চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?
A
তুর্কমেন
B
উইঘুর
C
তাজিক
D
কাজাখ
উত্তরের বিবরণ
উইঘুর জাতি
উইঘুররা চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।
অন্যান্য উল্লেখযোগ্য জাতি ও উপজাতি:
-
কুর্দি: পশ্চিম এশিয়ার কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের ইরানি বংশোদ্ভুত জাতি। দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পশ্চিম ইরান, উত্তর ইরাক ও উত্তর সিরিয়ায় বসবাস।
-
মাউরি: নিউজিল্যান্ডের আদিবাসী জাতি।
-
তাতার: তুর্কি বংশোদ্ভুত উপজাতি, মূলত ইউরোপ ও এশিয়ায় বাস।
-
কারেন: মিয়ানমারের সীমান্তবর্তী স্বাধীনতাকামী উপজাতি।
-
গুর্খা: নেপালের যোদ্ধা জাতি।
-
টোডা: দক্ষিণ ভারতের উপজাতি, যারা বহুস্বামী বিবাহ প্রথা মেনে চলে।
-
পশতুন: আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতি।
-
এক্সিমো: সাইবেরিয়া, রাশিয়ায় বসবাসকারী উপজাতি, কুকুরচালিত স্লেজ ব্যবহার করে।
-
পিগমি: পৃথিবীর সবচেয়ে খর্বাকৃতির উপজাতি।
-
জুলু: দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
-
রেড ইন্ডিয়ান: আমেরিকার আদিবাসী জনগণ।
-
আফ্রিদি: পাকিস্তান ও আফগানিস্তানে বসবাসকারী পশতুন নৃগোষ্ঠী।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
কোন দেশটি স্ক্যানডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়?
Created: 2 months ago
A
ডেনমার্ক
B
ফিনল্যান্ড
C
নেদারল্যান্ডস
D
যুক্তরাষ্ট্র
স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয় যে দেশটি, তা হলো: নেদারল্যান্ডস।
স্ক্যান্ডিনেভিয়া সাধারণত ডেনমার্ক, নরওয়ে, এবং সুইডেনকে বোঝায়, এবং কখনও ফিনল্যান্ডকেও এর সাথে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু নেদারল্যান্ডস ইউরোপের পশ্চিমাংশে অবস্থিত এবং স্ক্যান্ডিনেভিয়ার অংশ নয়।
আর যুক্তরাষ্ট্র তো স্পষ্টই ইউরোপের বাইরে, তাই সেটাও স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়।
তবে প্রশ্নে স্ক্যান্ডিনেভিয়ার অংশ নয় এমন এক দেশ চাওয়া হয়েছে, সেটি হলো নেদারল্যান্ডস।

0
Updated: 2 months ago
কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
Created: 1 month ago
A
ভিয়েতনাম সংকট
B
সাইপ্রাস সংকটন
C
কোরিয়া সংকট
D
প্যালেস্টাইন সংকট
কোরিয়ার যুদ্ধ ও জাতিসংঘের উদ্যোগ (১৯৫০–১৯৫৩)
কোরিয়া উপদ্বীপ ইতিহাসে দীর্ঘকাল জাপানের অধীনে ছিল (১৯১০–দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত)। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান পরাজিত হওয়ার ফলে ১৯৪৫ সালে কোরিয়াকে দুই অংশে ভাগ করা হয়:
-
উত্তর কোরিয়া: সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে
-
দক্ষিণ কোরিয়া: মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
এর ফলে ৩৮° উত্তর অক্ষাংশ বরাবর দুটি দেশের সীমান্ত স্থাপিত হয়। ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উভয় দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়। শুরু থেকেই উত্তরের ও দক্ষিণের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বিরাজ করেছিল। এই যুদ্ধকে ইতিহাসে প্রায়ই “The Forgotten War” বলা হয়।
যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ:
-
সময়কাল: ১৯৫০–১৯৫৩
-
বিবাদমান পক্ষ:
-
উত্তর কোরিয়া (সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থন)
-
দক্ষিণ কোরিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থন)
-
-
জাতিসংঘের পদক্ষেপ: কোরিয়ার সংঘাত উত্তেজনা প্রশমনের জন্য ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ‘Uniting for Peace’ (শান্তির জন্য ঐক্য) প্রস্তাবটি অনুমোদন করে।
-
যুদ্ধের সমাপ্তি: ২৭ জুলাই, ১৯৫৩
উৎস: UN ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
কোন দেশগুলো মেডিসিন লাইন/সীমানা দ্বারা বিভক্ত?
Created: 3 weeks ago
A
ব্রাজিল ও বলিভিয়া
B
যুক্তরাষ্ট্র ও কানাডা
C
জার্মানি ও পোল্যান্ড
D
মিশর ও সুদান
মেডিসিন লাইন বা Medicine Line হলো যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সীমারেখা, যা বিশেষভাবে ৪৯° উত্তর অক্ষরেখা বরাবর বিস্তৃত।
এটি দুই দেশের মধ্যে দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তের একটি অংশ এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘ অরক্ষিত সীমান্ত হিসেবে পরিচিত।
-
মেডিসিন লাইন (Medicine Line) হলো যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমারেখা।
-
এটি ৪৯° উত্তর অক্ষরেখা (49th parallel) বরাবর বিস্তৃত।
-
৪৯° উত্তর অক্ষরেখা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তের অংশ, যা মূলত সোজা রেখার আকারে।
-
এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ অরক্ষিত (unfortified) সীমান্ত হিসেবে পরিচিত।
-
সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৫,৫২৫ মাইল।
-
এই সীমান্ত ১৮৪৬ সালের ওরেগন চুক্তি (Oregon Treaty) অনুযায়ী নির্ধারিত হয়।
-
কানাডার স্থানীয়রা এই সীমান্তকে মেডিসিন লাইন নামে উল্লেখ করেন।
অন্যদিকে, বিশ্বের অন্যান্য সীমান্তের মধ্যে:
-
ওডার-নীস লাইন হলো জার্মানি ও পোল্যান্ডের মধ্যে একটি আন্তর্জাতিক সীমান্ত।
-
২২° উত্তর অক্ষরেখা (22° N parallel) হলো মিশর ও সুদানের মধ্যে একটি সীমান্ত, যা হালায়েব ত্রিভুজ (Hala'ib Triangle) নামেও পরিচিত।

0
Updated: 3 weeks ago