, দেশটির সংসদে ২৫% আসন নির্দিষ্টভাবে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। অর্থাৎ, সামরিক সদস্যরা নির্বাচনের মাধ্যমে নয়, বরং সরাসরি অংশগ্রহণ করে এই আসনগুলো পায়। বর্তমানে এটি মোট ১৬৬টি আসন।
মিয়ানমার সম্পর্কে কিছু তথ্য:
-
দেশটি বার্মা নামেও পরিচিত।
-
রাজধানী: নেপিদো
-
মুদ্রা: কিয়াট
-
ভাষা: বার্মিজ
-
বর্তমান রাষ্ট্রপতি: মিন্ট সোয়ে
-
সীমান্ত রক্ষার জন্য রয়েছে বর্ডার গার্ড পুলিশ (BGP)।
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৯৬২ থেকে ২০১১ পর্যন্ত দেশটি ৪৭ বছর ধরে সামরিক শাসনের অধীনে ছিল।
-
২০১১ সালে নির্বাচনের মাধ্যমে সামরিক বাহিনী নামমাত্র ক্ষমতা হস্তান্তর করে বেসামরিক সরকারের হাতে।
-
২০১৫ সালে অং সাং সু চি’র নেতৃত্বাধীন NLD সরকার গঠন করে।
-
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সাং সু চি ও তার সরকারের পতন ঘটে।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল-
Created: 1 month ago
A
জাতিপুঞ্জ সৃষ্টি করা
B
অটোমানদের জায়গা দখল করা
C
ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
D
জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
বেলফোর ঘোষণা (Balfour Declaration)
-
মূল ভাব: প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসস্থল গঠনের সমর্থন জানায়।
-
তারিখ ও প্রেরক: ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর একটি চিঠি দেন লর্ড রথচাইল্ডকে, যিনি তখন ব্রিটিশ জায়নিষ্ট ফেডারেশনের সভাপতি ছিলেন।
-
উদ্দেশ্য: ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি আলাদা আবাসভূমি তৈরি করা।
-
ইতিহাসে প্রভাব:
-
১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
-
১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব অঞ্চলের ভাগ-বন্টনের মাধ্যমে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
-
১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
-
-
উৎস: Britannica, History.com
বেলফোর ঘোষণা ব্রিটেনের পক্ষ থেকে ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র স্থাপনের সমর্থনের প্রতীক, যা পরবর্তীতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি যুক্ত।

0
Updated: 1 month ago
BRICS এর সদর দপ্তর কোথায়?
Created: 1 month ago
A
সাংহাই
B
মস্কো (ভুল উত্তর)
C
প্রিটোরিয়া
D
নয়াদিল্লী
BRICS
-
BRICS হলো একটি অর্থনৈতিক জোট, যা মূলত উদীয়মান অর্থনীতির দেশগুলোকে একত্রিত করে।
-
মূল পাঁচটি দেশ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, এবং দক্ষিণ আফ্রিকা।
-
সদর দপ্তর নেই।
-
সম্প্রতি BRICS-এর সদস্য সংখ্যা ১০টি দেশে উন্নীত হয়েছে।
-
বর্তমান সদস্য দেশগুলো:
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, এবং ইথিওপিয়া। -
উল্লেখযোগ্য ঘটনা:
-
১৫তম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা।
-
উক্ত সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, এবং ইথিওপিয়া ২০২৪ সালের জানুয়ারিতে যোগদান করে।
BRICS-এর সদর দপ্তর নেই।
-
সূত্র: BRICS ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
United Nations Framework Convention on Climate Change-এর মূল আলােচ্য বিষয়-
Created: 1 month ago
A
জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ
B
গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
C
সমুদ্রের উচ্চতা বৃদ্ধি
D
বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন
UNFCCC বা United Nations Framework Convention on Climate Change হলো জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি, যা মূলত জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ ও গ্রিনহাউজ গ্যাস নির্গমনের হার স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত। এই চুক্তি প্রথম সাক্ষরিত হয় ১৯৯২ সালে এবং ১৯৯৪ সালে কার্যকর হয়,
যার সদর দপ্তর বর্তমানে জার্মানির বন শহরে অবস্থিত। UNFCCC-এর অধীনে বিভিন্ন দেশ জলবায়ু সম্পর্কিত নীতি ও পরিকল্পনা নির্ধারণে অংশগ্রহণ করে।
-
সাক্ষরের স্থান: রিও ডি জেনেরিও, ব্রাজিল
-
সদর দপ্তর: বন, জার্মানি
-
সাক্ষরিত দেশ: ১৯৮টি
-
প্রাথমিক সম্মেলন: ১৯৯২ সালের ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন (UNCED) শীর্ষ সম্মেলনে
-
মূল লক্ষ্য: বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাস নির্গমনের হার এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে জলবায়ু ও মানবিক পরিবেশের ক্ষতি না হয়
-
Conference of the Parties (COP): UNFCCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ, যা প্রতিবছর অনুষ্ঠিত হয়ে কার্যক্রম পর্যবেক্ষণ, পর্যালোচনা ও নতুন জলবায়ু পরিকল্পনা গ্রহণ করে
-
সেক্রেটারিয়েটের ভূমিকা: UNFCCC-এর দপ্তরের প্রত্যক্ষ সহযোগিতায় ১৯৯৭ সালে কিয়োটো প্রটোকল এবং ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়
-
দপ্তর প্রতিষ্ঠা: ১৯৯২ সালে, প্রাথমিকভাবে সুইজারল্যান্ডের জেনেভায় (১৯৯২-১৯৯৫) এবং পরবর্তীতে জার্মানির বন শহরে স্থানান্তরিত।

0
Updated: 1 month ago