সম্প্রতি ভারত Google-কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
A
Google Earth
B
Street View
C
Road Image
D
Google Map
উত্তরের বিবরণ
ভারত Google-কে Street View প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে।
উল্লেখ্য,
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

0
Updated: 1 month ago
কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
Created: 2 months ago
A
১৭৮৯
B
১৭৯১
C
১৭৯৫
D
১৮০০
ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯)
-
ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনীতি, সমাজ ও চিন্তার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করে।
-
এর মূল স্লোগান ছিল "স্বাধীনতা, সাম্য, মৈত্রী"।
-
১৭৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে জনগণ রাজতন্ত্রের দমননীতির প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করলে বিপ্লব শুরু হয়।
-
বিপ্লব প্রায় ১০ বছর ধরে চলে এবং ১৭৯৯ সালে শেষ হয়।
অতিরিক্ত তথ্য
-
বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
-
ফরাসি বিপ্লবের অনুপ্রেরণার পেছনে লেখনীর মাধ্যমে বড় ভূমিকা রেখেছিলেন রুশো ও ভলতেয়ার।
-
নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয় "ফরাসি বিপ্লবের শিশু"।
উৎস: Britannica.

0
Updated: 2 months ago
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
লন্ডন
B
ব্রাসেলস
C
বন
D
প্যারিস
ইউরোপীয় ইউনিয়ন (EU)
-
ইউরোপীয় ইউনিয়ন বা EU হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
-
এটি গঠিত হয়েছে ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
-
এর প্রধান কার্যালয় বেলজিয়ামের ব্রাসেলস শহরে।
-
শুরুতে এই জোটে ছিল ৬টি দেশ।
-
বর্তমানে EU-ভুক্ত দেশের সংখ্যা ২৭টি।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো হলো
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য
-
EU-এর একক মুদ্রার নাম ইউরো।
-
ইউরো মুদ্রার ধারণা দিয়েছিলেন অর্থনীতিবিদ রবার্ট মুন্ডেল।
-
ইউরো চালু হয় ১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
-
EU দেশগুলোর সীমান্ত রক্ষার জন্য একটি বাহিনী রয়েছে, যার নাম FRONTEX।
তথ্যসূত্র: ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 months ago
দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় :
Created: 1 month ago
A
স্থলবেষ্টিত রাষ্ট্র
B
নিরপেক্ষ রাষ্ট্র
C
বাফার রাষ্ট্র
D
জিরো সাম রাষ্ট্র
বাফার রাষ্ট্র
বাফার রাষ্ট্র হলো এমন একটি ছোট বা মাঝারি শক্তির দেশ, যা দুই বা ততোধিক বৃহৎ প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মাঝখানে অবস্থিত থাকে। এই ধরনের দেশ সাধারণত বড় শক্তির মধ্যে সংঘাত বা সরাসরি দ্বন্দ্ব এড়াতে সাহায্য করে এবং শক্তির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।
উদাহরণস্বরূপ, ফ্রান্স ও জার্মানির মধ্যে অবস্থিত বেলজিয়াম, ভারতের এবং চীনের মধ্যে অবস্থিত নেপাল ও ভুটান, এবং চীন ও রাশিয়ার মধ্যে অবস্থিত মঙ্গোলিয়া হলো বাফার রাষ্ট্রের পরিচিত উদাহরণ।
উৎস: Britannica

0
Updated: 1 month ago